আমার মনে কোন গহনে
অচিনপুরের কোন সে বনে
আমার আমি চুপটি করে থাকে
এই আমি না
ওই তুমি না
এই জগতের আর কেউই না
সঠিক করে চিনতে পারে তাকে
আমার আমি চুপটি করে থাকে।
- * * *
কেউ তো তারে চিনতে নাহি পারে
হৃদয় দুয়ার নাড়া দিয়ে
এদিক ওদিক ঘুরে গিয়ে
যায় ফেলে যায় আমায় বারে বারে।