কথা বলে যায়……

আমার কানে কানে ক্ষণে ক্ষণে আজকাল
কিছু কিছু শব্দেরা কথা বলে যায়।
জানা অজানা, পড়া না পড়া শব্দেরা
কবিতার ছন্দ হয়ে কথা বলে যায়।

ভুলে যাওয়া কিছু গানের কথা,
পরিচিত বিস্মৃত কিছু কন্ঠের কথা,
ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হয়ে
একত্রে সম্মিলিত সুরে কথা বলে যায়।

দেখা অদেখা কিছু ফুল কথা বলে যায়,
নিশ্চল কিছু ছবি পদ্যের মত কথা বলে,
কিছু চেনা অচেনা মুখ
অহরহ শ্বেতপদ্ম হয়ে আঁখি সরোবরে ভাসে।

পছন্দের কোন গদ্য পদ্য পড়তে গেলেই,
যখন চোখ দুটো ভারী হয়ে বুঁজে আসে,
তখন কালো হরফের শব্দগুলো ফুল হয়ে
হেলে দুলে আপন মনে কথা বলে যায়!

ঢাকা
১৬ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,১৮৯ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “কথা বলে যায়……”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।