ভালোবাসায়
সুখ যে নারীর,
তাহার চুড়ির ,
জরিগুলো
মাখবো মুখে
থাকবো সুখে।
সুখ ফুরোলে
যুদ্ধ এলে
দেশের ডাকে
রেখে তাকে
যুদ্ধে যাবো
কাঁদবে না সে
ভালবাসায়-
বাঁধবে না সে
যুদ্ধ শেষে
ফিরে এসে
দেখবো তাকে
আমায় দেখে
মুখ লুকোবে
আমার বুকে।
থাকবো সুখে!
হরতালের দিন পরপর দুইটা গোল 😀 😀
কবিতা পছন্দ হইছে-খুব!! :clap: :clap:
মুশকিল হচ্ছে জীবন এমন সতত সুখের হয়না।
যুদ্ধের হিসাব নিকাশ অনেক কঠিন।
এই সব ছুডু ছুডু পোলাপাইন্ডি এক্কেরে নষ্ট হইয়া গেল!
You cannot hangout with negative people and expect a positive life.
আমরা ছোট থাকতে অনেক ভালো ছিলাম তাই না জিটুপি? B-)
কবিতার ছন্দটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নূপুরদার সাথে একমত।