করোনা এমন করোনা
মো ও খা ও।
এমন করে কি বেচে থাকা যায়
একা একা ঘরে,
তোর সাথে হবে না দেখা এখন
কি হবে পরে?
চোখের আকাশে সুখের সাতরঙ
কত কথা বলে,
যত খুনসুটি বন্দি বুকের মাঝে
ঢেকে কি রাখা চলে?
নদীতো বইছে এখনো ছন্দে ছন্দে
আকাশে উঠেছে চাদ,
কন্ঠে না মিলিলে সুরে সুরে গান
মিটিবে কি সুখ সাধ।
ফুঠেছে বাগানে ফুল আম্রমুকুল
গন্ধে মন মাতোয়ারা,
কোকিল ডাকিছে বৃক্ষ শাখে
পরাণ দিশেহারা।
ভালোবেসে সুখ জানি সে মরনেও
এসোনা বসি বিজনে,
প্রেমডোর মেঘাচ্ছন্ন মহামারি ডরে
দেখা নেই শুধু দুজন।
আমিতো সমুদ্র মন্থনে আকন্ঠ জলে
করোনা এমন করোনা,
ণীল কন্ঠ হবো বিষপানে লক্ষীর বরে
মেরোনা অমনি মেরোনা।
ঢাকা।
অসাধারণ শিরোনাম। ছান্দসিক। ধন্যবাদ।
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
"করোনা এমন করোনা" - চমৎকার একটি রচনা!
"ফুঠেছে বাগানে ফুল আম্রমুকুল
গন্ধে মন মাতোয়ারা,
কোকিল ডাকিছে বৃক্ষ শাখে
পরাণ দিশেহারা।" - বাহ, বেশ তো!