পরাণ

পরাণ
মো ও খা ও।

হারিয়ে গেলে কোথায় বল তাহার দেখা পাই
বুকের মাঝে বসত করে চোখের সমুখ নাই,
বীনা তারে সুরের সাধন কোন সে পাখি গায়
থামলে বাদন শুন্য আসর গায়েন কোথা যায়।

আখির পলক মনের ঝলক ভাবনা মনে যত
পাপড়ি দোলায় সুখের মেলায় সপ্ন অবিরত,
টানলে রশি বাশের বাঁশি গাইবে না আর গান
থামবে গাড়ী অচিন বাড়ী চড়বে কাধে যান ।

বন্ধ বায়ু নিশাস আয়ুর গুমোট উঠান ঘর
ঘরের বাহির অচল শরীর বিছান মাটি খড়,
কোথায় শয়ন নেইকো তখন বিছ্না কাথা খাট
চুকবে সকল হিসাব নিকাশ দিন বেলার পাট।

  • ঢাকা। ০৭/০৪/২০২০

৩ টি মন্তব্য : “পরাণ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।