(কবিতাটির নাম দেয়া যায় “আমার কবিতা লোখার অপপ্রয়াস”। যখন প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকার কষ্ট আমায় কুড়ে কুড়ে খায় তখন এই অপপ্রয়াসটা মাথার মধ্যে ঘুর ঘুর করে )
আকাশ দেখতে আমার বড্ড ভালো লাগে,
সকল প্রকারের আকাশ
চৈত্রের রোদে পোড়া রুদ্র আকাশ,
বৈশাখের হালকা মন খারাপ আকাশ
শরতের ঝলমলে আকাশ;
এমনকি বর্ষার স্যাতস্যাতে আকাশও
আমাকে প্রচন্ড আকর্ষণ করে ।
না আমি কাব্যপ্রেমী কিংবা অতিমাত্রায়
রোমান্টিক কেউ নই,শুধূ আকাশ দেখতে
আমার বড্ড ভালো লাগে ।
চাঁদ দেখতেও আমার বড্ড ভালো লাগে,
সকল প্রকারের চাঁদ
পূর্ণিমার প্রচন্ড হাসি মাখা চাঁদ,
কিংবা অমাবস্যার ঢিমে ভাবে জ্বলা চাঁদ
কখনোবা ক্ষয়ে যাওয়া দুর্বল চাঁদ;
এমনকি সকালবেলার অবাঞ্চিত চাঁদও
আমাকে প্রচন্ড আকর্ষণ করে ।
না আমি চন্দ্রগ্রস্ত কিংবা অতিমাত্রায়
স্বপ্নবিলাসী কেউ নই,শুধূ চাঁদ দেখতে
আমার বড্ড ভালো লাগে ।
চাঁদ বা আকাশ আমার একটুও ভালো লাগে না,
ঘৃণা করি পাহাড়, সমুদ্র, রংধনু, কিংবা লাস্যময়ী জোছনা
কিন্তু নিজেকে যখন প্রচন্ড একাকিত্ব ঘিরে ধরে,
তখন তাকাই চাঁদ আর আকাশের দিকে,তোমার খোজে
বুঝতে পারি এই একই আকাশ আর চাদেঁর নিচে
আছো তুমিও,তখন তোমাকে অনেক কাছে মনে হয়;
তাই আমি ভালোবাসি চাঁদ আর আকাশকে
তোমার জন্য শুধু তোমার জন্য।
প্রথম দুইটা ঠিক ছিলো ...... কিন্তু
এইখানে ব্যাপারটা প্যাচ খাওয়ায়ে দিলা ক্যান ????
প্যাচটা আমার কাছে ভালোই লাগছে ভাইয়া....
Nahian
আসলে আমি প্যাচ বলতে -
এইটাকে বুঝাইসি। প্রথম দুইটা প্যারাতে ব্যাখ্যা করা হয়েছে কেনো সে আকাশ বা চাঁদ ভালোবাসে। এই খানে প্রথমেই একেবারে দুইটাই বাদ দিয়ে নতুন ব্যাখ্যা। এই জন্যেই প্যাচটা ভালো লাগে নাই আমার কাছে।
অবশ্য কবিতা বুঝি কম ......
ভাই এ নতুন ব্যাখ্যা না। আমি আকাশ বা চাঁদ কে মন থেকে ভালবাসি না।কিন্তু আমি বাসতে বাধ্য।আপনি খেয়াল করলে দেখবেন যে আমি বলেছি বর্ষার স্যাতস্যাতে আকাশের কথা,বলেছি ক্ষয়ে যাওয়া দুর্বল চাঁদ,অবাঞ্চিত চাঁদের কথা।এর মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে চেেয়ছি আমার অবহেলার কথা।তারপর ও আমি আকাশ বা চাঁদ কে ভালবাসি কারণ তাদের মাধ্যমেই আমি আমার প্রিয়জন কে কাছে পাই।আকাশ আর চাদ কে আমার মনে হয় ছাদের মত যার তলায় আমাদের সবার বসবাস।
তুমি গেছো
স্পর্ধা গেছে
বিনয় এসেছে।
ধইন্যবাদ 😀
তুমি গেছো
স্পর্ধা গেছে
বিনয় এসেছে।
:boss: জটিলzz :boss:
Nahian
হুম, বুঝলাম... তুই অনেক ব্যাখা শিখসোস :grr: 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আসাব ভাই,এই ছবিটা বদলান,আমার জানি কেমন কেমন লাগে 😛
তুমি গেছো
স্পর্ধা গেছে
বিনয় এসেছে।