শব্দগুলো সব উঠে আসছে, বিমর্ষ অভিমানী বাংলা ভাষা আমার। এত শ্রম দিয়ে এত যতনে লেখাটিকে সাজালাম, শব্দে বাক্যে খেলিয়ে কবিতা বানালাম, গান এনেছিলাম কণ্ঠে, অশ্রুপ্রবণ দুটো হৃদয় নিয়ে উপন্যাস লিখেছিলাম, টুসকি বানালাম, ছবিতে ছবিতে ভরিয়ে সেদিনের বেড়ানো, পিকনিক মাতালাম তবু আমার লেখা থেকে শোকার্ত সব শব্দেরা মিছিল করে কালোব্যাজ নিয়ে বেরিয়ে আসছে কেন। সামান্য লেখক আমি, যে কোন লেখায় একটি শব্দ কি মাত্রা উল্টে পাল্টে গেলে কি ভীষণ বিভ্রান্তি হতে পারে আমার থেকে বেশি কে জানে। তাই ওদের কাছে ছুটে যাই, মিনতি করি পায়ে পড়ি। ওরা তবু নিশ্চুপ, নির্বিকার। মৃতের মতো আত্মায় একেকটি অক্ষর ভেসে উঠেই হু হু করে মিলিয়ে যাচ্ছে অনন্তে।অসহায় আমি হাওয়ায় মিছেই লাফিয়ে মরি, কাউকে ছুঁতে পর্যন্ত পারিনা।
স্বর কি ব্যঞ্জন বর্ণ, আ্-কার ও উ-কার -হ্রস্ব বা দীর্ঘ, কি যুক্তাক্ষর, সক্কলে আমাকে, আমার সমস্ত লেখাগুলোকে ছেড়ে যাবার আগে শেষবারের মতো অশ্রুসজলচোখে বলেছিলো:শুধু যদি বানানটা নিয়ে একটু যত্নবান হতে!
পুনশ্চ: একটি প্রতিনিধিত্বশীল সৃজনশীল ব্লগ হিসেবে আমাদের লেখায় বানানভুলের হার আশংকাজনক। বাংলা একাডেমী বানান অভিধানের কি কোন ইন্টারনেট সংস্করণ রয়েছে? সিসিবি-তে কি লিংক হিসেবে জুড়ে দেয়া যায় লেখক-পাঠকদের সুবিধার্থে?
অসাধারন অ্যাপ্রোচ ভাইয়া। ইস সবাই যদি আপনার মত করে ভাবতো।
আপনার কাছে অনেক কিছুই শিখার আছে দেখছি। :hatsoff:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ,
তুমি চুপচাপ কেন? অনেকদিন তোমার লেখা পাইনা.....
এইখানে একটি কথা আছে। ভাষা একটি চলমান বিষয়। যদি তা না হতো, তাহলে আজকের বাংলা ভাষায় আমরা কিভাবে কথা বলতাম?
তবে আমার মনে হয় সিসিবিতে বাবান ভুলের বড় দায় অন্যখানে। লেখার পদ্ধতি একটু জটিল কিনা!
ভাইয়া আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। চলমান বিষয় এর সাথে বানান ভুল এর ব্যাপারটা বুঝিনি। একটু বড় করে কমেন্ট করলে ভাল হত।
আর বানান ভুলের কারণ হিসেবে আপনি কি মনে করছেন সেটা জানতে পারলে সিসিবি মনে হয় ভুল দূর করতে উদ্যোগ নিতে পারত।
মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ নাঈম।
চলমান বাংলা ভাষা ( বা যে কোন ভাষা)-র বিপত্তির কিন্তু অনেকটা সমাধান দিয়েছে বাংলা একাডেমি বানান অভিধান, যেমন: পাখি ( পাখী নয় আর)। তেমনি বাড়ি। তাছাড়া আমরা আর 'সূর্য্য' লিখিনা, লিখি সূর্য। বাংলা একেডেমি-প্রণীত বানান আমার কাছে অত্যন্ত আধুনিক মনে হয়েছে।
কিন্তু প্রসংগটি এখানে নয়। আমরা যে বানানভুল গুলো করি সেগুলো খুব মামুলি। যেমন: ভুল বানানটাই 'ভূল' লিখি।
কিছু সাম্প্রতিক ভুল বানান উদ্ধৃত করা যাক তাহলে :
পূনর্মিলনী, দুঃক্ষ, সংঙ্গা, ব্যাস্ত, ব্যাক্তি, প্রানবন্ত, মরন, আধুণিক, ঝড়ে (ঝরে পড়া অর্থে),
পড়া ও পরা (একের অর্থে অন্যটির ব্যবহার, ব্যাবহার, বেঁচাকেনা..... ইত্যাদি ইত্যাদি।এসব কি আর বাংলা টাইপ করার সমস্যা?
আমার কাছে মনে হয় আমাদের বানানভুলের জন্য দায়ী প্রধানত সিরিয়াসনেসের অভাব।ভাষার আধুনিকায়ন হবেই।কিছু রীতি পাল্টাবে।তবু আমাদের কি উচিত নয় একটিই মান রক্ষা করা? যেমন: 'দুর্গত' কখনোই ঊ-কার হবেনা, আবার 'দূরাগত'-এ সবসময় হবে। এগুলো পাল্টানোর কারণ দেখিনা।
তাই বলে মিরা গেলাম আর পিরা গেলাম কি বানানভুলের দায়ে দুষ্ট হবে? আমাদের সাধারণ বুদ্ধি কি বলে?
-r Theke
বাদ দিয়ে পড়তে হবে। (সম্পাদিত) (সম্পাদিত)
এহ আইছে লেকচার দেনেওয়ালা একখান
তুই বুঝসনা এইটা ক সিদা, জ্ঞান ঝাড়তে হইবো না। আর তোর নাম বাংলায় লিখ, একগাদা কথা ঝুলায় রাখছিস নিজের প্রোফাইলে, খালি বিয়া কবে করছিস এইটা লিখিস নাই, সেইটাও লিক্ষা ফেল। :grr:
অফটপিকঃ এইগুলা নঈম রে কইলাম
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার অনেক বানান ভুল হয়, জানি আমি। আমার বাংলা অভিধান নেই। কি যে করি। খুব লজ্জার ব্যাপারটা।
আমার বন্ধুয়া বিহনে
কই। তোমার বানান ভুলের হার খুবই কম।
🙁 = আমি বানানে খুব কাঁচা।
You cannot hangout with negative people and expect a positive life.
এ মন্তব্যে কোন বানান ভুল নাই! 🙂
বানান ভুলের কারণ গুলো বের করা যাক ।
১। টাইপিং মিসটেক। এটা নিয়মিত বাংলা টাইপ করলে ঠিক হয়ে যাবার কথা এবং লেখার পর নিজের লেখা যদি পাবলিশে পাঠাবার আগে একবার দেখা যায় তাহলে ঠিক করা যায়। আমার ধারণা ৭০% ভুল ই একবার পাবলিশের আগে নিজে পড়ে নিলে ঠিক করা যায়।
২। বানান না জানা বা ভুল জানা। এটা কিছু করার নাই ডিকশনারী দেখা ছাড়া। আমরা একে অপরকে এই ভুলে সহযোগিতা করতে পারি। যেটা বোঝাই যায় যে টাইপিং মিসটেক সেটা না ধরে শুধুমাত্র এইরকম ভুল গুলো সংশোধনী দেওয়া যেতে পারে।
৩। যুক্তাক্ষর গুলো আসলে কিসের কিসের মিলনে হয়েছে তা না জানা। যার কারণে লেখার সময় ঠিক মত লেখা গেলেও টাইপিং এ এসে প্রবলেম হয় । যেমন ক্ষ হচ্ছে ক+ষ এর যোগ এটা জানা থাকলে টাইপিং এ খুব সহজে ক্ষ আনা যায় কিন্তু জানা না থাকলে বেশ বিপদ।
আরো অনেকে যদি সহযোগিতা করেন তাহলে বানান ভুলের কারণ গুলো আগে আমরা বের করতে পারি। এরপর কোন কারণ কিভাবে দূর করব সেটা ঠিক করা যায়।
যেমন আমার এখানে ৩ টা কারণের প্রথমটা খুব সহজে সবাই যত্নবান হলে দূর করা যায়।
সবাই মিলে কারণ এবং উপায় বের করি ।
ভালো পর্যবেক্ষণ তপু।
আসলে সিসিবি এক্কেবারে নির্ভুল বানানে পরিপূর্ণ একটি ব্লগে পরিণত হয়ে উঠুক এটা চাইছি প্রাণপণে।
এর চেয়ে সুন্দর ভাবে এই কথা গুলো কেউ বলতে পারতোনা।
অঃটঃ প্রথম প্যারার শেষ বাক্যে প্রথম শব্দটা কি 'আসহায়' নাকি 'অসহায়' হবে?
ধন্যবাদ রেশাদ। শুধরে দিলাম।
এই লেখাটি পোস্ট করার সময় সচেতন থাকার চেষ্টা করেছিলাম যাতে কোন বানান ভুল না থাকে। তবু দৃষ্টি এড়িয়ে গেলো। এটিও একটি বড় কারণ বানান ভুলের, যাকে আমরা টাইপো বলে থাকি।
অনেকদিন ধরেই ভাবছিলাম একজন বানান প্রিফেক্ট থাকলে ভালো হতো যে ভুল বানানগুলো ধরিয়ে দিবে। আমার নিজের ক্ষেত্রে একটা সমস্যা হতো। তা হলো ঠিক বানানটা জানার পরও মাথায় গেঁথে(?) যাওয়া পুরোনো বানানটাই অভ্যাসবশত লিখে ফেলছি। পরে দেখলাম নিজের কাছে একটা বানানের ডায়েরী রাখলে যেখানে ভুল বানানটা ঠিক করে লিখলে উপকার দেয়। তারপর টাইপিং সমস্যা আছে। যেমন উর্বধ ঠিক করে ্লিখতে গেলে ব আর ধ যুক্ত করবো কী করে?
অঃ টঃ নূপুরদার পোষ্টে এতোটুকু লিখতেই আমার হাত-পা কাঁপছে বানানের ভয়ে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু এভাবে লেখা যায়ঃ উর্দ্ধ (উ+র+র+দ+দ+হ)
🙁
গেঁথে : বানান ঠিক আছে। 🙂
দুর্দান্ত সময়োপযোগী পোষ্ট। কেবল বানান ভুলের জন্যও অনেক সময় মানসম্মত কিছু লেখার গ্রহণযোগ্যতা হ্রাস পায়। বাংলা একাডেমীর অভিধানের সম্ভবত এখনো অনলাইন সংস্করণ বের হয়নি। আমি মাঝে মাঝে এই অভিধান (অনলাইন) ব্যবহার করে থাকি। এটার ইংরেজি-বাংলা এবং বাংলা-ইংরেজি দু'ধরনেরই অনলাইন সংস্করণ রয়েছে।
অনেক সময় অনিয়মিত ব্যবহার এবং হয়তো আরও নানা কারণে বানান ভুল হতে পারে। আমার ব্যক্তিগত একটা সাজেশন হলো, আমরা যদি ব্লগ-পোষ্টগুলোতে সাগ্রহে ত্রুটিযুক্ত বানানগুলো ধরিয়ে দেই; তাতে কেবল লেখক উপকৃত হবেন না, বরং পাঠকদের যাদের চোখে ঐ পরিবর্তিত বানানগুলো পড়বে, তাদেরও শুদ্ধ বানানগুলো জানবার সুযোগ আসবে।
এছাড়া অমিক্রন ল্যাব থেকে প্রকাশিত অভ্র কীবোর্ডের সর্বশেষ বিটা সংস্করণে একখানা বাংলা বানান চেকার (Avro Spell Checker) নামে। অভ্র কী-বোর্ড ৫.০.৮ (পাবলিক বিটা ৪) নামের এই বিটা ভার্সন ডাউন লোড করা যাবে এখান থেকে। এর সাথে স্বয়ংক্রিয়ভাবেই বানান চেকার ডাউন লোড হবে।
মায়ের ভাষা বলে কথা, আসুন না আরেকটু যত্নশীল হই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক ধন্যবাদ রকিব। এই বানান চেকারটা কি সিসিবিতে কোনভাবে ইনটিগ্রেটেড করে দেয়া যায়?
একখান বাংলা একাডেমি বানান অভিধান জোগাড় করতে হচ্ছে। আগেরটা কে জানি মেরে দিয়েছে।
অত্যন্ত কাজের পোস্ট।
খুবই একমত।