আমার বউয়ের সঙ্গে আমার একটা অসাধারণ মিল আছে। বউ ডাইনে হাঁটলে যারা বায়ে যান তাদের ঈর্ষা আরেকটু বাড়াইয়া দিয়া সেই মিলটার কথা আইজ সবাইকে জানাই। আর সেইটা হইলো-
আমার আর আমার বউয়ের একই দিন বিয়া হইছিলো। 😛
আইজ থেকে সাত বছর আগে এই একই দিনে আমাগো দুইজনেরই বিবাহ হইছিলো। আর সেই দিনটা ছিল ২৪ জুন। :((
আপনারা হয়তো কেউ কেউ কইবেন-ক্যান আরও তো মিল আছে।
বিস্তারিত»