অন্তরে-লীন

অনুভূতির দেয়াল কেটে কেটে- যদি তোমাকে
খোদাই করতে পারতাম !
তবে- মনে মনে শংকা ভুলে- হয়তো একটু স্বস্তি পেতাম।
একটু মাখামাখি হতো দুরত্বের কষ্টে,
আর-
একটু জিরিয়ে নিতাম-গভীর চোখের চোরাবালিতে!
তোমার অনামিকা-তর্জনীর পেলবতা ছুঁয়ে,

ভালোলাগা মাখামাখি হতো- চাওয়া আর নাচাওয়ার দোলাচলে-
পাওয়া-নাপাওয়ার গন্তব্য সুদূর মরিচীকায় ভাসে!

পারতাম যদি-
অনুভূতির দেয়াল কেটে কেটে তোমাকে খোদাই করে রাখতে!

এই ভালোলাগায় কী যে যন্ত্রণা-সুখ মিশে আছে-
দুরত্বের দেয়াল ভুলে!

৬৪৩ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “অন্তরে-লীন”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।