আমার মনে কোন গহনে
অচিনপুরের কোন সে বনে
আমার আমি চুপটি করে থাকে
এই আমি না
ওই তুমি না
এই জগতের আর কেউই না
সঠিক করে চিনতে পারে তাকে
আমার আমি চুপটি করে থাকে।
- * * *
কেউ তো তারে চিনতে নাহি পারে
হৃদয় দুয়ার নাড়া দিয়ে
এদিক ওদিক ঘুরে গিয়ে
যায় ফেলে যায় আমায় বারে বারে।
কেউ তো তারে চিনতে নাহি পারে।
- * * *
কেউ তাহাকে চিনতে পাবে কবে-
আমার আমি তখন তাহার হবে।
রচনাকালঃ ১৯৯৬/১৯৯৭
এবারেও গোল 😀
😡
You cannot hangout with negative people and expect a positive life.
@ আমিন :clap: সন্দর গোল
@ আপুঃ হাসতেছি
পড়তে মজা লাগছিল। অনেকটা এমন-
ভালো লিখেছ ভায়া :thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ আপু।
আমার সবথেকে ভালো লাগলো প্রথম অংশটা।
পিচ্চিকালে এতো ম্যাচিউর লেখা!
বেশে বেশ।
ধন্যবাদ নূপুর ভাই।
ছোটবেলার লেখাগুলো পড়লে হাসি আসে। কয়েকটা ছাড়া। তারমধ্যে এইটা একটা।
ভালো মত বুঝি নাই। তবে ভালৈ মনে হয়....
অত কঠিন কোন মানে মনে নিয়ে লেখি নাই।নাম থেকেই অর্থ বুঝে নাও।
......ছোটবেলায় বড়দের কবিতা লেখার চেষ্টা।
খানিকটা "আপনাকে আমি খুজিয়া বেরাই" টাইপের কবিতা। খুব ভালো লেগেছে।
ধন্যবাদ শার্লী।