প্রথম সকালে
তুমি এসে ছুঁয়ে দিয়ে গেলে আমাকে আদ্যপান্ত
আছড়ে পড়লে আমার উদল বুকে-গলায়-মুখে
জড়িয়ে নিলে কোমল ছোঁয়ায় উষ্ণ আচল তলে
শেষ রাতে জড়িয়ে ধরা বিছানায় আমি ক্লান্ত
তোমার উত্তাপে খানিকটা বিরক্ত
এই ধ্বংসস্তুপে বর্ষার আকাশের তীব্র রৌদ্রে
ধর্ষিত রমনীর মতোই বিপর্যস্ত সবাই
পূব জানালা থেকে খানিকটা দূরে দেখি প্রতিদিন
পানির ট্যাংকির শরীর বেয়ে ওঠা সবুজ শ্যাওলা
বেচেঁ থাকে তোমার উত্তাপে। দরজা খুলে দিলেই সামনের বাগানে
আঁছড়ে পড়া রৌদ্রে নেচে ওঠে রঙ্গন-পাতাবাহার
চিকচিক করে ওঠে টলটলে পানি
সকালের প্রথম চুম্বনে বিমোহিত হয়ে
আড়মোড়া দিয়ে উঠে বসে ঘুম ঘুম চোখে
তারপর শুরু করি কর্মব্যস্ত দিন ।
😀
এখন পইরা আসি
জন্য : পইরা
পড়ুন : পইড়া
কবিতা পড়ে মনে হচ্ছিল কোথায় জানি পড়সি। চেক করে দেখি আপনি আগেই একবার এটা পোস্ট করেছিলেন।
এক কবিতা দুইবার কেন?
আমারো তাই মনে হচ্ছিলো,
মনে হয় ভুলে গেছিলে যে আগে পাঠিয়েছিলে একবার....
সন্ধ্যা নিয়ে লেখাটা পোষ্ট করতে যেয়ে এটা পোষ্ট করে ফেলেছি.....এটা সরানো যাবে কিভাবে?
-আলীম হায়দার.1312.
আগে তো পোষ্ট করার কথা না!!!!!!!!!!!
-আলীম হায়দার.1312.
ভালো লাগলো.
সুন্দর মিষ্টি মিষ্টি অনুভূতি।
'আঁছড়ে' হবেনা, 'আছড়ে' হবে।
লেখার শুরুর দিকের সাথে শেষটা কেমন যেনো পরষ্পরবিরোধী :
"রোদের তীব্রতায় বিরক্তি, বিপর্যস্ততার সংগে সকালের প্রথম রোদের
মিষ্টি মিষ্টি ভাব"
কেনো? ইচ্ছাকৃত?
আসলে তো দুটোই সত্য। তাই না। ভেবে দেখুন তো একটু ..... আর হ্যা সুধরে দেবার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করলাম না।বড় ভাই হিসেবে তো....
-আলীম হায়দার.1312.
ও হ্যাঁ,
'আচল' হবে 'আঁচল'....
বেঁচে তে ব এর উপর চন্দ্রবিন্দু হবে।আলীম,পারলে ঠিক করে নাও। অনেক সময় আমরা বাংলা টাইপ-এ আনাড়ী এবং তাড়াহুড়ো করি ব'লে মনে হয় জানা বানানগুলোও ভুল হয়ে যায়।
নূপুর ভাই, আপনি তো অনেক বিচক্ষনী! এমন মন্তব্য আমার ব্লগে করলে আমার কিছু উপকার হত।
আয়েশা,
তোমার 'প্রেমের কবিতা' দারুণ লেগেছিলো আমার,
আর সবার মতো সুরটা শুনতে ইচ্ছে হয়েছিলো।
কি একটা কারণে তখনি মন্তব্যটা আর করা হয়ে ওঠেনি তোমার পোস্টে।
তেরো বছর বয়সে এতো সুন্দর করে ভেবে আবার তাকে
প্রকাশ করা আমার কাছে তো কেমন অসম্ভব মনে হয়..
:clap: :clap: :clap:
চলো বহুদুর.........
:clap: :clap: :clap:
-আলীম হায়দার.1312.