ও মাঝিরে

নৌকা আমার পথ হারা মাঝ সাগরে
আঁধার রাতি শেষ তো না হয়
দয়াল মাঝি পার কর আমায়।
যতই নৌকা বাইতে থাকি
ঝামেলা ততই বাড়ে
ভয়ের সাথে মনটা ভাঙ্গে
পাগলা জোয়ার,কূলের দেখা না মেলে।
আমি ফিরতে পাগল বাড়ীর পানে
দাঁড় তো বাই প্রাণপনে
নৌকা তবু এগোয় না
আঁধার রাতি শেষ তো না হয়
দয়াল মাঝি পার কর আমায়।
আঁধার রাতে পথ হারা আমি
তারা হয়ে পথ দেখাও
এই বিপদের সাথী হয়ে
আমায় সঠিক পথ দেখাও।
প্রাণশিরায় এলোপাতাড়ি শব্দমালায়
ভক্তিরসে সিক্ত আমার চক্ষুযুগল
এই আঁধার রাতে পথ দেখাও আমায়।
আমি ভীষন একা, অনুতপ্ত
অথৈ জলে বন্দী একা অসহায়
পাগলা জোয়ার,কূলের দেখা না মেলে।
মুক্ত কর জলের থেকে
দীর্ঘরাতের আঁধার থেকে
পার কর সব বিপদ থেকে
পার কর আমায়।
O’ Majhi Re (O’ Boatman) ~ Villanelle- by Mina Nagi.Translated by his request.
৩,৯১০ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ও মাঝিরে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।