তেরো নদী পার হয়ে
সাত সমুদ্রে নেমে
আপনমনে দুলতে
শুরু করেছিলো,
একটুও না থেমে
অতঃপর ফিসফিসিয়ে
ফিসফিসিয়ে চলেছে
কখনোবা হিসহিসিয়ে
আচমকা, অহমিকায়
কেশর ফুলিয়েছে;
যত এগিয়েছে
অহেতুক
লাফিয়ে লাফিয়ে
গর্জে উঠেছে শুধু,
প্রতিবারের মতো
পুরনো কথা ভেবে
আক্রোশে
অভিমানে
গুমরে উঠে
ফুলতে ফুলতে
ফুলতে ফুলতে
থইথই কথামালার
ফেনিল উচ্ছ্বাসে
একলাফে
প্রায় আকাশ ছুঁয়ে ফেলেই
সমস্ত বুদ্বুদসমেত
হুড়মুড় ক’রে
শেষমেশ
তোমার পায়ে
ভেঙে পড়েছে…..
৪০ টি মন্তব্য : “ঢেউপুরাণ”
মন্তব্য করুন
আহা!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
2nd
খুব সুন্দর দাদা।
একেবারে উৎপত্তি থেকে নিয়তি পর্যন্ত এঁকেছেন - প্রতিটি ধাপ ছুঁয়ে ছুঁয়ে।
পড়তে পড়তে যেন নোনা জল এর মাদকতা পেয়ে বসলো।
:dreamy:
সৈয়দ সাফী
অনেক ধন্যবাদ।
খুব মন দিয়ে পড়েছো দেখছি। 🙂
অসাধারণ!!!
বহুদিন পর নুপূরদা দেখি ঘুম ভেঙ্গে একেবারে পুরনো ফর্মে। :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy:
মনটা ভালো করে দিলেন নুপূরদা।অনেকদিন পর সিসিবিতে এসে অনেকদিন পর আপনার কবিতা পড়ে অনেকদিন পর কমেন্টাইতে গিয়ে ভালই লাগছে। 😀
আমিও অনেকদিন পর এলাম এখানে।
তোমার মন ভালো করে দিয়ে
আমার মনেরো গুমোট ভাবটা কেটে গেলো।
Darun :boss:
অ........
অসা......
অসাধা....
অসাধার..
অসাধারণ
মেয়েদের এত পাত্তা দেয়া ঠিক না ভাইয়া। এরা ম্যাক্সিমাম বদের বদ। দেখলেন না প্রভা কি করলো..।..।...।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ও আচ্ছা দোষটা তাইলে প্রভার! আপনার কাছ থেকে এই স্টেটমেন্ট আশা করিনাই।
😀
কবে যে তোমার মত সিরিয়াস চিন্তা-ভাবনা করতে পারবো, 🙁
প্রভা-রাজিব-অপূর্ব কেউ বিয়াতে দাওয়াত দেয় নাই, সঠিক কারন জানি না, কিন্তুক একজনের আংটি হাতে, আরেকজনের গলায় মালা, ক্যামন জানি লাগে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রায়হান, ফয়েজ ভাই মনে হয় প্রভার লেটেস্ট ভিক্টিমাইজেশনের ঘটনার কথা না বলে প্রথমটার কথাই বলেছেন ঘটনাটা একটা বড় প্রেক্ষাপটে ফেলে।অন্ততঃ উনার পরের এই কমেন্টটা পড়ে তাই মনে হলো।
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রথম কোনটা আর লেটেস্ট কোনটা? কিছুই তো বুঝতেছিনা। সব ধুলায় অন্ধকার। 😉
ধুর, আমি হালায় এখনও বোধাই রইয়া গেলাম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাইয়ূম ভাই, দ্বিতীয় কারণে খারাপ লাগায় আমি ফয়েজ ভাইয়ের কথার পার্থক্য ধরতে পারিনাই। বিকালের দিকে হঠাৎ মনে হইলো, ফয়েজ ভাই এই এঙ্গেলে কথাটা কইতে পারেন। তখন থেকাই মনে খচখচ, না জানি ফয়েজ ভাই কিরাম মাইণ্ড খাইছে। দৌড়ের উপরে নেটে ঢুকলাম এখন মাফ চাওয়ার জন্য। আমার ভুল হইছে।
ফয়েজ ভাই, অন্তর থেকে সরি।
তবে প্রভা যে রাজীব নামের সাইকোটারে বিয়া করেনাই, তাতে ওরে সাধুবাদ জানাইলাম।
@ রায়হান
ব্যাপার না বাচ্চু, ভুল তো আমারি, অর্ধেক ইনফরমেশন এর উপরে একটা স্থূল কমেন্ট করে ফেলেছি। আমি নিজেও লজ্জিত এ ব্যাপারে।
@ নূপুর দা
প্রভা মডেল এবং নাটক করে, সেই অর্থে সেলিব্রিটি, কিছুদিন আগে ছেলেবেলার বন্ধু রাজিবের সংগে তার এনগেঞ্জমেন্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে তার নাটকের সহকর্মী অপূর্বকে বিয়ে করেছে কাউকে না জানিয়েই। পরবর্তীতে রাজিব প্রভার সংগে তার নিজের কিছু অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
এই হইলো গিয়া বেতান্ত। আপনার কবিতা পড়ার আগে প্রভার বিয়ের খবরটা ফেসবুকের কল্যানে জানা হয়ে যায়। রাজিবের ব্যাপারটা অবশ্য আমি জেনেছি আরও বেশ খানিকক্ষন পড়ে। ততক্ষনে ঢিল ছুড়ে ফেলেছি। 🙁
আমার মন্তব্যে অনেকেই দুঃখ পেয়েছেন, কারন আমি অনেক জেনারালাইড করে ফেলেছি ব্যাপারটা। আমি আন্তরিক ভাবে দুঃখিত।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
@ ফয়েজ:
যা বাব্বা! দেশে থাকিনা, খবরও রাখিনা।
ভয় পায়া গেসিলাম। ঢেউ পুরাণে আবার কিসের ঢেউ উঠলো ভাইবা।
হা হা হা.... তয় লোকজন এতো অল্পে মাইন্ড খায় ক্যান?
সবাই দেখি 'প্রভা'বিত হইয়া পড়সে। 😀 😀
ফয়েজ ভাই, না বুইঝা এইভাবে আপনারে কথাটা কওয়া খুবই জঘণ্য কাজ হইছে। কিছু মনে নিয়েন না।
যা ফজু ভাইয়ের পক্ষ থেকে আমি মাফ করে দিলাম। আমারে 'পাওয়ার অব এটর্নি' দিয়া রাখছে। 😉
তয় ভবিষ্যতে এমুন করলে থাবড় দিয়া শিল্প ব্যাংকের ছাদ থেইকা ফালাইয়া দিমু। বেদ্দপ।
যা গিয়া, তারাবীর নামাজ পড়।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
@ফয়েজ:
ভাই কিছুই তো বুঝলামনা।
প্রভা, রাজীব, অপূর্ব কাওরে চিনবার পারতেসিনা।
অনেকদিন সিসিবিতে না থেকে এই অজ্ঞতা।
@ কামরুল, আবীর, কাইয়ূম:
একটু আলোকিত করো, আমি তো আন্ধারে!
=)) :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
@ আহমদ:
অই মিয়া হাসো ক্যান?
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইয়ে মানে নপূরদা, আমিও তো তেমন কিছু জানি না। তবে সবার কথাবার্তা শুনে খুবই জনগুরুত্বপূর্ন ইস্যু বলে মনে হচ্ছে। জাতি এক মহা দূর্যোগের সামনে, যুব সমাজ ধ্বংসের পথে, যার যা কিছু আছে তা নিয়েই রাস্তায় নামতে হবে ইত্যাদি ইত্যাদি...... 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =)) =)) =))
আমি ভাবসিলাম এইটা নদী-সাগর-পানি এইসব নিয়ে লিখা।
পরে বুঝলাম নুপুর ভাই নিজের ফর্মেই আছেন।
গ্রেট বস। অসাধারন।
চ্যারিটি বিগিনস এট হোম
ইয়ে মানে, নদী-সাগর-পানিই তো!
থ্যাংকস আহমদ।
বড় হয়ে আমিও আপনার মত কবিতা লিখতে চাই। 🙂
হিসহিসিয়ে আর বুদবুদ বানানে টাইপো হয়ে গেছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি তোমার মতো হিউমার করতে পারবোনা কোনদিন।
কি খবর-টবর?
দেশে যাওয়াটা অনেকদিনের জন্য পিছিয়ে গিয়ে আর তোমাদের
সংগে আড্ডা দেবার সুযোগটা হলোনা।
টাইপো ধরিয়ে দেবার জন্যে থ্যাংকস।
'বুদ্বুদ' বানানটাই আমার ভালো লাগে,
একটা bubbling ব্যাপার আছে....
😛 সরি ভাইয়া, আমি ভাবছিলাম ওটা টাইপো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
'হিসহিসিয়ে' ঠিক করে দিয়েছি।
প্রভা্কাহিনী তো কিছুই বুঝতেসিনা,
কেইসটা কি?
বেশ সিরিয়াস ডিসকাশন দেখে ঘাবড়ে গেলাম।
ভাই কেউ একটু খুইলা কন :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
নূপুরদা তো পুরো কবিতার ঢেউ তুলেছেন দেখা যাচ্ছে!
খুউভ ভালো খুউব ভাল নূপুরডা 🙂
ধন্যবাদ অনেক।
দারুন শব্দের যাদুময়তা!
আমার বন্ধুয়া বিহনে
নুপুরদা......
আমি হতাশ...আপনারে নিয়া হতাশ... 😛 😛
নদী-রে কই থাইক্যা টাইনা আইনা সাগরে ফালাইলেন... অথচ...মাঝি-র কাছে আনলেন না!!! 😉 😉
আইচ্ছা...ব্যাপার না... আমি আবার লুবনান-এর শাকিরা...হাইফা...এইগুলারে নিয়া আছি তো...নদী না হইলেও চলবো!! :goragori: :goragori:
তয় ভাইজান...বইদ্যাশে আছি বইলা...অধমরে ভুলিয়েন না...
পরেরবার কিন্তু আমারে/আমাগোরে লইয়া লেহা চাই...!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
মাঝির কাছে আনতে হয় নাকি,
মাঝিই তো হ্যাঁচকা টানে নিজের কাছে
টাইন্যা লয়..
কুবির মাঝির কথা মনে নাই?
হ, মাঝিগো লইয়া ল্যাখতে হইবো একদিন...
আপনার কবিতা পড়ে কমেন্ট করার জন্য যুতসই শব্দ ক্ষুঁজতে মাথা হাতড়াতে হয় অনেক।
নিজে থেকে অসাধারন বিশেষণগুলো চিন্তা করে নিয়েন।
:shy: :shy: