আমার ছোটবেলার কবিতা – মানসী

আমার মনে কোন গহনে
অচিনপুরের কোন সে বনে
আমার আমি চুপটি করে থাকে
এই আমি না
ওই তুমি না
এই জগতের আর কেউই না
সঠিক করে চিনতে পারে তাকে
আমার আমি চুপটি করে থাকে।

  • *  *  *

কেউ তো তারে চিনতে নাহি পারে
হৃদয় দুয়ার নাড়া দিয়ে
এদিক ওদিক ঘুরে গিয়ে
যায় ফেলে যায় আমায় বারে বারে।
কেউ তো তারে চিনতে নাহি পারে।

  • *  *  *

কেউ তাহাকে চিনতে পাবে কবে-
আমার আমি তখন তাহার হবে।

রচনাকালঃ ১৯৯৬/১৯৯৭

১,০৬৯ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “আমার ছোটবেলার কবিতা – মানসী”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    পড়তে মজা লাগছিল। অনেকটা এমন-

    "সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা
    সে যে নাগাল পেয়ে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা।
    ... ... ... ...
    তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে-
    যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে।"

    ভালো লিখেছ ভায়া :thumbup:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।