মেঘবালিকা হারিয়ে গেছে
এক ভিন্ন মেঘের দেশে,
আকাশটা তাই মেঘশূন্য,
নীরব হয়ে আছে।
মেঘের ঘরেই গড়তে বসত
চেয়েছিলেন এক কবি,
স্বপ্ন ভেঙে জেগে দেখেন,
মিথ্যে হলো সবই।
জানালাটা খোলাই রাখেন
তারপরেতেও কবি,
আকাশ মাঝে খুঁজে ফেরেন
মেঘবালিকার ছবি।
ঢাকা
২৭ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
বাহ... দারুন তো।
আমার ভালো লেগেছে এমন আরোচাই।
কবিতাটা পড়ে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
যা লিখবো বলে ঢুকলাম, দেখি সেটাই আগে থেকে লিখে রেখেঘে পপি।
আসলেই দারুন সরস কবিতাটা, পাঠের জন্য..... (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কবিতানুরাগী একজন পাঠক পাওয়াটা সব কবিদের জন্যই সুখবর, পারভেজ।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।