তোমার ছবিই একেঁছিলাম মনের চিত্রপটে
চাইলেও মুছতে পারবে না, ছিড়তে পারবে না,
নষ্ট করতে পারবে না পুরনো ছবিটা চিরতরে ,
কিভাবে যেন বুনো ফুল হয়ে গেলে
সবাই হামাগুড়ি দেয় তোমার বিছার শব্দে
কি আটসাট হয়ে চলে আসে তোমার কাছে!
অথচ কত লক্ষীটাই না ছিলে
যদিও তুমি দেবী হতে চেয়েছিলে ,
তবে অপদেবতা তো হলে!!
তাই বলে, ছবিটা তো আমি নষ্ট হতে দেব না।
অনেক পুরনো ছবি , অনেক আবেগ জড়িয়ে..
আজ দুপুরেও বসেছিলাম কলাভবনের গেটে
সেদিন তুমি ছিলে-
আর আজ বসেছিলাম বন্ধুদের সাথে
মাথার উপর ঝুলে থাকা মাধবীলতা
একা দুলছিল বাতাসে।
তোমার ছবিটা আমি নষ্ট করিনি
শুধু ইরেজার দিয়ে মুছে রেখেছি যতন করে
শেষ দুপুরের হালকা রোদে ডীনস্ গেটে গেলে
মুছে ফেলা ছবিটায় প্রাণ ফিরে আসে-
কি অভিমানের চাদর জড়িয়ে তুমি চেয়ে থাক আমার চোখে!
অiনমনা হয়ে যাই নিসঃঙ্গ মাধবীলতা দেখে..
গত হয়ে যাওয়া খানিকটা সময় শুধুমাত্র,
-কোন তীব্রতা নেই,
অথচ দীর্ঘশ্বাসের কতদীর্ঘ প্রতিবিম্ব..!!
😀 😀 😀
১ম
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
:frontroll: দে তো দেখি কয়েকটা...
-আলীম হায়দার.1312.
আলীম ভাই,ঘাও খাইসেন নাকি? 🙁 🙁
চলো বহুদুর.........
আমি ঘা খাওয়ার মানুষ না.....
-আলীম হায়দার.1312.
B-) আবার জিগায় :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অনমনা কে "আনমনা" করে ফেল, আর ফূল ঠিক করে "ফুল" করে ফেল..
ভালো লাগলো.
:clap:
🙂 🙂 🙂
-আলীম হায়দার.1312.
আলীম, অনেকদিন পর কোনো কবিতা পড়ে কবিতাটা অনুভব করলাম। লেখালেখিটা চালিয়ে যেও।ভালো থেকো।
:thumbup: :thumbup: :thumbup:
-আলীম হায়দার.1312.
আলীম, তোমার আজ অব্দি লেখাগুলোর মধ্যে আমার বিচারে এটা সবচেয়ে সুন্দর।
You cannot hangout with negative people and expect a positive life.
জিতু আপিইইইই........ আমার নিজেকে অনেক বড় কবি মনে হচ্ছে..!!!! :tuski:
-আলীম হায়দার.1312.
তোমার লেখার হাত অনেক ভালো।
You cannot hangout with negative people and expect a positive life.
আপনাকে কদমবুছি করতে ইচ্ছে করছে...সত্যি ।
-আলীম হায়দার.1312.
প্রিয়তে :clap: :clap:
এত সুন্দর কবিতার জন্য কুক,সময় করে খেয়ে যেও।
টিফিন বক্সও নিয়ে যাব কিন্তু। খাওয়ার পর আবার নিয়ে আসব পরে খাওয়ার জন্য.. :teacup:
-আলীম হায়দার.1312.
খুব সুন্দর হয়েছে ভাইয়া।
সুন্দর হাসি উপহার দেয়ার জন্য ............. সিনিয়রের সামনে হাসতেছ ক্যানো!!!! জলদি ১০০ :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: লাগাও......
😉
-আলীম হায়দার.1312.