কখনো চাই ঊষার আলো,
কখনো অমানিশা।
কখনো চাই নীরব আঁধার,
কখনো দীপশিখা।
কখনো হই কাজের ঘোড়া,
কখনো জবুথবু,
কখনো ছড়াই আলোক রশ্মি,
কখনো নিবুনিবু।
সবাই চলেছে আপন ধারায়,
গতি তাদের ভিন্ন।
আমিও চলেছি আমার পথেই
খুঁজে নিও পদচিহ্ন।
ঢাকা
০৪ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সবাই চলেছে আপন ধারায়,
গতি তাদের ভিন্ন।
আমিও চলেছি আমার পথেই
খুঁজে নিও পদচিহ্ন। :clap: :clap:
সুন্দর অনুভব!
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
:thumbup:
🙂
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
কবিতাটা পড়ে মন্তব্য করে উৎসাহ দিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, মামুন। এতদিন ধরে মন্তব্যহীন পড়ে থাকা কবিতাটা আজ তোমার মন্তব্য পেয়ে ধন্য হলো।
ধন্যবাদ ভাই।
আমি বরং কবিতায় নিজের আনন্দে মেতে উঠার উপকরণ পেয়ে ধন্য হলাম। অক্ষর আমাকে সবসময়েই উল্লাসে মাতিয়ে রাখে।
অনেক ভালো থাকুন ভাই।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
ধন্যবাদ, :clap: :clap: :clap:
স্বাগত ভাই।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
:boss: :boss:
ধন্যবাদ লুৎফুল। অনেকদিন পর এলে মনে হয়। আশাকরি কুশলেই ছিলে এতদিন।
আসবো আসবো করেও অনেকগুলো দিন কি করে যেনো সিসিবিতে আসা হলোনা।
ছিলাম ভালো মন্দ মিশিয়ে। মুরুব্বীদের নিয়ে ডাক্তার হাসপাতালের পেছনেই গ্যাছে সিঙ্ঘভাগ সময়। শেষমেষ নিজের নামটাও তালিকায় তুলে তবেই ছোটাছুটি কমলো কিছুটা। তবে চলবে, চলতেই থাকবে। এভাবেই সম্ভবত জীবনের পট পরিবর্তিত হতে থাকে।
তবে চলবে, চলতেই থাকবে। এভাবেই সম্ভবত জীবনের পট পরিবর্তিত হতে থাকে।
:boss: