কত পূজি নিয়ে শুরু করেছিলাম এই ব্যবসা-
জীবন ব্যবসা।জানি না সঠিক।কেউ জানে না।
আদি-অকৃত্রিম-মুনাফাহীন এই ব্যবসা।
ম্যাচের কাঠি কিংবা সিগারেটের মতো জ্বলে গেছে
একদিকে।তারপর ধীরে ধীরে শেষ হয়ে আসা।
তীব্র বেগে শেষের দিকে যাচ্ছি আমরা।
ফানুস উড়িয়ে , রংগিন বাদ্যের সাথে কি উতসব!
অথচ,
একটি জন্ম বার্ষিকী মানে মৃত্যুর দিকেই এক পা এগিয়ে যাওয়া।
বিজয় ডঙ্কা বাজিয়ে , হর্ষধ্বণি দিতে দিতে
স্তুতি আর বন্দনায় বিরক্ত হয়ে অত্মতৃপ্তির ঢেঁকুর তুলে
পায়ে পায়ে এগিয়ে যায় মৃত্যুর শীতল দুয়ারে
আর শেষ সময়ে এসে বাঁচার জন্য কি আপ্রাণ প্রচেষ্টা! -(অসমাপ্ত,চলবে)
আগষ্ট ১৫,২০১০।
কি মজা আমি ফার্স্ট হইসি । 😀
ছাত্র কমতো..... ফাষ্ট হওয়া একটু সোজা এখন.... :))
-আলীম হায়দার.1312.
ভাই, কয়েকটা বানান মনে হয় ভুল হইসে 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধুর কবিতার পরে ও এখন চলবে লেখা হচ্ছে কেনু?
অসমাপ্ত কবিতা দেয়ার জন্য আপনারে ভ্যান্চায়। x-( x-(
আপনারে ও ভ্যান্চায়... =))
-আলীম হায়দার.1312.
ভালো লাগলো 🙂
:clap:
-আলীম হায়দার.1312.
সুন্দর... :clap:
:shy:
-আলীম হায়দার.1312.