কিছুই মুছে যায় না,মুছে দেওয়া যায় না
আপাত চোখে যতই অদৃশ্য মনে হোক
সবকিছু রয়ে যায় অঘোষিত প্রেক্ষাপটে
একান্ত অন্ধকারের মাঝে কালো অক্ষরে!
আপোষ্ব চোখ বুঝে থাকা তবুও ভালো
নিজেকে সজোরে চেপে ধরা অমসৃন পাথরে
ঘষে ঘষে যতই চেষ্টা হোক-মুছবে না,
খসখসে শুধু-আর আগুনের ফুলকি জ্বলতে পারে!
এখন যতই হাওয়ায় বাঁধা থাকুক বর্তমান
শ্যাওলা জমে ঢেকে যাক বুক-সবুজ আস্তরণে
ভেতরে কঠিন অস্থিমজ্জা তবু নীরবেই
আঁচড়ে বয়ে বেড়াবে গোপ্ন গভীর দাঘ!
"আঁচড়ে বয়ে বেড়াবে গোপ্ন গভীর দাঘ!"- কিছু কি ভুল আছে নাকি আমি বুঝিনাই?
অনেকদিন পর ফার্স্ট :tuski:
কবিতাটা বুঝতে কষ্ট হচ্ছে। ব্যাখ্যা দরকার।
চ্যারিটি বিগিনস এট হোম
সম্মতি দিলাম
জটিল!!! 🙂