তাইফুর ভাইএর পোষ্টে কামরুল ভাই কমেন্ট করেছেন “আপনার আর জুনার উপর মেজাজ বহুত খারাপ আছে।” ভাবটা এমন আমি যেন আমি ইচ্ছে করে এখানে অনিয়মিত হয়েছি…আমি জানি, এখন যদি আমি আমার দুঃখের কথা বলা শুরু করি তাহলে এখানকার কোমলমতি বড় ও ছোট ভাই-বোনেরা কাঁদতে কাঁদতে পা ব্যাথা করে ফেলবেন…
কত বছর পর অনলাইনে আসলাম ঠিক করে বলা মুশকিল…যতদূর মনে পড়ে, শেষবার যখন অনলাইন ছিলাম তখন বৃটিশ সরকার উপমহাদেশ থেকে যাব যাব করতেছে…ন্ না…মনে পড়ছে…তখনো ব্লগের অনেকে ফেসবুকে ষ্ট্যাটাস দিত ‘ইটস কম্লিকেটেড’ বা ‘সিঙ্গেল’…শার্লিরা তখনো ওদের ৫০ তম বন্ধু মোর্শেদকে খুঁজে বেড়াত…এহসান ভাই তখনো জন্মাননি…থুক্কু জন্মদিন পালন করেন নি…রাজশাহীর পোষ্ট ১০০ হয় নি…এডু স্যার খসরা নিয়ে বিব্রত হন নি…ঘড়ির কাঁটা বাটে পড়ে নি…আর সবচেয়ে বড় কথা ডাক রোষ্ট খাওয়ার লোভে কুচ্ছিতকে কেউ আঘাত করে নি…(তুহিন, তুই ভাল আছিস শুনে ভাল লাগল…) আরো কত কি…!!!
যাই হোক, যা বলছিলাম…দুই দিন হল অনলাইন হয়েছি…কাল আসিনি, কারন আমার পরীক্ষা ছিল (তানভীর ভাই, কাইয়ূম ভাই- এই লাইনটা আপনাদের জন্য…আপনারা তো মানতেই চান না-আমি ক্লাস করি, পরীক্ষা দেই…এখন কেমন???)। অনলাইন হব কেমন করে?? বাড়িতে না ছিল কোন পিসি বা ল্যাপটপ…নেভির বাড়িতে থাকার সুবাধে বিল্ট ইন ব্রডব্যান্ডের লাইনটাই শুধু ছিল…মাঝে মাঝে তারটা নাড়াচাড়া করে মনে হত ‘ওপারে তে কত সুখ আমার বিশ্বাস…!!’ কাইয়ূম ভাই আবার কাঁটা ঘায়ে সালফিউরিক এসিড মেরে ল্যানের বিকল্প অন্য কিছুর বুদ্ধি দিয়েছিলেন…কিন্তু রিডার্স ডিস্ক্রেশনের কথা ভেবে সেটা নিয়ে আর কিছু বললাম না…
এ কয় দিনে একটা কথা হাড়ে হাড়ে টের পেয়েছি…গরীব হবার অনেক জ্বালা…আপনারা প্লিজ- বড় হয়ে কেউ গরীব হবেন না…কথা দিন…
গরীব হবার জ্বালা বুকে নিয়ে আবার অনলাইন হয়েছি…যতদিন না আবার কোন বিশেষ মহল বা শাসক গোষ্ঠীর কোন চক্রান্ত আমাকে সরিয়ে দিচ্ছে, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ্…
অনেক দিন পর তোমায় দেখলাম !! আমার মত নীরব পাঠকরা তোমার লেখা আর কমেন্ট মিস করে অনেক 😀
বস আছেন কেমন?
আমারো অনেক কিছু মিস হয়া গ্যাছে এ এ এ... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মিস হয়া গ্যাছে এ এ এ… :(( এখন এক্সট্রা ব্লগ লিখিয়া ঠান্ডা হও (মাষ্ফু যেমন হইছিল এলিয়াচ চাচার হাতে) :grr:
আজীজ ভাই আপনে এই লাইন হুবহু মনে রাখছেন!!! 😮 😮 😮
😀 😀 😀
অনেকদিন পরে যেহেতু আসছোস, কিছু ক্ষন লং আপ হইয়া থাক। ব্লগের অনেক পাঙ্গা থেকে বাইচা গেছোস
আমি থাকলেও পাঙ্গা খাইতাম না...আমার মতন সুশীল সুবোধ শান্ত পোলারে কেন খালি খালি কেউ পাঙ্গাইব??? ;;) O:-) ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পাঙ্গা পোস্টে গেলে টের পাইতেন।(আমি অবশ্য চামে বাইচা গেছি :grr: :grr: )
তোরে কেউ পাঙ্গায়না, খালি ভাইয়া তোরে দেখলেই :grr: :grr:
তার কাছ থেকে বাইচ্যা থাকিস 😛
চমৎকার হয়েছে। এখন থেকে নিয়মিত দেখব আশা করি। 🙂
ভাবি, আপনার সাথে পরিচয় হয় নি...
আমি জুনায়েদ...নাম তো সুনি হোগি... B-) (কিং খান সাহেবের মতন ভাব নিলাম... 😀 )
আর আপনি তো দিহান, যার ডাক নাম অতিথি...ঠিক না? (ব্রাকেটের মধ্যে আছে তাই বললাম... ;;) )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জী হ্যা, শুনেছি এবং পড়েছি ভাইয়া ... 🙂
কিং খানের মত ভাব নিতে হবে কেন? আমার ভাইয়া কম কিসে? 😀
আপনারা আমাকে অতিথি বানিয়ে রাখছেন এখনও? 🙁
ভাবি, লেখা না দিলে এখনো কি আরো অনেকদিন অতিথি বলে খেপাবো... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই লেখা দিলে ব্লগ বন্ধ হয়ে যাওয়ার আশংকা আছে। 🙁 জেনে শুনে কিভাবে তা হতে দিতে পারি? তুমি বল? 🙂
আপু আমার লেখার পর যখন বন্ধ হয় নাই, তখন আপনারটায় তো প্রশ্নই ওঠে না। প্লীজ প্লীজ প্লীজ লেখা দেন :bash: :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সুনি হোগি ভাই(আপনেই কইছেন আপনার নাম "সুনি হোগি"),এই ব্লগে কামরুল ভাই দিহান ভাবীরে বড়ই উৎপাৎ করে-এর প্রতিবাদে একটা তদন্ত কমিটির সদস্য হইতে আপনেকে উদাত্ত আহবান জানাচ্ছি B-)
থ্যাংকু মাস্ফি ভাইয়া। আজকে খিচুরি খেতে আমন্ত্রন রইল। 😀
ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দোয়া করি তুই অনেক বড়লোক শ্বশুরের মেয়ে রে বিয়া কইরা তারাতারি বড়লোক হইয়া যা :grr: :grr:
:hug:
দোস্ত, পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত তুই আমার বেস্ট ফ্রেন্ড... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পরবর্তী ঘোষণা কবে নাগাদ পাওয়া যাবে?? B-) B-)
সেই মেয়েরে তুই নিজেই বিয়া কইরা ফালাইলে... :gulli2:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =)) =)) =)) জোস জোস-কতদিন এই কমেন্ট গুলা মিস করছি... =)) =)) =))
=)) =))
:)) 😮
ওয়েলকাম ব্যাক :hug:
:hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি ভাবসিলাম একটা পোস্ট দিব, হারিকেন জ্বালায়ে খুজতেছি নামে।
আল্লাহর অশেষ রহমতে তার আগেই চলে আসছেন।
জুলহাস ভাই কই? কেমন আছেন উনি? আর আমাদের ভাগনা কই? সে কেমন আছে?
ভাইজান এখনো কাপ্তাই...পোস্টিং কবে হবে সেই চিন্তায় আছে...
ভাগনা না তো...ভাতিজা...আছে ভাল...২০০৯-১০ অর্থবছরে তাকে ইনশাল্লাহ্ ইশকুলে দেয়া হবে... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz: :khekz:
হোয়াট আ ওয়ে টু কাম ব্যাক! ব্যাপক হইসে জুনা ভাই। আমি তো পুরা হা হা প গে। :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
😀 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কয়দিন থাকবি?
রকিব
মেহমান এসেছে, চা দে :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সেই কখন থেকে চা চাচ্ছি, রকিবের কোন খবর নেই। ছেলেটা গেছে কোথায়? 😮
আমিই বানালাম :teacup: :teacup:
সারাদিনে ব্যাপক পেইনে গিয়েছে। কালকে ব্ল্যাকবক্স এক্সাম, তাই পড়াশুনা করতে পোলাপাইনের সাথে ( :just: ফ্রেন্ড না) লাইব্রেরীতে গিয়েছিলাম। অনেকবার পড়লাম(চেয়ার থেকেই), কালকে বোধহয় ফেল করতে খুব একটা বেগ পেতে হচ্ছে না। তবে পুরো দিনের একটাই প্রাপ্তি, তা হলো জুনায়েদ ভাইয়ের পোষ্ট, কমেন্টগুলো আবার ফিরে পাচ্ছি। জুনায়েদ ভাইয়া কেমন আছেন? :teacup: :hug: :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কামরুল ভাই, তাইফুর ভাইএর পোস্টের পরও আপনি মানুষরে টিজ করছেন... :grr:
ভাবি, চা জব্বর হইছে...আরেক কাপ হবে??? ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থ্যাংকু, থ্যংকু
:teacup:
এইবার আরেকটা ঝটপট লিখে ফেল দেখি ।
জুনা বলেছেন
সেক্ষেত্রে তাইফুর বলতে চাইছেন
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori:

:-B জুনা ভাইও দেখি আমার মতই দেখতে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খালি পাতাগুলি একটু বড় , এই যা ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz: :khekz:
তাইফুর ভাই, কামরুল ভাই এবং তানভীর ভাই...দু'একদিনের মধ্যে বায়তুল মোকাররম মার্কেটে যাইতেছি...ওখানে নাকি ভালো ছুরি পাওয়া যায়...তারপর দেখা হবে... :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আত্ম্রক্ষার জন্য আমার তাহলে কুড়াল কেনা জরুরী ...
ভাল কুড়াল কোথায় পাওয়া যায় ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এবং এখনো আছে 😛 ;))
!!! 😉
:hug:
পিসিসি পিসিসি ভাব নিতেছিস মনে হয়
জুনায়েদ ভাই...সানা ভাইর সামনে সাবধানে থাইকেন...উনার খুব ভুলামন...যেই লেইট করছেন...আপ্নারে না আবার নয়া ভাইবা :frontroll: :frontroll: লাগায়া দ্যায়... :grr: :grr:
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:))
সানা ভাইএর ভুলো মন??? কি কইলিরে বন্য...
যাউজ্ঞা, সাবধান করে দেওয়ার জন্য থ্যাংক্স...
এবার আমি ভুলে যাওয়ার আগেই লাগাতার ৫ লাখ ফ্রন্ট দিয়ে দে... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস..এইসব কইয়া লাভ নাই...আমি এখন ঘাউরা হয়্যা গেসি.. কইলেই দেই না... :awesome: :tuski: :guitar: :ahem: 😀 O:-) B-)
:-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঘোর কলিকাল :dreamy:
x-( তোর কিচ্ছু দেওয়া লাগবো না আমি বাঁশ নিয়া আইতেছি x-(
স্বাগতম... :hug:
আশা করি বকেয়া লিখাগুলা এখন শেষ করে ফেলবেন...
:just: :gulli2: শুরু...
শুভ প্রত্যাবর্তন......।। 😀 =)) :clap:
😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওয়েলকাম ব্যাক জুনা ভাই :hug:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
If your father is not rich, thats not your fault.
If your father-in-law is not rich, thats definitely your fault.
Juna vai always proper cadet, kono fault korbe na asha kori 😀
welcomeback boss (juktoborno likhte parlam na :(( )
Agomon upolokkhe 5 star dilam. Eibar khawan 😀
ভাই,
আপনি সিসিবি তে অনিয়মিত হইলেন, আর আমার চরম উপস্থিতি শুরু... তাই ভালোমত মোলাকাত হয়নাই। 🙁 🙁
শুভ প্রত্যাবর্তন ভাইজান।
:hug: :hug: :hug: :hug:
আমারে চিনতে পারছেন? না হইলেও চিনা যাবেন সমস্যা নাই 😀 😀 😀 😀
না চেনার কি আছে??? 😡
নিজের বাড়ি থেকে না হলেও পরের বাড়ি গিয়ে সুযোগ পেলেই সিসিবিতে ঢুঁ দিতাম... :dreamy:
এখনো বিশ্বাস হয় না?? যা মহাখালী ফ্লাইওভারের ওখানে গিয়ে লং আপ হয়ে থাক... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: এ তো দেখি ঘোর কলিকাল! এই কথাও শুনতে হয়। :khekz: :khekz:
যাক, ফিরা আসছস্- এতেই খুশী। :hug: :hug:
তোমার পুরোনো লেখাগুলো পড়লাম ......... অনেক দিন পরে আবার ফিরে এসেছো দেখে ভালো লাগলো। তবে নিয়মিত লেখা না দিলে খবর আছে ......
😕 :no: 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুই ফিরা আসছস দেখে পাংগাইলাম না । তোরে সবাই অনেক মিস করছে । তাড়াতাড়ি গরীব থেকে পয়সাওয়ালা হ এই দোআ করি ।
:guitar: :guitar: :guitar:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইত আমাদের জুনা ভাই। আইসা পড়ছেন দেইখা বাইচা গেছেন। আমি প্ল্যান করতেছিলাম পা টা ভালো হইলেই আমি আর মাস্ফ্যু ভাই আপনার বাসায় হামলা চালাব। এতদিন আসেন নাই এই কারণেও হামলা চালাইতে পারি। রেডি থাইকেন :grr: :grr:
চইলা আসিস...খালি ১০ মিনিট আগে একটু জানাবি...(এলাকা ছাড়ার জন্য ১০ মিনিটই যথেষ্ট!! B-) )
:just: কিডিং...
এনি টাইম...@৭৩/ই-১৯, নেভাল হেডকোয়াটার্স কমপ্লেক্স,বনানী।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সত্যি তো??নাকি গিয়া আবার ক্রস ফায়ারে পড়ুম...দেইখেন কইলাম.. x-(
শার্লী রে,খুব খিদা খিদা লাগতাছে কি কস?আয় জুনা ভাইয়ের বাসায় দাওয়াত খাইতে যাই তুই আর আমি... :grr:
ভাই আমারেও নিয়েন 😀 😀
আইসা পড় আইসা পড় 😀
জুনা আর জুলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই দুইটারে ব্যাপক রগরামু কনফার্ম। :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমাদের যদি দুলাল নামে বড় ভাই থাকত (যে কিনা আপনার চেয়েও বড় ) তারে কি নামে ডাকতেন???? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইসব হেজি পেজি ডাউটে পিঠ বাচবো না কইছিনা :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) জুনা ভাই আইসাই :gulli2: :gulli2: শুরু করছে :goragori: :goragori: :goragori:
আমারও নেট নাই। কারণ আমিও গরীব 🙁
আমরা তো তাইলে গরীবাত ভাই... :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা আমার পিছে লাগার লোভ সামলাইতে পারলিনা না ??
তুই অনেক দিন অনুপস্থিত দেইখা সাহস কইরা লেখায় ফিরতে চাইলাম আর সাথে সাথেই ...
(বুখে আয় ... :hug: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইর পিছে লাগার লোভ!!! 😮 😮 😮
হা ঈশ্বর, না লাগাইয়াও যে পিছে লাগা যায় তাহা এই নরাধম বালককে কে বুঝাইবে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, বন্যরে বুঝায়া লাভ নাই... :-B
জংগলের নিয়ম মনে হয় আলাদা... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আগে তাইফুর ভাইর বুখে যান..তার্পর বাকি কথা... :grr: :grr: :grr:
জুনা ভাই কালকে রাতে যা দেখাইলেন 😀
আপনারে এইখানে দেইখা ভালই লাগতাছে 😀
জুনা ভাই,একটা বেসিক কম্পিউটার কোর্স কইরা ফালান :grr: :grr: :grr:
জুনা ভাই, তাইফুর ভাইদের আবার রেগুলার দেখে ভালো লাগতাছে খুব :guitar:
আরে জুনা নাকি!! কেমুন চীনা চীনা লাগতাছে? ভাইজান দিনকাল ভালা? ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাও ভাল চেনা চেনা লাগতেছে... :-B
বন্য কইছিল, আপনি নাকি আমারে চিনবেনই না... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কমুনা... কিসসু কমুনা, ক্লাশ, পিড়ালিখা, পরীক্ষা, ল্যাপ্টপ, নেভীর বাড়ি কুনুকিছু নিয়া কিসসু কমুনা।
ব্রডব্যাণ্ডের লাইন আর ল্যান নিয়া কিছু কবার আছিলো, অখন ঠিক করছি হেইডা নিয়াও কিসসু কমুনা।
সংসারে প্রবল বৈরাগ্য!
বস,কামব্যাক গিফট হিসাবে জুনা ভাইরে ওই কেকের টুকরাটা দিয়া দ্যান.. ;;; ;;; ;;;
জুনা ভাই জাপানি, চীনা না :-B
ক্যাডা............জুনা নাকি....................... :-B
:party: :party:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যাডা………টিটো নাকি… :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ক্যাডা………কাম্রুল ভাই নাকি… :grr:
ক্যাডা………ফরিদ নাকি… :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যাডা………কাইয়ূম ভাই নাকি…
ক্যাডা………হাসান নাকি…
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ক্যাডা রে………কামরুল নাকি…হ..কামরুলই তো!
ভিন্ন ডাইমেনশন আনলাম ক্যাডা সিরিজের :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে এ যে দেখি আমাদের কাইয়ূম ভাই। আসসালামুয়ালাইকুম ভাইয়া। :salute:
খবর ভাল তো? 🙂
কাইয়ূম ভাই, শীলার নাকি বিয়া হয়ে গেছে ... :khekz:
ওয়ালাইকুমুসসালাম ভাবী। 🙂
ইশশ, কমেন্টটা দেখতে দেরি হয়ে গ্যালো। ভালো আছি ভাবী 🙂
আর মেহেদী শীলার বিয়া হয়ে গ্যাছে দেখে এত্ত খুশি ক্যান, যা পেট্রোনাস টাওয়ারের সাথে বাদ জুম্মা পর্যন্ত লং আপ হয়ে থাক 😡 😡
(শীলা ডা কিডা আসলে ;)) )
সংসারে প্রবল বৈরাগ্য!
সাঈফ ভাইয়ের ঘরণী মানে আমাদের ভাবী 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লাবলু ভাইরে বাটে ফেলছে যে হু আ সাহেব, উনার মেয়ে নাকি? 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হ্যা !!!
তা মানে উনার সাথে আপনার আবার কি??? 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যাডা,কাইয়ুম ভাই নাকি? 😛
ক্যাডা... জামাই নি? :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap: 😛 😀
Life is Mad.
দাদাভাই কি এখনো গরীব আছো? :-B