তূর্ণা!তূর্ণা!!
ফুল ফুটে মৌতাত,
তার মদে চূর না!
জানি তুই আকাশের পরীদের ছোটবোন!
কি জানি কী খেয়ালেতে পৃথিবীর ঘাসবন
মাড়াতেই এসেছিলি;চলে যাবি ঠিক ফের,
তার আগে শুনে যা কবিতা শুনে যা সে কবিদের-
যার চোখে লেগে আছে
তোর নীল ওড়না!
তূর্ণা!তূর্ণা!!
কার রূপ চুরি করে এই দেশে এলি তুই?
তোর পায়ে দ’লে যায় পৃথিবীর বেলী-জুঁই
সকলের মাথা নত তোর এক আদেশে
কী জানি কি মন্ত্রেতে রাণী তুই এদেশে!
জানি তুই শাহজাদী
কারো রূপ চোর না!
তূর্ণা!তূর্ণা!!
“ঝলসানো মেরুজ্যোতি” তুই নীল আকাশে
নীল চাঁদ হিংসায় মুখ করে বাঁকা সে
তারারাও চুপিচুপি নামে তুই ঘুমোতেই
জোনাকীরা চুমু চোর,ভরে দেয় চুমুতেই
তুই বুঝি আরবের
“আসমানী নূর”,না?
তূর্ণা!তূর্ণা!!
তোকে পেয়ে ফাগুনের হাওয়া এলো কার্তিকে
সাজ সাজ উৎসব,ঝলমলে চারদিকে
সবখানে রঙ লাগে,ফুল ফোটে সাহারায়
এক কবি একা জেগে থাকে তোর পাহারায়
তবুও তোর মন পেলো
এক আশাপূর্ণা! 🙁
তূর্ণা!তূর্ণা!!
জেনে রাখ তোর রাঙা মিষ্টি ও চেহারায়
কী জানি কি বড় চেনা,এই দেখে কে হারায়?
কোন সন্ন্যাসীদের হলো তপোভঙ্গ
দূর হিমালয় থেকে দিতে এলো সঙ্গ
তবে তারা তোকে পাবে
অত বাহাদুর না!
তূর্ণা!তূর্ণা!!
কার্তিক রাত শেষে পড়ে থাকা উঠোনে
জমা যত শিউলী,দেবো তোকেঃ”মুঠে নে”
প্রজাপতি প্রজা হব তোর এক ইশারায়
জোৎস্নায় জেগে উঠে কাশবন কি সাড়ায়!
হরিণেরা তোকে শুনে
এস্রাজ সুর না!
তূর্ণা!তূর্ণা!!
[অনেকদিন পর নাইন টু নাইন সিটি…লাঞ্ছের পরেই টায়ার্ড হয়ে গেলাম।মন কেবল ফিরে যেতে ইচ্ছে করছে।পুরোনো নোট ঘাটতে গিয়ে এই কবিতাটা পেলাম!ভুল টাইটেলের জন্য সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি… :P]
বাপ্রে...সিরিয়াস কবিতা হয়েছে। ভালো লাগলো।
শাহরিয়ার, চমৎকার কবিতা। তবে আগেই তো হাত তুলে ফেলছিস.............ভাল লাগল।
তানভীর আহমেদ
ভালো লাগলো :clap:
এই ছেলেটার লেখা পড়ে মনে হয় কত সহজে বশ করে ফেলেছে সমস্ত শব্দ, অনুভব!
না চাইতেই পঙ্গপালের মতো এসে সারসার দাঁড়িয়ে যায়।
ডিসক্লেইমারটা দিয়েছিলে বলে। না হলে এমন একটা লেখার এই টাইটেল দেখেই কিঞ্চিৎ মেজাজ বিভ্রাট হয়ে গেছিলো। 😛
তোমার কবিতাগুলো অসম্ভব ভাল লাগে।
সিসিবি না থাকলে হয়ত কবিতা আমার এত ভাল লাগতো না।
সিসিবির সব কবিদেরকে ::salute::
অনেকটা সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্না কবিতার মত।
অনেক ভালোলাগলো ভাই
অদ্ভুত সুন্দর একটি কবিতা হয়েছে। এত সুন্দর ছন্দ ও শব্দের ব্যাবহার যে পড়ার সময় মনে মনে নাচছিলাম। বেশ ক'টি যায়গায় মন খুলে হেসেছি।
সত্যি, প্রশংসার ঊর্ধ্বে কবিতা
:thumbup: :thumbup: :thumbup: (সম্পাদিত)
:shy: সেই কবেকার কবিতা । মূর্খ মানব, ভাল লেগেছে ; আমার নামে লেখা তো, তাই......
what is the meaning of তূর্ণা?
কবিতা বেশ ভালো লেগেছে।
কবিতাটা পড়ে আমারও সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্না কবিতার কথা মনে পড়েছে।