সুন্দরের সান্নিধ্যে সিক্ত

ব্যাগে গুজে দেয়া ব্রেড আর
রাতে পাতে মাছ দুই পিস
মন ভালো হলে শ্রেয়া ঘোষ
খারাপের দিন ভায়োলিন

দীঘির পানিতে আলো খেলে
তোর চোখ দিয়ে দেখলাম
তোর স্নেহ থেকে শিখলাম
ভালোবাসা চেয়ে নিতে নেই
ভালোবাসা বেসে পেতে হয়

শুভ হোক তোর জন্মদিন

(আজ বিশ্ব পাই দিবস। মহান বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন। এই দিনে আমার বন্ধু নাজমুলও জন্মেছিল।
আইনস্টাইন সম্পর্কে যতটুকু পড়েছি, তা থেকে আমার মনে হয়েছে, এই মহাজ্ঞানীর সঙ্গে আমার বন্ধু নাজমুলের একটা চমৎকার মিল আছে। তা হলো- দুজনেই খুব সুন্দর মানুষ। সুন্দর  মনের মানুষ।
আইনস্টাইনের সৌন্দর্যের সান্নিধ্য পাবার সৌভাগ্য আমার হয় নি। নাজমুলের সান্নিধ্য পাবার সৌভাগ্য আমার হয়েছে।
এই এলেবেলে কবিতা সেই সৌন্দর্য্যের সান্নিধ্যে সিক্ত।)

১৪ টি মন্তব্য : “সুন্দরের সান্নিধ্যে সিক্ত”

  1. তাওসীফ হামীম (০২-০৬)

    বুঝলাম না। যদি কারো জন্মদিনের উপলক্ষে কবিতা লেখার দরকার হয়,তবে ভালো মানের হোক,মান এত খারাপ কেন?
    দ্বিতীয় কথা,ইদানীং মনে হচ্ছে যার যা মনে আসছে সিসিবি তে এসে উগড়ে দিচ্ছে। কারণটা কি বুঝলাম না।
    আমার মনে হচ্ছে মডারেশন আরও উচু মানের করা উচিত।
    এটা ব্লগে আসার মতো কোন পোস্ট না।
    ভালো থাকবেন।


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    @ হামীম:
    আমার কিন্তু মনে হলোনা এটি খুব খারাপ পোস্ট হয়েছে। কবিতা হয়তো উচ্চমানের হয়ে উঠতে পারেনি, নাই বা পারলো। এটি যে এলেবেলে একটি লেখা সেটি তো লেখকই বলে দিচ্ছেন। বন্ধুর জন্মদিনে একটি এলেবেলে পোস্ট দিলে এমন কি ক্ষতি!
    তাও এটি ওর প্রথম পোস্ট।
    লেখাটিতে আর কিছু না থাকুক, বন্ধুর জন্যে এলোমেলো ভালোবাসাটা খুব স্পষ্ট।

    জবাব দিন
    • তাওসীফ হামীম (০২-০৬)

      আপনার কি মত আমি হয়ত জানি না,কিন্তু আমার মত হল ব্লগিং এর একটি সুনির্দিষ্ট মান থাকা প্রয়োজন।
      দু দিন পরে দেখা যাবে সিসিবি লুল পোস্টে ভরে যাবে,সাথে লুল কবিতা।
      সিসিবি ব্লগ যদি আড্ডা দেয়ার জায়গা মনে করে থাকে সবাই আমার দ্বিতীয় কোন যুক্তি নেই।
      কিন্তু আড্ডার সাথে সাথে সিসিবি কে বলা হয় মুক্তচিন্তা,যুক্তিতর্ক এবং মত প্রকাশের প্লাটফর্ম তখন কিন্তু একটা মানদণ্ডের বিবেচনা করা প্রয়োজন।
      এখন যদি আমি প্রতিদিন এসে আমার বান্ধবী বন্ধুদের জন্মদিনে কবিতা লেখা প্র্যাকটিস শুরু করি, এবং সবাই যদি আমাকে সমর্থন দিয়ে যেতে থাকে তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছেন?


      চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

      জবাব দিন
      • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

        প্রথম কথা হলো: 'সুনির্দিষ্ট' মান থাকা উচিত পণ্যের, সৃজনশীল কোন কিছুর নয়।
        এরপরের কথা:
        সিসিবিতে লেখার মানের কথা যদি বলো, তার জন্যে একজনকে বা কয়াকজনকে দায়ী করে তো লাভ নেই। তার জন্যে দরকার কার্যকরী মডারশেন। তবেই সিসিবিতে ভালো (বা কাঙ্খিত) মানের লেখা প্রকাশিত হবে। মডারেশন নিয়ে আমি আগেও বলেছি মন্তব্যের ঘরে এসে, কোন পরিবর্তন দেখতে পাইনি।

        ক্যাডেট (বা সহব্লগার)-এর জন্মদিনের যদি গদ্য পোস্ট করার চল থাকে, তবে পদ্য দিলেই বা ক্ষতি কি।

        আর এই লেখার কথা যদি বলো, তবে একে আমি উঁচুমানের লেখা বলবোনা (আগেই বলেছি তা), কিন্তু একেবারে আখাদ্য লেখাও বলবোনা। শ্রেয়া ঘোষালের নামটা ভুল কোট করা হয়েছে ঠিকই, তবে আমার মনে হয়েছে
        'মন ভালো হলে শ্রেয়া ঘোষাল
        খারাপের দিন ভায়োলিন' -- এক্সপ্রেশনটা বেশ সুন্দর। পাশাপাশি ব্রেড বা দুই পিস মাছের মতো ব্যক্তিগত বা অতি সাধারণ (অকাব্যিক হয়তোবা) অনুষঙ্গ তুলে আনায় সেই এক্সপ্রেশন খাটো হয়ে যায়নি। সে তুলনায় শেষ চার লাইন একেবারে সাধারণ, আমার মোটেও ভালো লাগেনি। --- এই-ই হচ্ছে এই পোস্ট নিয়ে আমার মতামত।

        প্রসঙ্গটা বন্ধুর জন্মদিনে কবিতা লেখা নিয়ে নয়, বান্ধবীর জন্মদিন নিয়েও নয়। সিসিবিতে অখাদ্য টাইপ লেখা (বিষয় বলো, কিংবা কোয়ালিটি বলো) বহুৎ-ই প্রকাশিত হয়ে আসছে। এগুলো নিয়ে সিরিয়াসলি ভাববার সময় এসেছে।

        জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    @হামীম, তোমার কথা বলার টোন পছন্দ হয় নি...খেয়াল করে দেখবে যে এটা চয়নের প্রথম পোস্ট। প্রথম লেখাতেই ওর কাছ থেকে তুমি কি মানের লেখা আশা কর??
    লেখা নিয়ে কথা বলতে চাইলে তুমি বলতে পারতে কিভাবে আরো ভাল করা যেত...কোন কোন ব্যাপারটা তোমার দৃষ্টিতে ভাল হয়েছে, কোনটা অতটা ভাল হয় নি...ইত্যাদি ইত্যাদি...
    আর মান নিয়ে একান্তই যদি তোমার খুব খুঁতখুঁতানি থেকে তাকে সেটা 'সিক রিপোর্টে' বা মডু বরাবর মেইল করে জানাতে পারতে। এখানে লিখে ব্লগারকে আঘাত দেবার মানে কি??


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. নাফিজ (০৩-০৯)

    আমার কাছে কবিতাটা খারাপ লাগেনি কিন্তু :-B

    লুল পোস্ট আর বিক্ষিপ্ত লেখার মধ্যে পার্থক্য আছে- দ্বিতীয়টা কোন ব্লগের মান কমিয়ে দেয় বলে আমার মনে হয়না- শুধু ব্লগারের সিরিয়াস লেখালেখিই অন্যরা শেয়ার করবো, তার আনন্দ- আগ্রহ- ভালোলাগা শেয়ার করবোনা- সিসিবি তো জার্নাল হয়ে যাবে তাহলে।


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    প্রথমে চয়ন ভাইকে বলি, বস প্রথম লেখায় আশাব্যাঞ্জক উৎসাহ পেলেন না হয়তো; তারপরও অনুরোধ থাকবে লেখা না থামাবার জন্য। আমি আমার নিজের প্রথম লেখা আবার পড়ে দেখলাম; এখনও লেখার মান খুব একটা ভালো হয় নাই, কিন্তু প্রথম লেখার মান ভয়াবহ রকমের ছিল। ধীরে ধীরে শিখেছি, একটু একটু করে উঠবার চেষ্টা করেছি। এখনো মানসম্মত পর্যায়ে যেতে পারেনি, কিন্তু চেষ্টা অব্যহত থাকবে। এজন্য আপনার প্রতিও অনুরোধ রইলো থেমে না যাবার জন্য।

    শুভ ব্লগিং চয়ন ভাই।

    অফটপিকঃ আপনার নামটা খুব পরিচিত লাগছে। আপনি কি কলেজে গান করতেন?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    এবারে উপরের অন্যান্য মন্তব্য প্রসংগে বলি। কোয়ানটিটি নয় কোয়ালিটি এটা একসময় সিসিবিতে বেশ মেনে চলা হতো। সমস্যা হলো এখন পুরাতন সদস্যদের লেখা আগের মতো আসে না। তাদের অনীহার কারণ জানা নাই, কিন্তু তাদের মধ্যে অনেক নিয়মিত লেখকই এখন গায়েব বলা চলে। পোষ্ট অনেক দূর, মানুষজনকে সিসিবির মন্তব্যের ঘরেও কাউকে পাইনা আজকাল। ঘুরে ফিরে আর্কাইভ মুখস্ত করি। এখন অগাবগাই বলেন আর মানের দিক দিয়ে খুব উঁচু না এমন পোষ্টই বলুন না কেন- এর দায়ভার আমি সাবেক-নিয়মিত সিসিবিয়ানদের উপরই চাপাবো (ইনক্লুডিং মি)।

    সিসিবিতে এখন একদিনে দুটো ব্লগ এসেছে এমন খুব বিরল ঘটনা। মাঝেমধ্যে একটু আধটু ঝড় ওঠে, বেশ কিছু পোষ্ট এক সাথে এসে পড়ে, ভালো লাগে, ২ দিন পর থেকেই আবার যা লাউ সেই কদু।

    আমার মনে হয় তাও যে সিসিবি ধুঁকে ধুঁকে বেঁচে আছে সেটা খারাপ লাগলেও আমি এই অ্যাভেরেজ নতুন ব্লগারদেরকেই ধন্যবাদ দেবো। মানে খারাপ- তাও তারা চেষ্টা করছেন, গঠনমূলক সমালোচনা করুন যারা পারদর্শী, তাদের লেখবার মান উন্নয়ন্নে সাহায্য করুন। শুরুতেই ঝাড়ি দিয়ে রাস্তা দেখালে কোন সমাধান হবে না।

    মডারেটরদের আরো সচেতন হওয়া উচিৎ, সে বিষয়ে কোন ডাউট নাই। কিন্তু সেই সাথে আমাদের পুরনো ব্লগারদেরও এগিয়ে আসা জরুরী। আপনারা উদাহরণ না টানলে আমরা যারা নতুন তাদের শেখবার সুযোগটা তৈরি হয় না।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. তাওসীফ হামীম (০২-০৬)

    চয়ন ভাই@ কিছু মনে করবেন না, খেয়াল করে দেখিনি এটা আপনার প্রথম পোস্ট।
    শুভ কামনা রইল। ব্লগিং শুভি হোক। আমার কোন মন্তব্য যদি কড়া লেগে থাকে মাফ করবেন। আঘাত করবার জন্য লিখিনি আপনাকে।


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।