ফিরছে পাখিরা তাদের আপন নীড়ে
সন্ধ্যা আসছে নেমে নদীর তীরে।
ক্লান্তিতে নুয়েছে সব গাছের পাতা
রঙ্গিন বসুধা মেলেছে গোধুলির খাতা।
আধো আলো আধো কালো আর আধো ছায়া
নদীর স্রোতে জেগেছে এক অপরূপ মায়া।
নীলাকাশ ছেয়ে গেছে আগুনের লালে
সেউতি জ্বলছে যেন ঢেউয়ের জলে।
নিশাচরেরা উঠছে জেগে পাতার ফাঁকে
পালের নৌকা ভিড়ছে তটিনীর বাঁকে।
সন্ধ্যাটা যেন এক স্বপ্নীল আভাস
তীরেতে বইছে হিমেল ফাগুনের বাতাস।
দিগন্তে মিশেছে ঘন আবীর মেঘ
চিত্তপটে উদয় হয়েছে নব ভাবাবেগ।
লহরী যাচ্ছে বয়ে নদী বুক চিরে
যাচ্ছে নিয়ে আমায় দূর স্বপ্নপুরে।
দিবসের সব রং হয়ে গেছে লীনা
কূলের প্রকৃতি যেন বাজাচ্ছে বীণা।
কী অপরূপ সুর আর কী তার ভাষা
সন্ধ্যা ফুরিয়ে যায় তবু পুরেনা আশা।
শিশিরকণা পড়ছে ঝরে নদীর জলে
গোধুলীর আলো পড়েছে শিশিরের কোলে।
নিরূপম অনুপম সুচারু শোভাময়
গোধুলির পারিজাত হায় ফুরাবার নয়।
ধীরে ধীরে সাঁঝবেলা ডুবলো আঁধারে
চাঁদ এসে উকি দিলো পুব নীলাধারে।
বিগত হল সন্ধ্যা তবু গত নয়
সে যে আজো রয়ে গেছে আমার হৃদয়ময়।
দোস্ত,
ভালো লাগলো। বিশেষত, শব্দচয়নগুলো বেশ নজর কাড়া। চালিয়ে যাও।
কয়েকটা বানানে বোধহয় একটু গোলমাল হয়েছে মাম্মাঃ
তটীনির => তটিনীর
চিত্তপটে => চিত্রপটে (এটা অবশ্য বানান ভুলও না বলা যায়, কারণ চিত্তপটেও হতে পারে)
পুরেন => পুরেনা
চিত্রপটে => নিরুপম
অণুপম => অনুপম
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি একাই এই দুনিয়াতে বানান ভুল করি না 😀
You cannot hangout with negative people and expect a positive life.
আমরা দেখি একই দলের =))
কিছুদিন যাবত যে লেখাই দিচ্ছি না কেন অনেকগুলো বানান ভুল পাওয়া যাচ্ছে। 🙁 এতে অবশ্য আমার কোন দোষ নাই। 😀 কলেজে আমাকে জোর করে বাংলা বানান কম্পিটিশনে পাঠানো হত আর আমি প্রত্যেকবার অত্যন্ত গর্বের সাথে সম্মানজনক তৃতীয় স্থান অর্জন করতাম। :tuski: সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত আমার এই সাফল্য অব্যহত ছিল। :awesome:
(জানিস তো কতজন অংশগ্রহন করে এই প্রতিযোগীতায়) :khekz:
দোস্ত, ভুল কম-বেশি সবারই হয়। ইনফ্যাক্ট, ভুল হয় বলেই আমরা শিখতে পারি। তুই কি অভ্রতে লিখিস? তাহলে বিটা ভার্সনটা (৫.০.৮) নামিয়ে নে। ওটায় একটা বানান-চেকার আছে। বেশ কাজে দেয়। লেখাটা :just: কপি-পেষ্ট করে ওখানে ছেড়ে দিয়ে Spell check Now ট্যাব এ ক্লিক করলেই হবে। অবশ্য সব বানান যে ওখানে পাওয়া যাবে তা না।
বানান ভুল হতেই পারে, তা শুধরে নিতে এবং দিতে আমরা সবাই একসাথেই কাজ করবো। কিন্তু থেমে গেলে চলবে না খোকা। :party:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ বন্ধু :boss:
গোধূলিঃ গোধুলি বোধ হয়।
সাঁজবেলাঃ সাঁঝবেলা
পূব: পুব [ 'পূর্ব' লেখার সময় ঊ-কার, 'পুব'-এর সময় উ।]
স্বপ্নিল: স্বপ্নীল
শিশির কণা: শিশিরকণা। এক শব্দে হবে।
স্বপ্ন পুরেঃ স্বপ্নপুরে
ধন্যবাদ ভাইয়া ভুলগুলো শুধরে দেবার জন্য 🙂
আমীন,
তোমাকেও অসংখ্য ধন্যবাদ বানানগুলো চটপট পাল্টে নেবার জন্য। বানান ঠিক করতে গিয়ে একটা আবার পাল্টে গেলো। এডিট করার সময় এটা হয়ে যায় অনেক সময়।
'স্বপ্নীল' হয়ে গেছে 'সপ্নীল'।
হা হা হা 😀
আপনার চোখ দেখি ভাই ব্যাপক শার্প :clap:
তোমার লেখা সর্বদাই বড় ভালা পাই। (নুপুদ্দা, বানান সব ঠিক ঠাক আচে তো? 🙁 )
You cannot hangout with negative people and expect a positive life.
আমি ধন্য হয়ে গেলাম :awesome: