জেনো, এই আমিই..
তোমার মাঝরাতের,চোখ পালানো ছন্নছাড়া-ঘুম।
জেনো, এই আমিই..
তোমার কপোলে,নীল জোছনার নিষ্পাপ-চুম।
খুঁজে পাবে আমায়..
তোমার জানালায়, আর ওই খোলা-বারান্দায়।
খুঁজে পাবে আমায়..
তোমার ভর-দুপুরের,ক্লান্তি আর খানিক-তন্দ্রায়।
জানি আমিই তোমার..
চোখের কোণে,শুকিয়ে যাওয়া অশ্রু-জল।
জানি আমিই তোমার..
মনের জলে, দোলা দেওয়া অভিমানী-ঢল।
দেখো আছি আমি..
তোমার ছাদের,শেষ বিকেলের উদাস-হাওয়ায়।
দেখো আছি আমি..
তোমার টবের,সদ্যফোটা লাজুক হাসনা-হেনায়।
হতে পারি আমি..
তোমার কপালে,সবুজ জামার ম্যাচিং-টিপ।
হতে পারি আমি..
তোমার মুঠোফোনে,হঠাৎ বাজা এসএমএস-বিপ।
মেয়ে,আমিই তোমার …
বইয়ের ভাজে,লুকিয়ে রাখা ময়ূর-পালক।
মেয়ে,আমিই তোমার….
ছেলেবেলার,হারানো সেই বিষন্ন-বালক।
* * * * * * * * *
আমি আছি –কাছাকাছি
তোমার
মন ঘেষে আছি।
আমি আছি –মিশে আছি
তোমার
হৃদয় মাঝা-মাঝি।
🙂
চলো বহুদুর.........
মাস্ফুদার কাহিনি পড়ার জন্য ব্লগে ছিলাম,সেই উছিলায় পরথম :goragori: :goragori: ।মেলাদিন পর ফার্স্ত হইলাম,সিরাম লাগতিছে...।।এই দিনে সেই পোষ্টটা আবার এনে দেই,দাদা মাফ কইরেন...... :p ।
চলো বহুদুর.........
//cadetcollegeblog.com/zihad/1166
চলো বহুদুর.........
:teacup: চা খাও ..!!
রিফাতের এই লেখাও কি কোনো বিশেষ :just: ফ্রেন্ডের উদ্দেশ্যে লেখা নাকি?
You cannot hangout with negative people and expect a positive life.
বুঝলাম না আপু 🙁 ..আমার কোনো লেখা কি :just: ফ্রেন্ডের উদ্দেশ্যে ছিল ??
ইহা :just: .... :shy: :shy: উদ্দেশ্যে লেখা ...
রিফাত, তন্ময়ের দেয়া লিঙ্কটা পড়, টিউব লাইট!
You cannot hangout with negative people and expect a positive life.
হে হে টিউব লাইট ...!! 🙂
তাও তো এখনো বাতি জ্বলে :((
আসলেই খিয়াল করি নাই......কবে যে ফিউজ কেটে যাবে ..চিন্তার বিষয় ~x(
দোস্ত অনেক ভালো হইছে :thumbup:
কবিতা ,গানের লিরিক ও বলা যায় । কীপ ইট আপ ।
অ .ট. প্রেম করো নাকি মামা ? 😛
থাঙ্কু দোস্ত ... 🙂
ইহা মূলত লিরিক ...!!
অ:ট: :shy: 🙂
লেখা ভালো ছিল, কিন্তু
এই লাইনগুলা একটু বাংলা ছিনেমা মার্কা হইয়া গেসে...খারাপ না!
You cannot hangout with negative people and expect a positive life.
হুম বুঝতে পারছিলাম ....একটু ঘুরায়ে প্যাচায়ে লিখার চেষ্টা করছিলাম ....তবু ধরে ফেললেন 🙁 তবে সিনেমায় এভাবে হয়ত লিখ্তনা ....
মনের মাঝে আছি ...হৃদয় জুড়ে আছি .....এভবে লিখত (আমার ধারণা )
খারাপ লাগলে বাদ দিয়া দিব ??
আরে নারে বোকা, বাদ দিবা ক্যান! নিজের লেখা হচ্ছে গর্ভজাত সন্তান। প্রচন্ড প্রসব বেদনার পর ভূমিষ্ট হয় একেকটি কবিতা, লেখা। তবে সব মায়েরাই যেমন চান তার সন্তানটি সেরা হোউক, তেমনি লেখক বা কবির চেষ্টা থাকে তার পাঠোকের তার লেখার প্রশংসা করুক। তবে তারপরও কথা থাকে, কবিতা হচ্ছে আন্ডারওয়েরের মত। একান্তই নিজের 😛 । অন্তত আমার এটা মনে হয়। আর্টিস্টরা যেমন রঙ তুলি দিয়ে কিছু একটা আকিবুকি করে দিয়ে মনের কঠিন ভাব প্রকাশ করে ফেলে, অনেকটা তেমন আর কি! তোমার কাছে ক্লিয়ার থাকলেই হোলো।
You cannot hangout with negative people and expect a positive life.
:clap: :boss:
চলো বহুদুর.........
সুন্দর ব্যাখ্যা ... :clap:
ধন্যবাদ আপু....!
ইসসিরে...............মোবাইল নাম্বারটা যদি পাইতাম!!!!!!!!! :((
চলো বহুদুর.........
x-( x-(
গোস্ত বেশি খাইছ মনে হয় ..লাগাও কয়টা :frontroll:
রিফাত তুমি রাগ কর ক্যান? ওতো তোমার এসএমএস প্রেরকের নাম্বার চায় নাই! ও চাইসে ও যার এসএমএসের আশায় থাকে তারটা!!
You cannot hangout with negative people and expect a positive life.
এইতো আমার বইনডি আমার দুক্ষটা বুঝবার পারছে,মাগার আর কেও বুঝলনা 🙁 🙁
চলো বহুদুর.........
কইতে যাইয়াতো আপ্নেই দিয়া দিলেন :khekz: :khekz: ...।তা যাউগগা ঝামেলা কইরা কাম নাই.... :frontroll: :frontroll: :frontroll: ।তয় এডি প্রায় ডেইলি দিতে দিতে আর কুনো কিছু মনেই হয়না........ :grr: :grr: ।
চলো বহুদুর.........
x-( :gulli2: :duel:
বড় হও......এস এম এস, কল সব পাবা .....!!
আসলেই এখনো কিছু শিখতার্লামনা............. :(( :((
চলো বহুদুর.........
ওরে রোমান্স ! :shy:
ভালো ছিল । :thumbup:
কোরিয়ান মাইয়ার প্রেমে পড়ছ নাকি ? :dreamy:
আমার snsd এর মাইয়া গুলারে খুব ভালো লাগে । 😡
:shy:
থাঙ্কু ... 🙂
মামা কোরিয়ান মাইয়ারা কি টিপ কি জিনিস জানে ?? 🙁
বুঝতে পারলাম তুই খাঁটি বাঙ্গালী মাইয়ার প্রেমে পড়ছস । :thumbup: :thumbup:
তো সেই টিপ পড়া মাইয়া টা কেডা ? ;;;
জনৈক বঙ্গদেশীয় ললনা ...!! 🙂
চুরি হওয়া পলাতক ঘুম..... কেমনে সম্ভব কবিয়াল?
এইটা নিয়া আমিও ধান্দায় পরছিলাম ... 🙂
এইখানে ঘুম-চোর কে সেটা বলা যাচ্ছে না... কিন্তু ঘুম নিজেও চুরি হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছে ....আসতে চাচ্ছে না ...সেই সুত্রে পলাতক ...!
:clap: :clap:
চলো বহুদুর.........
রিফাত মনে হয় আজকাল কোন ললনার সংগ পাচ্ছে নইলে এত সুন্দর কবিতা আসে কোত্থেকে??? :clap:
:thumbup: :thumbup:
🙁 সঙ্গ আর পাইলাম কই??..
মাঝখানে আড়াই হাজার মাইল দুরত্ব .... :(( ~x( (সম্পাদিত)
চালিয়ে যাও রিফাত।
সুরটাও দিয়ে দাও!
অনেক গান জমে গেলো তো।
ধন্যবাদ দাদা .... 🙂
সুর ধরে রাখতে পারিনা ....
সুর কেমনে দেয় !! ~x(
:clap: :clap: :clap: :clap: :clap: 😀
🙂 😀
নিজের লেখা হচ্ছে গর্ভজাত সন্তান। প্রচন্ড প্রসব বেদনার পর ভূমিষ্ট হয় একেকটি কবিতা, লেখা। তবে সব মায়েরাই যেমন চান তার সন্তানটি সেরা হোউক, তেমনি লেখক বা কবির চেষ্টা থাকে তার পাঠোকের তার লেখার প্রশংসা করুক। তবে তারপরও কথা থাকে, কবিতা হচ্ছে আন্ডারওয়েরের মত। একান্তই নিজের 😛
:boss: :clap: :clap: :boss:
অই জুলফি, আমার লাইন মারসস, কোট করস নাই কেনু? :gulli2: :gulli: :gulli2:
এখন ১০ টা ফ্রন্টরোল দে। :gulli2: :gulli2: :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
আপ্নেরেদেখলেতোমনেহয়না"নারীঅবলা", বাপ্রেবাপ।
:boss: :boss: :boss: :salute: :salute: :salute:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিবরিয়া, নারী অবলা হলে আন্টি (তোমার আম্মু) তোমাকে জন্ম দিতে পারতো না।
You cannot hangout with negative people and expect a positive life.
:thumbup: :thumbup:
কি রিফাত কবিতা লিখা শুরু করলে নাকি ?
তুমি আগে গান লিখতে না ?
যাই হোক কবিতা যদিও ভাল বুঝি না তবে মনে হয় ভাল ছিল ।
লিখে যাও ।
তোমার কমেন্ট এত দিন পর দেখলাম 🙁
আছ কেমন ??
এইটা কবিতা গানের মাঝামাঝি ....আমি গান হিসেবেই লিখি
কবিতা আমিও বুঝিনা 🙁