জীবন ব্যবসা,মৃত্যুর নামান্তর

কত পূজি নিয়ে শুরু করেছিলাম এই ব্যবসা-
জীবন ব্যবসা।জানি না সঠিক।কেউ জানে না।
আদি-অকৃত্রিম-মুনাফাহীন এই ব্যবসা।

ম্যাচের কাঠি কিংবা সিগারেটের মতো জ্বলে গেছে
একদিকে।তারপর ধীরে ধীরে শেষ হয়ে আসা।
তীব্র বেগে শেষের দিকে যাচ্ছি আমরা।

ফানুস উড়িয়ে , রংগিন বাদ্যের সাথে কি উতসব!
অথচ,
একটি জন্ম বার্ষিকী মানে মৃত্যুর দিকেই এক পা এগিয়ে যাওয়া।

বিজয় ডঙ্কা বাজিয়ে , হর্ষধ্বণি দিতে দিতে
স্তুতি আর বন্দনায় বিরক্ত হয়ে অত্মতৃপ্তির ঢেঁকুর তুলে

পায়ে পায়ে এগিয়ে যায় মৃত্যুর শীতল দুয়ারে
আর শেষ সময়ে এসে বাঁচার জন্য কি আপ্রাণ প্রচেষ্টা! -(অসমাপ্ত,চলবে)

আগষ্ট ১৫,২০১০।

৯৮৩ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “জীবন ব্যবসা,মৃত্যুর নামান্তর”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।