নিমগ্ন অন্তরীক্ষে।
মো ও খা ও
নিমগ্ন যখন অন্তরীক্ষে কিছুই ছোবেনা আর
না প্রেম না পূজা, বয়ে যাক বৈশাখী ঝড় নৈঋতে,
অথবা হউক পুড়ে খাক অধর্ চৈত্রের দাবানলে,
প্রকৃতি উন্মুখ হবে না আর উন্মাদ রোষানলে।
প্রয়োজন যখন পরাহত শুদ্ধ নিয়ন্ত্রনে সকল সত্বা
না লোভ না লালসা, নাচুক নটি কটি দুলে রঙিন রাতে,
অথবা ত্যাজি হউক ঘর সংসার রাজন সন্যাসী,
যৌবন জ্বলবে না আর পিপীলীকার পাখা মেলে।
বোধন যখন স্মিত গহীনে স্তব্ধ সমস্ত স্রোতধারা
না উত্থান না পতন, ডুবে যাক তরী চোরা পাক জলে,
অথবা মরু হউক নদী জেগে চর যদি মাঝখানে,
প্রেম বাঁধবে না বাসা আর রমনীর ছলাকোলে।
মনিপুরীপাড়া । ঢাকা
০১/০৫/২০১৬
সুন্দর শিরোনামে একটা সুন্দর কবিতা। প্রতিটি স্তবকের দ্বিতীয় ও চতুর্থ চরণ যেন একটি বিশেষ আবেদন রেখে গেছে।
যৌবন জ্বলবে না আর পিপীলীকার পাখা মেলে - বাহ!