ব্যস্ততা

“শীতে কাপছি তো!”
“তা আমি কি করতে পারি?”
“আমায় জড়িয়ে ধর…”
“ইসসসস… আমার বয়েই গেছে!”
“তোমার মায়া দয়া বলতে কিছু নেই? তুমি কি মানুষ?”
“না, আমি মানুষ না। আমি প্রেমিকা…”

এই বলে হুমড়ি খেয়ে পড়ে নাগিনীর মত বিষ ছড়াতে ব্যস্ত হয়ে গেলো প্রেমিকাটি।

৫,২৪৫ বার দেখা হয়েছে

৬৩ টি মন্তব্য : “ব্যস্ততা”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    বুঝলাম না!!
    মাথার উপ্রে দিয়া গেল। :-/
    তয় কিঞ্চিত শীত কমে গেল মনে হয়।। 😀 😀


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. কিবরিয়া (২০০৩-২০০৯)

    আর এইরাম ডজিং পোষ্টের লাইগ্যা আপ্নের ব্যাঞ্ছাই।।

    আপ্নেও তারকা ব্লগার হইছেন বুঝা গেল। 🙁 🙁


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    পূর্ণেন্দু পত্রীর 'কথোপকথনের' একটা অবয়ব পাওয়া যাচ্ছিল লেখাটায়, সবে জমে উঠেছে ওমনি রাশ টেনে ধরলেন :(( !!
    অফটপিকঃ আপু, শিরোনামের ব্যাস্ততা বানানটা বদলে ব্যস্ততা করে দিয়েন। আর কাপছি তে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে নিয়েন (কাঁপছি)।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    প্রথমেই 'ব্যাস্ততা' শব্দে ধাক্কা খাইলাম।বলতাম,কিন্তু রাকিব্ব্যা বইলা দিছে তাই চেপে গেলাম। অতি ব্যাস্ততায়(!!!) ব্যস্ত বানান ভুল করেছিস বেশ বুঝতে পাচ্ছি।এখনো ঠিক না করলে আমার দিলেও কোন দয়া মায়া থকবেনা :gulli2: :gulli2: :-B

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    এমনিতেই নদীর পাড়ে বসে শীতে কাপতেছি... তার উপর আপনার কবিতা শীত আরো বাড়ায় দিলো... নাহ, আপনার মনে কোন মায়া দয়া নাই 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।