বৃষ্টি তোমায় ভাল লাগে

বৃষ্টি তোমায় ভাল লাগে
রাতে কিংবা প্রাতে
তোমাকে ছাড়া কিংবা সাথে
বৃষ্টি তোমায় ভাল লাগে।
টিনের চালে, গাছের ডালে
নদীনালা কিংবা খালে
বৃষ্টি তোমায় ভাল লাগে।
বৃষ্টি ছোঁয় আমায়
ক্রোধ কিংবা ক্ষমায়
বৃষ্টি তোমায় ভাল লাগে।

মাথার ছাতায়, চোখের পাতায়
হৃদয়কোণে, মনের খাতায়
বৃষ্টি তোমায় ভাল লাগে।

৪,১৭৭ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “বৃষ্টি তোমায় ভাল লাগে”

  1. মামুন (১৯৮৪-১৯৮৪)

    মাথার ছাতায়, চোখের পাতায়
    হৃদয়কোণে, মনের খাতায়
    বৃষ্টি তোমায় ভাল লাগে। :clap:
    আসলেই অনেক ভাল লাগল। সুন্দর অনুভব.. অনেক শুভেচ্ছা।


    নিজের মনের আনন্দে লিখালিখি করি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।