একদিন স্বপ্নেরা এসে ভীড় করেছিল আমার আঙ্গিনায়।
সেদিন আকাশে ছিল ঝলমলে রোদ
বাতাসে ফুলের গন্ধ
সাগরে টলটলে জল
চারপাশে ছিল সবুজ পাতার হাতছানি
আমি স্বপ্ন দেখিনি ,
স্বপ্নরা সব চলে এসেছিল আমার খোলা জানালায়
কানে কানে ফিসফিসিয়ে বলেছিল দরজা খোলা রাখতে…
আমি জেগে ছিলাম মধ্যরাত ,
দমকা বাতাস কড়া নেড়েছে –
চাঁদ এসেছিল তবে স্বপ্ন আসেনি…
স্বপ্নেরা বারবার এসে পালিয়ে গেছে পিছন দরজায়।
সেদিন রাতেও ছিল পাগল জ্যোৎস্না
গন্ধরাজ -হাসনাহেনার তীব্র মাদকতা
স্বপ্ন আসে নি , তবে জ্যোৎস্না এসেছিল
বাতাসে দোলা খেয়ে খেয়ে
শিশির ভেজা আলোর কণা আঁছড়ে পড়েছে বেলী বনে
আমি সেদিনও জ্যোৎস্না কুড়াতে যাই নি…
জ্যোৎস্না এসেছিল আমার আঙ্গিনায়
শেষ প্রহরে মনে হল-
স্বপ্নেরা বারবার এসে পালিয়ে গেছে পিছন দরজায়..
🙂
চলো বহুদুর.........
আজকে দিনে ২য় বারের মত প্রথম............. :awesome: :awesome: ।
কবিতাটা সেইরকম লাগসে ভাই............. :clap: :clap: ।
অ.টঃ
কেমনে পালাইল?? =(( =((
চলো বহুদুর.........
স্বপ্নরা ওরকমই.... 😉
-আলীম হায়দার.1312.
কোন রকমই? 😕 😕 😕 😕
চলো বহুদুর.........
:thumbup:
-আলীম হায়দার.1312.
স্বপ্ন আমার সাথেই থাকে।
কিন্তু তুমি যে তোমার সাথে নেই...,তুমি তো স্বপ্নের সাথে.. :(( :((
-আলীম হায়দার.1312.
আলীম, পেছনের দরজাটা ভাই বন্ধ করে গজুমুতে যেও এর পর থেকে 😉
You cannot hangout with negative people and expect a positive life.
গুমুতে গুলুম মাত্র... বাট.!!!!! রোদের অত্যাচার এ তো পারলুম না...
-আলীম হায়দার.1312.