অভিনেতা হিসেবে আফজাল হোসেনকে আমার কখনোই আহামরি কিছু মনে হয়নি যতটা ভার্সেটাইল মনে হতো তার সমসাময়িক হুমায়ূন ফরীদিকে। ‘হতো’ বলছি কারণ এখন হুমায়ূন ফরীদির অভিনয় দেখলে বুঝার উপায় নেই এক সময় তিনি ‘কূল নাই কিনার নাই’, ‘ভাঙ্গনের শব্দ শুনি’র মতো টিভি নাটক বা ‘দহন’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ববিতার সাথে ‘দহনে’ অভিনয় করে তিনি জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। ‘ভাঙ্গনের শব্দ শুনি’ যখন প্রথম দেখি তখন আমি অনেক ছোট, কিন্তু এখনো সেই নাটকে তার সংলাপ ‘আমি তো জমি কিনি না, পানি কিনি’ কানে বাজে। ‘সংসপ্তকে’র সেই ‘কানকাটা রমজান’ , বিটিভিতে যখন দেখাচ্ছিলো তখনো শহীদুল্লাহ কায়সারের উপন্যাসটা পড়ার বয়স হয়নি কিন্তু নাটক শুরু হবার সময় ‘রমজানে’র ভয়াবহ চেহারা দেখে আমি ভয় পেয়ে যেতাম প্রতিবার।
সেই তুলনায় আফজাল হোসেন আমার কাছে সব সময়ই খুব সাদামাটা অভিনেতা। যদিও সুবর্ণার সঙ্গে জুটি বেঁধে তুমুল নাম করেছেন, ‘সহচর’, ‘পারলে না রুমকি’ কিংবা তারও পরে ‘বহুব্রীহি’তে চমৎকার অভিনয় করেছেন, কিন্তু ওইযে বললাম, হুমায়ূন ফরীদির মতো এতো ভার্সেটাইল ছিলেন না তিনি, মানে আমার কাছে মনে হতো না আরকি! কিন্তু তারপরও আফজাল দর্শকদের কাছে, বিশেষ করে মেয়েমহলে ব্যপক জনপ্রিয় ছিলেন। এখনো আছেন, তবে সেই সময়ে আফজাল মানেই ক্রেজ।
আর সেই সময়েই আফজাল হোসেনকে নায়ক করে একটা ছবি বানালেন আব্দুল্লাহ-আল মামুন। ‘দুই জীবন’। নায়িকা তখনকার নবাগতা লাস্যময়ী দিতি। সিনেমা ব্যাপক হিট হলো। আফজাল-দিতি, বুলবুল আহমেদ-কবরীকে নিয়ে মজার সিনেমা। তবে ব্যাপক হিট হবার আরেকটা কারণ এই সিনেমার চমৎকার সব গান। “তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা” অথবা ‘আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরানে’ তখন সবার মুখে মুখে। তবে যে গানটির কথা কথা বলার জন্যে আজকে এতো কিছু লিখছি সেটা এই ছবিতে আমার সবচেয়ে প্রিয় গান, ‘তুমি আজ কথা দিয়েছো , বলেছো , ও দুটি মন ঘর বাঁধবে’। গত দুইদিন ধরে নন্সটপ শুনছি, গাইছি। বাসার সবাইকে বিরক্ত করে ফেলেছি, এখন সিসিবির সবাইকে বিরক্ত করার পালা।
লাবলু ভাইয়ের যেহেতু গান নিয়ে পোস্ট দেবার সময় হচ্ছে না সুযোগটা আমিই নিলাম।
সঙ্গীত পিপাসুদের জন্যে গানটা দিলাম এখানে- তুমি আজ কথা দিয়েছো…………
যারা গানের সঙ্গে লাস্যময়ী দিতির নাঁচ দেখতে চান, তাদের জন্যে ভিডিও দেয়া হলো নিচেঃ
:)) :)) :))
অনেক দিন পরে দিতিকে দেখলাম।
ধন্যবাদ কামরুল।
রান্নার অনুষ্ঠান "আয় খায়া যা" তে তো লাস্যময়ি ম্যাডাম্রে নিয়মিতই দেখায়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তার মানে আপনে রান্নার অনুষ্ঠানটা নিয়মিত দেখেন ? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বউ দেখে, দেইখা রাইন্ধা খাওয়ায় ...
ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকায় মাঝে মাঝে দেখতে হয় ...
উপড়ি হিসেবে লাস্য...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দেখেন তো উপরি হিসেবে এইটা পছন্দ হয় কিনা , নইলে মইনুল ভাইরে দিয়া দিয়েন 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ওই কামরুল, আমি এইটা নিয়া কি করবো ???? তানভীররে দাও গিয়া।
@তাইফুর, দোস্ত আমার বউ দেশী রান্না মোটামুটি কাভার দিয়া এখন নেট থেইকা রেসিপি ডাউনলোড করে। তাই ওই অনুষ্ঠান দেখা হয় না।
সালাম ভাইয়া, ভাবি কে বইলেন আমারে কিসু লিঙ্ক দিতে পিলিস। 😀
আমিও আবার রান্না করতে ভাল পাই কিনা।
ইয়াহুতে একটা গ্রুপ আছে যেখানে সবাই রেসিপি শেয়ার করে। লিঙ্ক এইখানে
এইটা তার ফেবারিট। মোটামুটি সব দেশি রান্নার রেসিপি পাওয়া যায়। আর আপনার কোনো স্পেসিফিক রান্নার রেসিপি দরকার হলে গ্রুপে মেইল করলেই, কেউ না কেউ পাঠিয়ে দেয়।
বাকিগুলো ওকে জিজ্ঞেস করে দেখতে হবে।
অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু এই ওয়েব সাইটে কি সব দেশী খাবারের রেসিপি পাওয়া যায়? দেখে মনে হল বিভিন্ন দেশের রেসিপি।
আমার এইখানে যদিও বাঙ্গালী Ingredients পাওয়া যায়না। 🙁
এইখানে চেষ্টা করে দেখেন। আসলে আমার নরমাল খাবারের চাইতে নতুন নতুন বেকারি বা ডেজার্ট বা সালাদ আইটেম খাওয়ার প্রতি আগ্রহ বেশি। তাই সে এই তিন ফিল্ডে দক্ষতা বাড়াচ্ছে। এই জন্যে বিদেশী সাইটগুলো থেকে এই তিন ধরনের রেসিপি সংগ্রহ করে।
অনেক অনেক থ্যাংকু ভাইয়া। আমার বর হচ্ছে মাছে-ভাতে বাঙ্গালী। আমি বাংমাদেশি রান্নায় এখনো এক্সপার্ট হতে পারিনি। 🙁
আর তাই আমি আমার বিভিন্ন দেশের রেসিপির রান্না করে ওর উপর এক্সপেরিমেন্ট করতে পারিনা। বেকারি, ডেজার্ট বা সালাদ আইটেম এ তো আমি ১০০ তে ২০০। 😀
কবে আসছেন বলেন, আপনাদের তো ভুরি-ভোজন করতে হয়। :shy:
😀 😀 😀 😀
অবশ্যই ......
:just: ইনফো ...... আমি কিন্তু মাছ খাইনা ভাবী ......
তাহলেতো আমার জন্য খুব ভাল হয়, আমি আবার মাছ ভাল রান্না করতে পারিনা। তবে চিংড়ি খুব ভাল পারি।
আপনাকে :just: আরেকটা ইনফো দিই। কামস ভাইয়া খুব ভাল মাছ রান্না করতে পারে।
পোষ্টটারে পুরা "রেসিপি পোষ্ট" বানায়া ছাড়ল ... :bash:
😛 😉 :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া, আপনি তো রেসিপি অনুষ্ঠানের কথা বলে আমাদের জায়গা করে দিলেন। 😀
হ। আসলেই ব্যাপক। আমি কামরুল ভাইয়ের মাছ রান্না খাইসি। আবারো খাইতে মঞ্চায়। :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
কি মাছ ?? মাছ নিয়াও জুক্স আছে ... কমু না ... সানা ভাই মাইর দিব
আমারে জুক্সটা মেইল কইরা দে। এইখানে কইলে আবার তাইফু ভাই কি জানি কয়
ইসসিরে ...... আমি তো মাছ খাই না ......
কামরুল, তুমি আর কি কি রান্না করতে পারো ???
আমিও মাছ খাইনা। কিন্তু কামরুল ভাইয়ের রান্না খায়া না খায়া থাকতে পারিনাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
সব কৃতিত্ব 'দিহান ভাবি'র। উনি আমাকে হাতে ধরে মাছ রান্না শিখাইছেন :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দিহান ভাবীর হাতে মাছ রান্না শিখতে মঞ্চায় 😀
সাতেও নাই, পাঁচেও নাই
দেশে আইসা লই তারপর তোমারে খাওয়ামুনে।
শিখে কি করবা? বউ নিয়া আসলে ওই তোমারে মজার রান্না করে খাওয়াবে। 😛 কি কি সব পড়ি :just: নাকি ফ্রেন্ড। 😀
আপাতত ব্লগের প্লাগইন প্রোগ্রাম শিইখা রাখো। :))
আর কি কি রান্না করতে পারো সেইটা তো কইলা না ...
দেশি কচি মুরগী ঝাল করে ভুনা করতে পারি 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই খানে এখনো মাস্ফ্যু আসে নাই 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কামস ভাইয়া সব কৃতিত্ব আমার দিচ্ছ কেন? তুমি না বলেছিলে মাসুদ ভাইয়ার কাছে শিখেছো!!! ;))
অফটপিকঃ ছুডু বোন আবার ভাবি হল কেম্নে?
ভাবিপ্পু, মঈন ভাই টিকিট টা দিলে কাইলই আসমু ... :khekz: :khekz:
=)) =)) :goragori: :goragori:
ভাল বলেছেন ... :))
😀
1st
বেটার লাক নেক্সট টাইম। :khekz: :khekz:
হুম ... একদিন আম্রাও
আফজাল হোসেনকে তেমনভাবে দেখেছি শুধু বহুব্রীহিতেই। সে তুলনায় হুমায়ুন ফরীদিকে দেখা হয়েছে অনেক বেশী।
আপনের সাথে একমত, হুমায়ূন ফরীদি বস। মেয়েদের কাছে আফজাল হোসেনের ক্রেজটা অবশ্য অন্যরকম।
গানগুলার নাম তো অনেক শুনেছি, কিন্তু সিনেমাটার নাম এই প্রথম শুনলাম।
বহুব্রীহিতে আফজাল বেশ ভালো করেছে বোকা ডাক্তারের চরিত্রে। আমি এখনো মাঝে মাঝে দেখে হাসি।
😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আফজাল কে বহুব্রীহিতেই বেশী ভাল লেগেছে। কিন্তু আমার কাছে হুমায়ূন ফরীদির অভিনয় বেশি ভাল লাগে। ;;)
বহুব্রীহিতে আফজাল বেশ ভালো করেছে বোকা ডাক্তারের চরিত্রে। আমি এখনো মাঝে মাঝে দেখে হাসি
হাহাহাহা! ভিডিওটা দেইখা ব্যাপক মজা পাইলাম। =)) =))
নাচের নামে কিছুক্ষন পিটি করা, দুইটা ফুলে টোকাটুকি...... =)) =))
গানটা অনেকদিন পর শুনলাম। মনে হচ্ছে নেক্সট কয়েকদিন আমিও এই গানটা টানা শুনব।
কেউ ইরাম কথা দিল না রে! 🙁 🙁
:)) হেভভি বলছিস। তবে আমার কাছে তারপরও মনে হয় তখনকার সিনেমাগুলি এখনকার চেয়ে অনেক ভালো ছিলো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইম্রান হাশ্মি বা শেরোয়াত টাইপ সাহসী মাল সেই যুগে ছিল না ... সিম্বলিক শটে তাই দুধের সাধ ঘোলে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই দুধ সেই দুধ না ...
বদ পোলাপাইন কমেন্টের গলত ফয়দা উঠাবি না কইলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, সেই দুধটা কোন দুধ? ;)) ;))
দুধ নিয়া একটা বড়দের জুক্স মনে আসছে :khekz:
বইলা ফেল। (অন্য কিছু ফেলিস না :)) )
মেয়ে আসছে বাবার বাড়িতে বেড়াতে, সবাই মিলে গল্প করছে -
বাবাঃ (মেয়ে কে ) ... কি রে ... তুই জামাইরে দুধ - টুধ খাইতে দিস না ...বেচারা তো শুকাইয়া যাইতেছে ...
মেয়েঃ ... দি তো ... ও তো খালি হাতায় ...খায় না
নাউযুবিল্লাহ ...
মেহেদি তোর ওযু তো ভাংছেই, গোছলও ফরজ হয়া গ্যাছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দিলেন সবাই মিল্যা আমার পোস্টটারে এডাল্ট বানাইয়া। নাহ! আর পারলাম না।
হারামি মেহেদি
হয় জুক্স মুছার অনুমতি দে, নইলে কেয়ামত পর্যন্ত রগড়া হবে তোর x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার কি দুষ ... রবিন ভিই তো দিতে বলছেন
তোর বয়সি এডাল্ট একটা পূরুষের পোষ্ট এডাল্ট হবে নাতো কি মাইনর হবে ??
আমার কি দোষ ??
মেহেদি কি এমন ফেলছে যে না মুছলে পরিষ্কার হবে না ... :-B
(বাড়াবাড়ি করে ফেললাম না তো ... অনেক দিন পর, আবেগ ধরে রাখতে পারছি না ... ওহ শীট, আবেগ ধরে রাখা নিয়াও একটা জুক্স মনে পইরা গ্যাছে)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লিক্ষা ফেলা দোস্ত ...
সহমত
মুছার ত্যানা কি তুই সাপ্লাই দিবি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মইনুল ভাই দিছে তো ... আর কত লাগব ?? 😛
:)) :)) =)) =))
মেহেদী হাসান সুমন (১৯৯৫-২০০১) মার্চ ২৭, ২০০৯ এ এই পোস্টে বলেছেন-
বেশি অশ্লিল জোকস। আমার ব্যাক্তিগত মতামত হল এ ধরনের জোকস সিসিবির জন্য না। কারন এখন অনেক বর্তমান ক্যাডেট, জুনিয়র এক্স ক্যাডেট, আমাদের বাবা- চাচার বয়সী সিনিয়র এক্স ক্যাডেট, আমাদের শিক্ষক মন্ডলী এবং অনেক অতিথি এই ব্লগ পড়েন। আমার বাবা ও এই ব্লগ পড়েন আমার লেখার জন্য। আমার মনে হয় এই ধরনের লেখা আমার বাবার বা আমার শিক্ষক মন্ডলী বা আমার অনেক সিনিয়র ভাইয়ের জন্য নয়। এটা আমাদের ব্লগ এর পরিবেশ কলুসিত করছে।
sorry ...
no more OSHLIL fun ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
" নীরব পাঠক" ... আপনি নিজের নাম দিতে লজ্জা পান কেন ? হুম ... এই জোক্স গুলা - আর এইটা কি এক ধরনের মনে হয় আপনার ? আমার মনে হয় নাই । কামরুল ভাইয়ের মনে হলে, উনি মুছে দিবেন ... অন্যের পিছনে লাগার অভ্যাস আর কত দিন ?
মইনুল নীচে টাওয়েল সাপ্লাই দিছে ... কামরুল জুক্স সহ কমেন্ট গুলা মুছে দিস ...
(আমার এখন একটা কষ্টিপাথরের মুর্তি দরকার। আমার নিজের ভাবমুর্তিটা নষ্ট হয়া গ্যাছে।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জুনিয়ারকে "বইলা ফেল" বলা মানেই হচ্ছে ... বইলা কইয়া যে কোন কিছু ফেলার অনুমতি দেয়া ...
সেক্ষেত্রে ব্রাকেটের ভিতরকার অংশটুকু পরিষ্কার হইল না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি মনে করি জোক্সটায় কোনো সমস্যা নাই।
নাচের নামে কিছুক্ষন পিটি করা, দুইটা ফুলে টোকাটুকি
লাস্যময়ী দিতি ... 😡
ঘটনা কি ?? হঠাৎ আফজাল ফরিদি নিয়া মাতায়া নিলি ?? 😉
ঘটনা প্রেক্ষিতে তো মক্ষি ম্যাডাম এর নামটাও আসার কথা ছিল ?? :-B আইল না ক্যান ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দিতি তো এখন রান্না বান্না নিয়া সেরম ব্যাস্ত ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =))
তাইফুর ভাই একটা......বস্! :salute:
বস এক লাইন বলছি তো.........
সুবর্ণার সঙ্গে জুটি বেঁধে তুমুল নাম করেছেন
😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আরেকটু ডিটেইল এ গেলে কি ক্ষতি হইত ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নেন এবার নিজেই ডিটেলিং কইরা নেন। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
উনার কোচিং সেন্টারের মাইয়া গুলারও ডিটেইলিং করা দরকার, নথি সংযুক্ত করার অনুরোধ করছি।
_ ডিটেইলিং কমিটি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আহ ...... আমার এক সময়ের ফেবারিট ... :dreamy: :dreamy: :dreamy:
কি-বোর্ড উঠাও কামরুল, হাফ-সেঞ্চুরী হইছে :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবই আল্লার কুদরত 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কামরুল আর কি কি উঠাইতে পারস ??
(তুই কি অবসরে লুংগী পরিস)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
অবসরে আমি সাধারনত কিছু পরি না। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অন্তত গল্পের বই পড়া উচিত
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইখানে মনে হয় কামরুল ভাইজান ছোট্ট ভুল করসেন।
পরি না এর জায়গায় পড়ি না হবে বোধ হয় :grr: :grr:
এই 'পরা' সেই 'পড়া' না রে বোকা :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি তো জানি তিনি ফুলটাইম লুঙ্গিওয়ালা 😕
সাতেও নাই, পাঁচেও নাই
কিরে কি কয়?
😮
:goragori: :goragori: :goragori:
"দুই জীবন" সিনেমাটা হলে গিয়ে দেখছিলাম। সে সময়ের সেই রকম ক্রেজ।
২০০৯ সালে যার ক্লাবে মেম্বার হওয়ার বয়স হয় নাই ...
"দুই জীবন" হলে গিয়া দেখার সময় তার বয়স কত ছিল ??
("পন্ডিত মশাই এবং কুকুরের কটা ঠ্যাঙ্গের সমান" সূত্র মোতাবেক অঙ্কটি কষারঙ্গনুরোধ করা হইল)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বয়স কত ছিলো কৈতে পারুম না, তয় তখন রবিন সিনেমা হলের মেম্বার ছিল :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
"আমি একদিন তোমায় না দেখিলে" - গানটা আরেকটু ইসপিসাল। একবার "ইত্যাদি"তে ফফি আফার অভিনয়ে রিমেক হইছিল। ফফি আফারে দেইখা ঐ বয়সে বড়ই উত্তেজনা বোধ করছিলাম। যাই হোক থ্যান্কস টু ইউটিউব, পুরোনো স্মৃতি ঝালাই করে নিলাম, কারো খায়েশ থাকলে এই লিন্ক থেকে দেখতে পারেন।
সাল্লু ভাই
থ্যাঙ্কস । এইটাও খুঁজতেছিলাম।
ফফি আপায় খুবই উত্তেজক ছিলো তখন। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দিতি'র গানে ফফি'র রিমেক ... চাকভুম চাকভুম
(লুই আরকান বিবিসি'কে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন "বিভিন্ন দেশের ভুমিকম্প প্রবন এলাকায় বাংলাদেশের ফফি ম্যাডামের থাই সাইজের গাথুনি দিলে বিল্ডিং ধ্বসে প্রাণহানির আশঙ্কা কম"। পরবর্তিতে দেশি-বিদেশি অনেক খ্যাত নামা আর্কিটেক্ট নাকি ফফি ম্যাডামের থাই মাপতে ...)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস দেখে ফফি ম্যাডামের থাই সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লুই আরকান'কে তুই "বস" বলতেই পারিস ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
আহা ... কত দিন পর ...
আবেগ ধরে রাখতে সত্যিই কষ্ট হচ্ছে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস ... জুক্সটা বইলা ফালান 😛
মইনুলরে আগে মুছার ত্যানা সাপ্লাই দিতে সম্মত কর ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া আজকে আমার নেটে সমস্যা হচ্ছিল তাই এই সু্যোগে পরথম হলেন 🙁
:clap: তারপর নেন :teacup:
রকিবের ব্যবসায় ভাগ বসাইতেছ ?? x-(
(চা ভাল হইছে ... ভাবতেছি রকিবের চা আর খামু না)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া, রকিব পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে চা দিতে দেরি লাগাচ্ছে, তাই ভাবলাম, ওরে একটু সাহায্য করি। 🙁
আরেকাপ নেন ভাইয়া :teacup: সাথে আমার বানানো কুকিস আর খেক।
এই ধর, কার কত তেনা লাগব ......
তাইফু ভাই ,এইবার বইলা ফেলেন
তুই খালি বইলা ফেলেন বইলা ভাইগা যাস ... x-(
উপরে তুই "বইলা ফেল" বইলা কি বলায়া কি আগুন লাগাইছস দেখছিস ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আইচ্ছা, ফেইলেন না। আমারে মেইল কইরা দেন। :))
আমারে সিসি দিস ...
আমাকেও
কামরুল ভাই, আমার কাছে বাংলা সিনেমার ভিলেন ফরিদীকে সবচেয়ে ভালো লাগে :grr: :grr: :grr:
:grr: :grr:
কামরুল ভাই স্বাগতম হাফ সেঞ্চুরীর জন্য। :hatsoff:
আফজালরে বহুব্রীহি তে বেশ ভাল লাগসে।
এখন হালারে দেখতে ইচ্ছা করে না। শালায় সব কচি মেয়েদের সাথে অভিনয় শুরু করছে x-( x-(
কয়দিন আগে একটা নাটক দেখলাম মোনালিসার সাথে নায়ক হইছে 😮 দেশের বাইরে শুটিং হইছে, তাও আবার তার নিজের পরিচালনা। দেইখা বুঝা যাইতাছিল তার অন্য কোন উদ্দেশ্য ছিল 😉
ইস্ মোনালিসা তুমি মানুষ চিনলানা :bash: :bash:
ইস... মোনালিসা সাব্বির ভাইরে চিনলো না :no: :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:shy: :shy: না আসলে ওই ভাবে বলি নাই।
:just: দুঃখ মোনালিসা কেন আফজাল বুইড়ার নায়িকা হইতে রাজী হইল 😡 😡
ফরিদী তার জীবনের সেরা অভিনয় করছে মনে হয় রাঙ্গাবউ এ... আহ সে কি জীবন্ত অভিনয় :dreamy:
(আফজালের থেকে আমার ফরিদিকে সব সময়ই বস মনে হইছে :thumbup: :thumbup: )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কমেন্ট পড়তে পড়তে পোস্ট এর কন্টেন্ট ভুলে গেছি । আবার উপরে গিয়ে দেখে আসলাম । কামরুল ভাল ছিল, সাল্লু ভাই আরো ভাল ছিল । তাইফুর ভাই আমাকেও মেইল করেন পিলিজ 😀
বন্ধু কামরুল পারলে গানটার অডিও ভারসন আমাকে মেইল কর ।
পোস্টে লিঙ্ক দেয়া আছে তো অডিও ভার্সনের 😀
এখানে আরেকবার দিলাম
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ দোস্ত 😀
একটু ডিটেইলস দেয়ার প্রয়োজন ছিল না বস?
Boroder majhe pulapan ami dhuika porlam mone hoy :frontroll:
হুম, কামরুল তাইলে এখন লাস্যময়ী দিতিতে মইজা আছে, এই জন্যই এত ব্যস্ত :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
সবাই মিল্যা আমারে কামরুল মোহাম্মদ ভাই বানাইয়া ছাড়বেন দেখি 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল মোহাম্মদ ভাই
:khekz: :khekz: :khekz:
হাফ সেঞ্ছুরির জন্য কংরাচুলেশন ভাইয়া।
ভাল হয়েছে।
এই পোষ্টে বেশি কমেন্ট করলাম না। কিন্তু পইড়া হাসতে হাসতে :pira:
আপনারা সবাই :thumbup:
সেইদিন কে যেন কইলো আমারেও নাকি আফজাল আফজাল লাগে :shy: ।
‘আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরানে’ - এই গানটাও দিলে ভালো হইতো। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাই নাকি রকিব? তাইলে তো তুমি মেয়েদের মধ্যে খুব জনপ্রিয়! 😀 😀
:shy: :shy: :shy: কমু... থাক কইলাম না :shy: :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হাহাহাহা :)) :))
তানভীর ভাই, আগে আগে অনুমান কইরা বিপদে পইড়েন না। পোলাও তো কইতে পারে , কে জানে। তার মধ্যে থাকে আবার কানাডায় ;;; ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
কানাডা কি আলুর দোষের জন্যে বিখ্যাত ??? :-/ :-/ :-/
আলুর দোষটা জানি কি? :-B
সাতেও নাই, পাঁচেও নাই
কয় কি পোলায় ????
আলুর পচন, শিকড় গজিয়ে গিয়ে খাদ্যের অযোগ্য হয়ে ওঠা, রান্নার সময় অধিক তাপেও সেদ্ধ না হওয়া, মাটির নীচে না হয়ে গাছে হওয়া ...... ইত্যাদি ইত্যাদি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঝিনাইদহের প্রব্লেম তো আমার বুঝার কথা না। কি কন তাইফুর ভাই? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
সেক্ষেত্রে "আলুর দোষ" জিনিস্টাই তোর বোঝার কথা না ... পাবনা'র প্রব্লেম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জিহাদ ভাই, :bash: ~x( ~x( ~x(
আমি সোজা সাপ্টা মানুষ, সমধর্মী চার্জে আকৃষ্ট নই 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মজা পাইলাম। :khekz: :khekz: :khekz:
দোস্ত কি খবর তোর ?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি দুইদিন ভালো কইরা খবর রাখি নাই, আর এর মইধ্যে এই অবস্থা!! রীতিমতো এডাল্ট পোস্ট আর মন্তব্য??
কামরুল, তাইফুর, সুমন, রবিন, কাইয়ুম, মইনুল .............. সব ফল ইন। কুইক! অ্যাডজুটেন্ট কেইন নিয়া আসো!! একটায় হবে না, কয়েকটা............. আর ওস্তাদ, স্টাফ এরা গেল কোথায়?
x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিকই বলসেন স্যার। প্রিন্সিপাল, এডজুট্যান্ট অন প্যারেডে থাকলেও রায়হান স্টাফ রে অনেকদিন ধরে প্যারেডে দেখা যাইতেসেনা। 😡 😡
সাতেও নাই, পাঁচেও নাই
প্রিন্সিপাল স্যার,
আমার নেমপ্লেট হারাই গ্যাছে তিন দিন আগে ... আমার নেমপ্লেট পইরা কে বা কারা আপনার কাছে আমার ভাবমুর্তি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই
আমার নেমপ্লেটটা আজকে ফেরত দিবেন বলছিলেন :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাইউম'রে আগে আমারটা ফেরত দিতে ক ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সানা ভাই, আমি তো শুধু ত্যানা সাপ্লাই দিসি ব্লগের পরিচ্ছন্নতা বাজায় রাখার জন্যে ...... 🙁 🙁 🙁 😕 😕
😡 😡 😡 মাথা ঠান্ডা রাখাটাই সমস্যা হয়ে যাচ্ছে!! আর প্রধান উস্কানিদাতা মনে হইতাছে তাইফুর?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀
বস স্যার, আমার নেমপ্লেট পইরা অন্য কেউ ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সানা ভাই, এক কাপ মোকা খান ...

জিনিষটা ভালাই মইনুল। তোমাদের পোস্ট পইড়া মাথা গরম হইলে মাঝে-মইধ্যে সাপ্লাই দিও!! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কমেন্ট পড়তে পড়তে পোস্টের কথা ভুইলা গেছি। =)) =)) :khekz: :khekz:
মইনুল আর দিহান মিলা যে পোষ্টটারে "আয় খায়া যা রেসিপি ডাউনলোড" বানায়া ছাড়ল তার বিচার কে করবে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হ ... একটু পরেই তুই নিজেই যে রেসিপি ডাউনলোড কইরা ভাবীরে গিয়া কবি, "হ্যা গো, এইটা রান্ধো ..." -- হের বিচার কেডা করবো ...
ওইটার বিচারভার তুই আমার উপর ছেড়ে দে ... রান্না ভাল হইলে বউরে কিছু বলব না, খ্রাপ হইলে ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্রস্ফায়ার ...
হ কইসে তোমারে ......... হে বউয়ের মুখের উপরে কইবো রান্না খারাপ হইসে ...... আর্মাগেড্ডন, প্রিডেটর, ড্রাগ মি টু হেল - তিন সিনেমার ট্রেইলর এক সাথে চালু হই যাইবো না .........
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বউ যেমনে আধঘন্টা পরপর ফোন করে, আর কালা কুর্তা "জি", "হ্যা", "আচ্ছা আসতাছি" বইল্লা মুখে ফেনা তুলে তখন কেম্নে কি? খালি দৌঁড়ের ওপর থাকে!! :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হাটে হাড়ি ভাংগার মত কি এমন অফ্রাধ করছি আমি :(( ... বস, আপ্নে না আমার মায়ের পেটের আপন খালাত ভাই ... O:-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দুই, তিন কাপ "মোকা" আমিও খাওয়াইতে চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:pira:
তোর বাসায় নিয়মিত ট্রেইলার চলে তাইলে ... ভাবী তো নিজে ডাউনলোড কইরা তোরে খাওয়ায় ... O:-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ট্রেইলার শুরু হওনের চান্স দেই না দোস্ত ......
তাইফুর ভাই......কি শুন্তেছি এইসব?
=)) =)) =))
masakkhali masakkhali... :tuski:
মজাখালি মজাখালি :khekz:
খালি মজা :tuski:
কামরুল মামা এই গান টার কোন একটা প্রব্লেম আছে......আমি শুনতেছি তো শুনতেছি......কেন জানি মাথার মধ্যে ঢুকে গেছে......এন্ড্রু কিশোর একটা জিনিয়াস......নিজেও শুনতেছি...।মানুষ কেও জ্বালাছছি......উফফফ......প্লিজ...।গানটা...।আমার মাথা থেকে বের কর......
এইখান এ খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল মনে হয়......কামরুল তুই যে রান্না করতে পারস এইটা ত বলিস নাই......কবে খাব তোর বাসায়?...দেশি মুরগি এর ঝোল...গরম ভাত, টমেটু সালাদ, মাছ ভুনা ঝাল হবে.।।টাকি মাছ ভরতা...।টক ডাল...আর কাচা মরিচ......কবে খাব বল......
তাইফুর ভাই......বুঝলাম না...পানি কন দিকে গরাচ্ছে?
সামনের বিষ্যুদবার, সেম টাইম ,সেম প্লেস 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সিনেমাটা দেখি নাই। তবে এই গানটা প্রথম শুনেছিলাম " ইত্যাদি" ম্যাগাজিনে। সম্ভবতঃ জাহিদ হাসান-মৌ জুটি দিয়ে অথবা নোবেল-মৌ জুটি দিয়ে বানানো। ঐ দিন ই হেব্বি লাগছিল গানটা।
আবার শুনানোর জন্য ধন্যবাদ।
হাফ সেঞ্চুরীর অভিনন্দন ভাইয়া।
ফরিদীরে বেশি ভাল লাগে। আফজাল এর ভাল ভাল নাটক গুলা দেখা হয়নি তাই বলতে পারছি না। ফরিদীর অন্য নাটক গুলার কথা তো সবাই জানে একটা অজনপ্রিয় নাটক চোর খুবই অসাধারণ অভিনয় ।