সাথে থাকুন

ভালোবাসা মানে কি? আমাদের মত জ্ঞানী গুনী মানুষেরা এর উত্তরে তাদের জ্ঞানের ঝাপি খুলে দিবেন, আমি নিশ্চিত। তবে ভালোবাসা জিনিসটা আমার কাছে সবসময়ই খুব ঘোলাটে, খুব অস্পষ্ট। নিজেকে মাঝে মাঝে খুব আবেগহীন মানুষ বলে মনে হয়। ভালোবাসা ধরে রাখতে পারি না, ভালোবাসা একটানা দিয়েও যেতে পারিনা কেন জানি। বিশেষ করে আজকাল্কার এই প্রযুক্তি নির্ভার দিনে যাখানে সবাই হাপিয়ে উঠার সময়ও পাচ্ছে না যুগের সাথে তাল মিলাতে মিলাতে- কোন কিছুই ঠিক চিরন্তন না, ভালোবাসাও মনে হয় খুব অস্থিরতায় ভরা।

দেখলেন তো, কি সব কঠিন কঠিন কথা বলে বোর করছি! আর এইজন্যই আমি বড়দের খুবই অপছন্দ করি, চান্স পেলেই আমরা নিজেদের জ্ঞান-গর্ভ ফিলোসফি ফলানো আরম্ভ করে দেই। শিশুরা এইদিক থেকে অনেক নিরাপদ (!) আর সরল। তবে মাঝে মাঝে এরাও অনেক জটিল জটিল সব দর্শন আমাদের সামনে উপস্থাপন করে। এই যেমন, ভালোবাসার সংজ্ঞা আমার এ্যান্টেনার উপ্রে দিয়া যায় সবসময়- কোন ডেফিনেশনই মনপুত হয় না। অথচ সেদিন আমার চার বছরের পুচকে মেয়ে আমাকে কত সহজ করে বুঝিয়ে দিল ব্যাপারটা, “ভালোবাসা মানে মায়ের সাথে বেবীর থাকা।”… আরেহ্‌ সত্যিই তো। ভালোবাসা তো আর কিছুইনা, ভালোবাসার মানুষের সাথে থাকা, কাছে থাকা বা থাকার ইচ্ছা। যতক্ষন সেই ইচ্ছা আছে ততক্ষন ভালোবাসা আছে কত সিম্পল আর কত সরল উত্তর।

আর এই কারণেই সিসিবির সাথে থাকার ইচ্ছেটা আরেকবার মাথাচড়া দিতেই বুঝলাম, এরই নাম ভালোবাসা! তাই দেখতে খুব ভালো লাগছে, এই ভালোবাসার টানে সবাই আবার ফেরত আসছে সবাই। সাথে থাকুন।

ভালবাসা মানে মা\'র সাথে বেবীর থাকা

২,৯০৮ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “সাথে থাকুন”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    চমৎকার :clap: :clap: :clap:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)
    ভালোবাসা তো আর কিছুইনা, ভালোবাসার মানুষের সাথে থাকা, কাছে থাকা বা থাকার ইচ্ছা।

    দামী কথা...লাইক!


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    এত্ত কিউট লাগল ক্লিপটা। মাশা আল্লাহ।
    ভালবাসার সংজ্ঞাটা অনেক ভাল লাগছে। আমিও এখন ভালবাসার মধ্যে আছি। আমার মা আমার সাথে। বহু বহু বছর পরে মায়ের সাথে বেবী আছি (ভালবাসায় আছি) ।

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)
    ভালোবাসা তো আর কিছুইনা, ভালোবাসার মানুষের সাথে থাকা, কাছে থাকা বা থাকার ইচ্ছা।

    আহা...কতই না সত্য কথা! প্রচন্ড উদাস হয়ে গেলাম... 😛

    ভাতিজীর জন্য অনেক অনেক আদর। 🙂

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    পিচ্চি মেয়েটা এত্ত কিউট কেন!!!!! 😀 😀
    ভালোবাসার টানেই সাথে থাকুন সবাই; সিসিবি ড়কায়!!!!!!!!!!!!!!!!!!!!
    এট্টু নাইচা নেই :tuski: :tuski: :gulli2: :tuski: :tuski:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. আহমদ (৮৮-৯৪)


    ভালবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি
    ভালবাসা মানে এলো চুলে মাতোয়ারা
    ভালবাসা সময় থামার আগেই
    ভালবাসা তোমার শুরু আমার সারা

    তোর লেখাটা খুব ভাল লেগেছে আপু।
    তোর বেবীর জন্য আমাদের সবার ভালবাসা। (সম্পাদিত)


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।