তুমি আর আমি
এখন দুজন দুগ্রহের বাসিন্দা,
কেটে গেছে অনেক দিন, কিন্তু
কমেনি আমাদের মাঝের দূরত্ব;
তারপরও জানি
আমরা দুজন দুজনকে ভালোবাসি।
চলে গেছে সে ক্ষণ, যখন
তোমার ছায়াকে অনুসরণ করত আমার পদচ্ছাপ,
এখন চলে যায় দিনের পর দিন, তবুও
আমার হৃদয় পায় না তোমার কোমল স্পর্শ;
বিস্তারিত»