
কেমন করে সময় গুলো যেন ফুরিয়ে যাচ্ছে
কারন সময় কারো জন্য কখনো অপেক্ষা করে না,
আমি তাল রেখে জোড় করে কদম মিলাচ্ছি
আথচ বারে বারে তাল বেতাল হয়ে যাচ্ছি।
রাস্তার পাশে বসেছে উষ্ণ চায়ের আড্ডা
আথচ আমি আজ তার স্বাদ নিতে ভুলে গেছি,
এক সময় মন প্রাণ ছুটে যেত কবিতায়
আজ কবিতার কথায় নষ্টালজিক হয়ে গেছি।
বিস্তারিত»