…সূতো ছেঁড়া ঘুড়ির স্বপ্নের গল্প…

একদিন স্বপ্নেরা এসে ভীড় করেছিল আমার আঙ্গিনায়।

সেদিন আকাশে ছিল ঝলমলে রোদ
বাতাসে ফুলের গন্ধ
সাগরে টলটলে জল
চারপাশে ছিল সবুজ পাতার হাতছানি


আমি স্বপ্ন দেখিনি ,
স্বপ্নরা সব চলে এসেছিল আমার খোলা জানালায়
কানে কানে ফিসফিসিয়ে বলেছিল দরজা খোলা রাখতে…
আমি জেগে ছিলাম মধ্যরাত ,
দমকা বাতাস কড়া নেড়েছে –
চাঁদ এসেছিল তবে স্বপ্ন আসেনি…

স্বপ্নেরা বারবার এসে পালিয়ে গেছে পিছন দরজায়।

সেদিন রাতেও ছিল পাগল জ্যোৎস্না
গন্ধরাজ -হাসনাহেনার তীব্র মাদকতা

স্বপ্ন আসে নি , তবে জ্যোৎস্না এসেছিল
বাতাসে দোলা খেয়ে খেয়ে
শিশির ভেজা আলোর কণা আঁছড়ে পড়েছে বেলী বনে

আমি সেদিনও জ্যোৎস্না কুড়াতে যাই নি…
জ্যোৎস্না এসেছিল আমার আঙ্গিনায়

শেষ প্রহরে মনে হল-
স্বপ্নেরা বারবার এসে পালিয়ে গেছে পিছন দরজায়..

৮৯৮ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “…সূতো ছেঁড়া ঘুড়ির স্বপ্নের গল্প…”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।