অনুভূতির দেয়াল কেটে কেটে- যদি তোমাকে
খোদাই করতে পারতাম !
তবে- মনে মনে শংকা ভুলে- হয়তো একটু স্বস্তি পেতাম।
একটু মাখামাখি হতো দুরত্বের কষ্টে,
আর-
একটু জিরিয়ে নিতাম-গভীর চোখের চোরাবালিতে!
তোমার অনামিকা-তর্জনীর পেলবতা ছুঁয়ে,
ভালোলাগা মাখামাখি হতো- চাওয়া আর নাচাওয়ার দোলাচলে-
পাওয়া-নাপাওয়ার গন্তব্য সুদূর মরিচীকায় ভাসে!
পারতাম যদি-
অনুভূতির দেয়াল কেটে কেটে তোমাকে খোদাই করে রাখতে!
এই ভালোলাগায় কী যে যন্ত্রণা-সুখ মিশে আছে-
দুরত্বের দেয়াল ভুলে!
সুন্দর অনুভূতির প্রকাশ ভাই। অল্প কথায় অনেক কিছু। ভাল, খুব ভাল। :clap: :clap: :clap:
তানভীর আহমেদ
:thumbup: :teacup:
thanks tanvir 🙂
-আলীম হায়দার.1312.
সরল, সুন্দর।
কবি প্রেমে একটু থিতু হয়েছে মনে হচ্ছে!
🙂
একদম মনের কথা পড়ে ফেলেছেন...
-আলীম হায়দার.1312.