পথহারা আজ সুরের ভেলায়
বসে আমি আকছি ছবি
ভেজা চোখের জল হল রং
স্বপ্নে আমার আমিই কবি।
না পাওয়া আজ স্বপ্ন আলোয়
জেগে থাকার চেষ্টা প্রবল
মেঘলা রোদে হাসছে রবি
তবুও আজ কাদছে সকল।
যুগ বদলের ধুম্রজালে,
পথহারা সব নবীন প্রানে জাগের প্রেমের ভয়
দ্বিগবিজয়ের উল্লাসে তাই
মনকারা তার নয়ন যে ভাই দৃষ্টি করে ক্ষয়।
বৃষ্টি শেষে কুয়াশা এসে করে আড়াল,
শেষ দেখা তার হয়না দেখা বলে
নতুন করে চায় সে সবি,একটু পরেই
ক্ষাণিক ভুলের চরণ তলে সব হারিয়ে ফেলে।
গানের লিরিক্স হিসেবে এইটা কিন্তু ভালোই চলবে। সুর লাগিয়ে দেখতে পারেন বস।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি জানি? রসিকতা করলে না তো আবার ভাই? 🙁
প্রকৃতির ধর্মই প্রতিদান