পরাণ
মো ও খা ও।
হারিয়ে গেলে কোথায় বল তাহার দেখা পাই
বুকের মাঝে বসত করে চোখের সমুখ নাই,
বীনা তারে সুরের সাধন কোন সে পাখি গায়
থামলে বাদন শুন্য আসর গায়েন কোথা যায়।
আখির পলক মনের ঝলক ভাবনা মনে যত
পাপড়ি দোলায় সুখের মেলায় সপ্ন অবিরত,
টানলে রশি বাশের বাঁশি গাইবে না আর গান
থামবে গাড়ী অচিন বাড়ী চড়বে কাধে যান ।
বন্ধ বায়ু নিশাস আয়ুর গুমোট উঠান ঘর
ঘরের বাহির অচল শরীর বিছান মাটি খড়,
কোথায় শয়ন নেইকো তখন বিছ্না কাথা খাট
চুকবে সকল হিসাব নিকাশ দিন বেলার পাট।
- ঢাকা। ০৭/০৪/২০২০
যাক ভাল লাগল। আরও লেখা আশা করছি।
Nice rhyme
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
"বুকের মাঝে বসত করে চোখের সমুখ নাই" - খুব সুন্দর! ভালো লেগেছে কবিতাটা।