তূর্ণা!তূর্ণা!!
ফুল ফুটে মৌতাত,
তার মদে চূর না!
জানি তুই আকাশের পরীদের ছোটবোন!
কি জানি কী খেয়ালেতে পৃথিবীর ঘাসবন
মাড়াতেই এসেছিলি;চলে যাবি ঠিক ফের,
তার আগে শুনে যা কবিতা শুনে যা সে কবিদের-
যার চোখে লেগে আছে
তোর নীল ওড়না!
তূর্ণা!তূর্ণা!!
কার রূপ চুরি করে এই দেশে এলি তুই?
বিস্তারিত»