প্লাটোনিক প্রেম

এক স্বপ্নীল মায়াবিনী
দূর হতে কোন এক লাজুক ছেলেকে
নিজের অগোচরে ভালোবেসেছিলো।
এমনি এমনি ভালোবেসেছিলো।
চুপি চুপি ভালোবেসেছিলো।
মন থেকে ভালোবেসেছিলো।

তার এ অনুচ্চারিত ভালোবাসায়
ছিলনা কোন কামনার উত্তাপ,
ছিলনা কোন প্রত্যাশার স্বপ্ন।
ছিল শুধু অনুভবে কাছে পাওয়ার,
রঙিন কল্পনা মাখা এক দুর্নিবার আকর্ষণ।
প্লাটোনিক প্রেম এভাবে আসে যায় চিরন্তন।

ঢাকা
০৮ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,৩৫৮ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “প্লাটোনিক প্রেম”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    প্লাটোনিক লাভ কথা টি বেশ প্রচলিত।
    আমি যেটা জানি সেটা হলো প্লেটো এক দাসীর সাথে ২৩ বছর ছিলো, কোন প্রকার যৌন সম্পর্ক ছাড়া। সেই থেকে প্লাটোনিক লাভ কথাটির উৎপত্তি।
    অবশ্য এ থেকে প্লেটোর বউ ছিলো কিনা বা অন্য কারো সাথে যৌন সম্পর্ক ছিলো কিনা তা জানা যায় না।
    আজকেই গুগল সার্চ দিতে হবে।

    (তথ্যে ভুল থাকলে ক্ষমাপ্রার্থী। শুধরে দিলে উপকৃত হবো।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      আমার এ বিষয়ে কোন তথ্য উপাত্ত জানা নেই, জানতে চেষ্টাও করিনি। আমি শুধু প্রচলিত অর্থে প্লাটোনিক প্রেম বলতে যা বুঝায় বলে জানি, সেটুকুই বুঝিয়েছি। অর্থাৎ প্লাটোনিক প্রেম হচ্ছে এমন ধরণের প্রেম, যে প্রেমে শারীরিক কোন দাবী নেই।
      কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    বেশিরভাগ প্লেটোনিক লাভ কিন্তু আসলে প্লেটোনিক নয়।
    মুলত, সুযোগের অভাবে প্লেটোনিক।
    অন্তত আমাদের কৈশোরের অভিজ্ঞতা সেটাই সমর্থন করে...

    প্লেটনিক লাভে রোমান্টিকতা আছে কিন্তু পরিনতি নাই।
    কারন ফিজিকাল হলেই সেটার মৃত্যু ঘটে।
    আর ফিজিকাল না হলে, কিছুদিন পরেই সেটার কথা ভুলে যেতে হয়।

    এরকমের ইনস্ট্যাবল ও টেম্পরারি জিনিষ সবসময়েই অস্তিত্ব সংকটে থাকবে, এ আর এমন কি?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. মামুন (১৯৮৪-১৯৮৪)

    ছিল শুধু অনুভবে কাছে পাওয়ার,
    রঙিন কল্পনা মাখা এক দুর্নিবার আকর্ষণ।
    প্লাটোনিক প্রেম এভাবে আসে যায় চিরন্তন।- বেশ ভাল লাগল।
    শুভেচ্ছা জানবেন।


    নিজের মনের আনন্দে লিখালিখি করি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।