“ও মাঝি! মাঝি ও…!”
যাহ্, শেষ নৌকাটাও গেলো চলে!
হতবিহ্বল আমি, ঘাটে দাঁড়িয়ে নিরুপায়,
সামনে এক বিশাল মরা নদী –
পানি যৎসামান্য, নিস্তরঙ্গ,
স্থির ধ্যানমগ্ন সন্ন্যাসী যেন এক!
বাঁধানো সিঁড়ি পাঁজরের হাড়ের মতন
সাক্ষ্য দিচ্ছে-
ক্ষয়ে যাওয়া অতীতের।
কান পাতলেই,
নিস্তব্ধতা ছাপিয়ে ওর দীর্ঘশ্বাস শোনা যায়-
হুহু করে বলতে থাকে যেন-
“আজও কেউ নেই!”
বিস্তারিত»