বৃষ্টি তোমায় ভাল লাগে
রাতে কিংবা প্রাতে
তোমাকে ছাড়া কিংবা সাথে
বৃষ্টি তোমায় ভাল লাগে।
টিনের চালে, গাছের ডালে
নদীনালা কিংবা খালে
বৃষ্টি তোমায় ভাল লাগে।
বৃষ্টি ছোঁয় আমায়
ক্রোধ কিংবা ক্ষমায়
বৃষ্টি তোমায় ভাল লাগে।
মাথার ছাতায়, চোখের পাতায়
হৃদয়কোণে, মনের খাতায়
বৃষ্টি তোমায় ভাল লাগে।
৫ টি মন্তব্য : “বৃষ্টি তোমায় ভাল লাগে”
মন্তব্য করুন
কবিতা পড়ে মনে হলো, হয়তো কোন অস্থিরতার বশে লেখা। আরেকটু গুছিয়ে লেখার অবকাশ ছিলো।
বৃষ্টিতে আমার মন অস্থিরই হয়ে যায় ভাই, তারই প্রভাব হবে হয়ত...... 🙂
মাথার ছাতায়, চোখের পাতায়
হৃদয়কোণে, মনের খাতায়
বৃষ্টি তোমায় ভাল লাগে। :clap:
আসলেই অনেক ভাল লাগল। সুন্দর অনুভব.. অনেক শুভেচ্ছা।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
অনেক ধন্যবাদ ভাই।
স্বাগত।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।