আজকে একটা দিন গেল বটে। অসম্ভব রকমের গরমের মধ্যে অফিসের কাজে জীপে (নন-এসি অবশ্যই) দু’শ কিলোমিটার পাড়ি দেয়া খুব একটা আরামের কিছু না। তবে যাত্রা শুরু করার পর নিজের অজান্তেই একা একা মিটমিট হাসতে লাগলাম। আমার যাত্রাপথে ঝিনাইদহ পড়বে। ১৫ টা মিনিট সময় কি পাওয়া যাবে না? অবশ্যই যাবে। যেই ভাবা সেই কাজ। সহযাত্রীদের বিশ্রামের সুযোগ দিয়ে প্রবেশ করলাম সেই গেট দিয়ে যেটা পার হলে আজ ২০ বছর পরেও মনে হয় এখনও ক্যাডেট আছি। এইতো সামনে নেমে যেতে হবে, ব্যাগটা কাঁধে করে নিতে হবে চেকিং এর জন্য। তারপর হেঁটে হেঁটে হাউজে যাওয়া, খোঁজ নেওয়া কে কে এল। ছুটিতে কে কি করল তার বিশদ বিবরণ। আবার শুরু একটা নতুন টার্ম। বাড়ির সবার জন্য মন খারাপ লাগা, ছুটির জন্য অপেক্ষা…
মনে আশা ছিল পুরনো অনেকের সাথে দেখা হবে। প্রিন্সিপ্যাল স্যারের (যিনি আমাদেরই এক্স ক্যাডেট, আমার সময়ে আমাদেরই এডজুটেন্ট এবং বর্তমানে আমাদেরই প্রিন্সিপ্যাল) সাথে দেখা হল না (উনি ঢাকায় গেছেন), দেখা হলনা আরও অনেকের সাথেই (পুরনো টিচার আছেন মাত্র দুজন)। কিন্তু তাতে কি? যাকে দেখতে গিয়েছিলাম – সেই কলেজকে তো দেখলাম! শুধু দেখলাম বললে কি বোঝানো যায়? যায় না…..
কলেজে প্রবেশ করার পর গরমকালের পিচ-গলা আর মাটির সোঁদাগন্ধ মিশ্রিত যে গন্ধটা পেতাম সেটা আজও পেলাম। কিছু কিছু জিনিস বদ্লায় না, কলেজের গন্ধটাও মনে হয় তার একটি।
কলেজকে মাত্র ৩৪ কিলোমিটারের মধ্যে রেখে একটা স্বপ্নে বিভোর হয়ে ছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হল। তবে শেষ হয়নি। আবার কবে যাব এই উত্তেজনাটা রি-ফিল হল মাত্র।
***************************************************************************
দীর্ঘ যাত্রা শেষে, একটা দোকানে গিয়েছিলাম। অনেক কিছুর সাথে ওখানে বইও ছিল। স্বভাবসিদ্ধভাবেই এগিয়ে গেলাম।
হায় আল্লাহ! এটা কি? টু বি স্পেসিফিক হায় আল্লাহ, কেম্নে কি?
ছেলেপিলে কুইক! ফল ইন! এ বি সি অভিমুখে লং মার্চ!
১ম মনে হয় অনেকদিন পর
হায় হায়। একি দেখিলাম, আমি একি দেখিলাম। পোলাপান ডাবল আপ।
আইতাছি......... প্লেনের টিকিট কাটা হয়ে গেছে :gulli2: :gulli2:
ভাইয়া ভাল হয়েছে, :clap:
যদিও ক্যাডেট কলেজ কে মিস্ করার অনুভুতি টা আমি পেলাম না।
অফটপিকঃ রবিন ভাইয়া দেখি কখন খাওয়াবেন বলেন দেখি।
অনেকদিন পর প্রথম হয়েছেন বলে কথা 😀
দেশে আসেন। বাংলাদেশ থেকে তো খাবার পার্সেল করার সিস্টেম চালু হয় নাই এখনো। :))
সানা ভাই এর মহাবিপদ কেন?
হু আ জবাব চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই জবাব চাই মার্কা কথা দিয়ে লাভ হবে না, ডাইরেক্ট একশন!
বস, হু আ'র সাবেক মেয়েদের মধ্যে দুইজন আমাদের ডিপার্টমেন্টে ছিল... ;;)
তাই প্রথমে ডাইরেক্ট একশনে যাই নাই... O:-)
তয় আপনি যখন কইলেন... :salute:
ঐ ব্যাটা, বাংলাদেশি রাম গোপাল ভার্মা... 😡
তোর মায়েরে...ইয়ে মানে...আমার সালাম জানাস... ;))
আর সানা ভাইএর কিছু হইলে...কাইল সিসিবির দ্বিতীয় ই বুক বাইর হইব 'এখন হু আ নিজেই মহাবিপদে...' এই শিরোনামে... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শীলা এখন আমাদের ভাবি। মানে আমাদের সাইফ এর বউ।
😮 😮 😮 😮 😮 কন কি?
কন কি রবিন ভাই??
এক্স-ক্যাডেট এর বঊ????
কোন কলেজ? কোন ব্যাচ??????
সাইফ, কুমিল্লা, '৯৪-'০০
কোন সাইফ ভাই? সিসিবির সাইফ ভাই? :-/
সাতেও নাই, পাঁচেও নাই
না ইনি অন্যজন 😛
আহা !!
:dreamy: :dreamy: :dreamy:
গোমতীর সাইফ ????
হ্যাঁ মইনুল ভাই, গোমতীর সাইফ।
:just: :gulli2: :gulli2: :gulli2:
=))
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ, এটা গড়াগড়ি দেয়ার সময় না 😡
গেট আপ, এন্ড গেট ফল ইন...
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আসলেই তো হায় হায় মার্কা অবস্থা! 😮 😮
লাবলু ভাই,
চিন্তার কিছু নাই
আপনার বিপদে
আমরা আছি
পদে পদে। :thumbup:
====
কলেজে কত বছর যাই না! :(( :((
যশোরে আস, একসাথে আবার যাব।
আমারও যেতে মন চায় :dreamy: :dreamy:
আমিও যাপো :(( :((
সানা ভাই কি সাইফের শ্বশুরের নামে মানহানির মামলা করছে? আমাদের ব্যারিস্টারের কি অভাব পড়লো?
ইউসুফ ভাই, আমি মনে হয় শনিবারে কলেজে যাব। চিন্তা করতেছি আপনার ওইখানে একটা চান্স নিব কিনা। 😀
মোস্ট ওয়েলকাম! তুমি কি খুলনায় পোস্টেড?
না ভাই। আমি ঢাকায় আছি।
ভাই
পইড়া আবার কলেজ যাইতে ইচ্ছা করতেছে।
ওই জায়গাটা শালার এমুন, যতই যাই----- আরো যাইতে মঞ্চায় 🙁 🙁 🙁
Shila taile vabi hoya gelo 🙁
byapar na Qaiyum vai. :thumbup:
=)) =)) =))
=)) =))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
😀 :))
=)) =))
ইস্ কাইয়ুম ভাইরে কত ভাল মনে করতাম ~x(
:frontroll: :frontroll:
=)) =))
এখনো কোন মাঠে ঘাস কাটলে ঘাসের একটা অদ্ভুত গন্ধ ছড়ায়। সে গন্ধে কলেজের মাঠের ঘ্রাণটাই যেন নাকে এসে লাগে। সত্যি বলছেন ভাইয়া, কিছু জিনিস কখনোই বদলায় না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: 🙁
" " " "
একদম খাটি কথা :boss:
কি মজা, প্রিন্সিপাল স্যার বাটে পড়ছে, :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙁
x-( x-( 😡 😡 :duel: :duel: :chup: :chup:
সানা ভাই এখনো চুপ কেনো ?????
ভালো লাগল ভাইয়া লেখাটা পড়ে। :boss: :boss:
এই থ্রিলটা আজীবন বয়ে চলবে আমাদের মধ্যে।
:thumbup:
এটা লাবলু ভাইয়ের বিরুদ্ধে হুমায়ূন সাহেব ও চারদলীয় জোটের আন্তর্জাতিক চক্রান্ত। বাংলার মানুষ এ ব্যালটের মাধ্যমে এ চক্রান্তের মোক্ষম জবাব দিবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সেই
ঐ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি রে! রিপোর্টিং কেমন চলতেছে? 😀 😀
x-( x-( 😡
"সানা ভাইয়ের কিছু হলে,
জ্বলবে আগুন ঘরে ঘরে।।"
😡 😡 😡
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সানা ভাই এগিয়ে চলেন
আমারা আছি আপনার পিছে *
*শর্ত প্রযোয্য ...
সানা ভাই কই??????????উনার তো কোনো খবর নাই এখন!!!!!!
সেই কখন থেইকা ফলিন কইরা দাড়ায়া আছি। 🙁 🙁
সানা ভাই তো আসলেই মহাবিপদে পরছে, কোন খবর নাই!! হায় ইয়ে কি হলরেএএএএএ :((
:(( :(( :(( :((
ওরে তোরা কে আচিস রে...
আমাদের দেকে যা।
সানা ভাই হারিয়ে গেচেন রে 🙁 🙁
সরি বয়েজ অ্যান্ড গার্লস, আই এম রিয়েল্লি সরিইইই.........। বিষয়টা তোমাদের আগেই বলা উচিত ছিল, তাহলে এত্তো টেনশন হতো না।
আসলে ওই যে ৯৯৯ নম্বরটা আমি লিজ নেয়ার পর তোমাদের কাছ থেকে যেরকম সাড়া পেয়েছি, তারপরই আমি একটা ভয়ানক বিপদে পড়ে যাই। বিষয়টা নিয়ে আমি হূমায়ুন আহমদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু উনি যে আজকাল লেখার বিষয় নিয়ে এমন সংকটে পরেছেন তা জানতাম না। হিমু আর মিসির আলীদের নিয়ে লিখতে লিখতে বেচারা বহুত পেরেশান! আজকাল আর ওইসব কেউ খায় না!! তো যা বলছিলাম.........
আজকাল নাকি প্রকাশকদের চাপে তিনি রীতিমতো লুকিয়ে থাকছেন। তাই সম্ভবত আমার ভয়ানক বিপদের কাহিনীটা উনি বাজারে ছেড়ে দিয়ে দু-পাইস কামানোর ধান্ধা করেছেন। বিষয়টি সম্প্রতি কালা কুর্তা বাহিনীতে কর্মরত আমাদের এক ছোট ভাই আমার নজরে এনেছেন। ছোট ভাই বললো, "সানা ভাই আপনি খালি একবার বলেন ব্যাটাকে ধরে এনে রগরা লাগাই! এক্কেবারে ক্রসফায়ারে........ আপনার বিপদের কথা এইভাবে তিনি হাটে হাড়ি ভেঙ্গে প্রচার করতে পারেন না।" আমি তাকে বুঝিয়ে-শুনিয়ে ঠান্ডা করেছি। বলেছি, "দেখো........ সবকিছুর পরও উনি আমাদেরই আরেক ছোট ভাইয়ের শ্বশুর। তাকে কি রগরানো কিম্বা ক্রসফায়ারে দেওয়া ঠিক হবে? বেচারা অর্থ সংকটে পরে এসব কাজ করেছে!! মাফ করে দাও।"
আরেক ছোট ভাই যে কিনা মহা একটা আর্ট ফিল্ম বানানোর স্বপ্নে বিভোর, কর্পোরেট ছোট কর্তাদের নিয়ে নিয়মিত সিসিবি বারে গিয়ে সুরা গেলে, সে আমাকে বললো, "সানা ভাই পাইছি। আমি যে ফিল্মটা বানানোর ধান্ধা করছিলাম, সেই সাবজেক্ট পেয়ে গেছি। এইবার আমি বাংলাদেশ না গোটা বিশ্বকে দেখিয়ে দেবো ফিল্ম কিভাবে বানাতে হয়!" আমি তার উৎসাহে বরফ ঢেলে দিয়ে বল্লাম, "হূ আ এক পাপ করেছে, কালা কুর্তা বাহিনী তার পেছনে লেগেছে, তুমি আবার সেধে বিপদ ডেকে আনছো কেন?" কালা কুর্তা বাহিনীর কথা শুনে সেও চুপসে গেল। বলো, কে না কালা কুর্তাদের ভয় পায়!
হূ আ'র এই বই দেখে আজ সেই নর্থ আমেরিকা থেকে শুরু করে অষ্ট্রেলিয়া পর্যন্ত, দেশে সিলেট, যশোর, কাপ্তাই, রাঙ্গামাটি, চট্টগ্রাম, গাজীপুর তো আছেই ঢাকার ফোন রিসিভ করতে করতে রীতিমতো পেরেশান হয়ে আছি। সিসিবিতে ঢোকার সময় পাই নাই। আমি জানি তোমরা আমাকে ভীঈঈঈষঅঅঅঅণ ভালোবাসো। আমার জনপ্রিয়তা নিয়েও কোনো সন্দেহ নাই :grr: ! আমার বিপদের সময় তোমাদের পাশে পেয়ে আমার ভালো লাগছে 😀 😀 :D। ব্যাপার না, কালা কুর্তা বাহিনী এখন আমাকে প্রটেকশন দিচ্ছে, আমার এখন আর কোনো বিপদ নাই। আমি ভালো আছি ;;) ;;) ;;) । তোমরা ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সালাম ভাইয়া, :boss: :boss: :boss:
সিরাম হইসে। আপনাদের সাথে সাথে থাকতে থাকতে আমার ভাষা ও ক্যাডেটিয় হয়ে যাচ্ছে। 😀
পরিশেষে ভাইয়া আপনার সর্বাঙ্গীণ মংগল কামনায় আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি।
দিহান বৌদি,আপনাকে তো সেই কত আগেই ক্যাডেটদের জাতীয় বৌদি উপাধি দিয়ে দিয়েচি বৌঠান...খেয়াল করে দেকেননি বুজি? 😛
ভাবী আপনার সাথে আমার পরিচয় হয় নাই, আমি সামিয়া, ওরফে স্যামঝ্যাং, বড় ভাইরা আমারে আদর করে বোমাবাজ বলে ডাকে, যদিও আমি কোনদিন কাউরে খামচিও দেই নাই।
ভাবী :salute: :salute:
সামিয়া আপু তোমার সাথে পরিচয় না হলে ও, তোমাকে চিনবনা তাই কি হয়?
আমার একটা মাত্র আদরের ননদিনী। আসো আসো :hug:
দেকেচি দেকেচি ঠাকুরপো, তোমার বউঠান সবি খেয়াল করেচে। 🙂
তোমাকে কালকে খিচুড়ী খেতে ডেকেচিলাম, আসোনি কেন?
হচ্ছে কি, আকাশ ঠাকুরপো কে দেখি খুব জালানো হচ্ছে? 😛
ভাবি... আপনি আগুনে ঘি ঢাইলেন নাআআআআআআ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি ঘি দিয়ে রান্না করতে খুব পছন্ড করি। 😀
তাই বলে আগুনে ঘি? তাও তোমাকে, এটা তুমি কি বল্লা? 😮
আমি কি তা করতে পারি? :-/
আমিও খাপো
আপনাকে মাসরুফ এর অসুখ কখন ধরলো? 😕
মাসরুফ টা আবার কে? :)) ওর নাম তো মাস্ফু। =))
ওই হল, আমি ঠাকুরপো কে ওই নামে ডাকি কিনা। 😛
:(( বিসিএসে ঠোলা হইলে আমিও কালাকুর্তা বাহিনীতে যাপো :((
ঠাকুরপো , এত কান্দো কেন? 😮
তা হইতে পারবেন আশা করি মাস্ফু ভাই,কিন্তু বিপদ একটাই,আপনে ঠোলা হইলে আপনার কনস্টেবল গুলা রেশন পাবে কিনা সন্দেহ!
:)) =))
থ্যান্ক উ ভাবী। আপনার মন্তব্যগুলো পড়ে তাই মনে হয়। চিন্তার কিছু নাই। আমার বউও হাফ ক্যাডেট। আমার বন্ধুদের অনেক আড্ডায় আমি যেতে না পারলে ওই প্রতিনিধিত্ব করে।
একটা তথ্যও এই ফাঁকে আপনাকে গোপনে জানিয়ে দিই, বন্ধুদের মধ্যে আমি সবার আগে বিয়ে করেছিলাম, ছাত্র বয়সেই.............. 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 😮 সানা ভাই ক্যাডেট অবস্থাতেই বিয়া করছিলেন????কন কি!!!!!
ওই ব্যাটা ছাত্র বয়স কি খালি ক্যাডেট কলেজেই থাকে নাকি? এর পরে আর পড়ি নাই!! বড়ভাইকে নিয়া অপপ্রচার!! লাগা :frontroll: আগামী সাতদিন। অ্যাডজুটেন্ট নজর রেখ। ব্যাটা আবার ফাঁকিবাজ কিনা............ 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জি স্যার, বড়ই বেদ্দপ হইয়া যাইতেছে এই মাস্ফ্যুটা, আমি দেখতেছি স্যার, আপনি টেনশন নিয়েন না।
ওই মাস্ফ্যু লাগা :frontroll: পুরা টার্ম।
সালাম অ্যাডজুটেন্ট ভাইয়া, আপনার সাথে তো পরিছয় হলনা। যদিও আপনি আমাকে শেয় পরথম থেইক্কাই চিনেন নিশ্চই 😀
ওয়ালাইকুমসালাম ভাবী, আমি অ্যাডজুটেন্ট - ডিসিপ্লিন দেখি। ডিসিপ্লিন এর কোথাও কোন হেরফের হলে আমাকে জানাবেন।
আর ইয়ে, মানে, ব্লগের সদস্যরা আমাকে স্যার ডাকে (সিনিয়ররা ছাড়া) :-B
খুব ই দুঃখিত স্যার, এখন থেকে আর ভুলে হবেনা। :salute:
ডিসিপ্লিন এর হেরফের দেখলেই আপনাকে জানাব।
সকালের চা খাওয়া হয়েছে তো, নাহলে :teacup:
স্যার, আপনি রেস্ট নেন। ওই মাস্ফু, কি করতে হবে আশা করি বলে দিতে হবে না।
সালাম ভাইয়া, আপনার কাছে দেখি কিছুই লুকানো নেই, :shy:
কামস ভাইয়া টা না :bash:
এরপর ও ভাবী? ঠিক হ্যায়, ভাইয়া ; তাই বলে আবদার করা কমাব না কিন্তুক 😀
গোপন তথ্য বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 🙂
এইমাত্র খেয়াল করলাম!! ~x( আরেকটু চেষ্টা করেন ভাবী। 😀 তাইলে ফুল ক্যাডেট হয়ে যাবেন। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া চেষ্টা করছি, বাকিটা আপনাদের দোয়ায়। 🙂
:clap:
;))
😀
😡
তোর আবার কি হইল, যা লং আপ হয়ে থাক মাথা ঠান্ডা হয়ে যাবে :grr:
🙁