অজশ্র বেদনার মাঝে একটু খানি আশা
ভুলিয়ে দিতে পারে তোমার বিরল ভালবাসা
রাত জাগা কোনো আঁধার ঘরে তুমি প্রানের আলো
অপূর্ণ সব আশার মাঝে তুমিই দ্বীপ জ্বালো
হারিয়ে যাবার ক্রান্তিকালে পথ রুধিলে আমার
ফিরল এমন পূর্ণ করতে স্বপ্ন যত তোমার
কিযে এক প্রানের টানে কেঁদে উঠে এমন
বিষন্ন রাতের মাঝে হারাতে চায় যখন,
তুমি এলে আমার মাঝে উষার আবীরের মতন
সুখ দুখের চিরসাথী যেন যুগ সন্ধিক্ষণ।
তোমাকে পেয়ে আজ আমি যে কত খুশি
আঁধারের আলো যেন রুপালী চির শশী,
তুমিই তো বাঁচালে হারান দিনগুলি
মধুর টানে ছুটে এলো বিপন্ন বনের ওলি।
কেন এলে এত দেরি করে মোর জীবনের বাঁকে?
ব্যথার অনলে বুঝি পোড়ালে জীবনের ছাঁকে?
আজ ভরা নায়ে বসে আমি হাল ধরি
তুমি পাড়ে বসে তাইত তোমায় স্মরি।
তুমিনা এলে মোর মাঝে;অপূর্ণ রত জীবন
হত না হাটা সে পথ ধরে যা ভরা মায়ার রতন
ব্যথার দহনে নীলাভ্র আমার মনে
ফিরেছে কুসুম কলি তোমার পরশ সনে,
কতটা স্বপ্ন পুরনে হয়েছি সফল আমি
অভিমানী মনে জাগাতে স্বপ্ন “তুমি হবুস্বামী”?
:thumbup: