“শীতে কাপছি তো!”
“তা আমি কি করতে পারি?”
“আমায় জড়িয়ে ধর…”
“ইসসসস… আমার বয়েই গেছে!”
“তোমার মায়া দয়া বলতে কিছু নেই? তুমি কি মানুষ?”
“না, আমি মানুষ না। আমি প্রেমিকা…”
এই বলে হুমড়ি খেয়ে পড়ে নাগিনীর মত বিষ ছড়াতে ব্যস্ত হয়ে গেলো প্রেমিকাটি।
“শীতে কাপছি তো!”
“তা আমি কি করতে পারি?”
“আমায় জড়িয়ে ধর…”
“ইসসসস… আমার বয়েই গেছে!”
“তোমার মায়া দয়া বলতে কিছু নেই? তুমি কি মানুষ?”
“না, আমি মানুষ না। আমি প্রেমিকা…”
এই বলে হুমড়ি খেয়ে পড়ে নাগিনীর মত বিষ ছড়াতে ব্যস্ত হয়ে গেলো প্রেমিকাটি।
আজ অফচান্সে বেশ গোল পাচ্ছি ..... 😀
....কি লিখলেন,আপু........... !
আমার ও তো শীত লাগতেছে ....:shy:
রিফাত, শীতের দিনে শীত লাগা ভালু। বডি মেটাবলিজম ঠিকঠাকমত কাজ করছে :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
বুঝলাম না!!
মাথার উপ্রে দিয়া গেল। :-/
তয় কিঞ্চিত শীত কমে গেল মনে হয়।। 😀 😀
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিবরিয়া, না বুইঝা শীতকালে গরম লাগা তো ভালো লখন না 😉
You cannot hangout with negative people and expect a positive life.
গরম লাগছে কইলাম ক্কখন?? 😮
কইছি শীত কমছে, তাও কিঞ্চিত পরিমাণে।।
গরম'ত লাগত :just: ......... কেউ থাকলে। :grr: :grr:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আর এইরাম ডজিং পোষ্টের লাইগ্যা আপ্নের ব্যাঞ্ছাই।।
আপ্নেও তারকা ব্লগার হইছেন বুঝা গেল। 🙁 🙁
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
এটা মোটেও ডজিং পোষ্ট না। ভাব বোঝার মত এখনও বয়স হইনাই বাছা। তাই বুঝতে পারছ না!!! ;))
You cannot hangout with negative people and expect a positive life.
সুতীব্র সহমত পোষণ করছি আপু ।
=(( =((
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
:clap: :clap: বাহ বাহ ফরিদ বুইঝা গেসে :clap: :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
পূর্ণেন্দু পত্রীর 'কথোপকথনের' একটা অবয়ব পাওয়া যাচ্ছিল লেখাটায়, সবে জমে উঠেছে ওমনি রাশ টেনে ধরলেন :(( !!
অফটপিকঃ আপু, শিরোনামের ব্যাস্ততা বানানটা বদলে ব্যস্ততা করে দিয়েন। আর কাপছি তে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে নিয়েন (কাঁপছি)।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চা ওয়ালা ভাই আমার,
এর রাশ জিনিসটা কি? বুঝলাম না তো!!!
আর কপাছি তে ঁ নাই। আমি দেখেছি।
You cannot hangout with negative people and expect a positive life.
আপু, রাশ মানে হলো লাগাম। 😛 😛
আপু যতদূর জানি, কাপছি বানানে তো চন্দ্রবিন্দু আছে। আমি বাংলা একাডেমীর অভিধানে দেখলাম 😕 (তবে এখন হয়তো বদলাতেও পারে, কারণ আমার অভিধানটা ২০০০ সালের মুদ্রণ, কলেজে যাবার আগে বিশাল লিস্টি দিয়েছিল, ওটার জন্য কেনা হয়েছিল)।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব্যা, তুই চা খা!
You cannot hangout with negative people and expect a positive life.
দুইটা টোস্ট বিস্কুট আর বার্বাডোস গ্রীল চিকেন সাথে পাইলে ভালো হতো।
অফটপিকঃ এই কবিতার পরবর্তী পর্ব কবে পাবো? 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মানে কি? :-/ :-B :bash:
মুহিব্বুল, এইটা বুঝার জন্য তোমাকে কাম্রুলের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে, তিন প্রহরের বিল না দেখলে এটা বোঝা যাবে না। (সম্পাদিত)
You cannot hangout with negative people and expect a positive life.
এটা কি আপু চিকি সিংগেল নিলেন নাকি?
এই চিকি সিঙ্গেল জিনিস টা কি? :-/ (সম্পাদিত)
You cannot hangout with negative people and expect a positive life.
হা হা হা........
এত ব্যস্ততা?
হাহাহাহাহহাহা......
শরম্পাইসি নুপুদ্দা :shy: :shy: :shy: (সম্পাদিত)
You cannot hangout with negative people and expect a positive life.
খাইছে! এইডার মানে কি? 🙂
ইয়ে মানে! ধারাবাহিক করা যায় না? 🙂
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই, এইডা কি কইলেন!!! আপনার মত বিজ্ঞ শিক্ষক যদি ভাব সম্প্রসারণ না বুঝেন...
You cannot hangout with negative people and expect a positive life.
আসলেই আপু, ধারাবাহিক করা যায় না? ;))
মনে ভাব জাগলে আবার আসিব ফিরে, ধারাবাহিকতা নিয়ে :dreamy: :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
তুই অনেক ব্যস্ত বুঝতে পাচ্ছি
তাই বলে কি তোর মায়া দয়া বলতে কিছু নেই? :grr: :gulli2:
আমার মনে তো মায়াই মায়া! O:-) O:-) O:-)
You cannot hangout with negative people and expect a positive life.
মাথা যে কালকে রাতে পুরাই গেছিল এতে আর কোন সন্দেহ নাই x-(
মাঝে মধ্যে ভাব আনার জন্য মাথা নষ্টের প্রয়োজন বৈকি ;;;
You cannot hangout with negative people and expect a positive life.
প্রথমেই 'ব্যাস্ততা' শব্দে ধাক্কা খাইলাম।বলতাম,কিন্তু রাকিব্ব্যা বইলা দিছে তাই চেপে গেলাম। অতি ব্যাস্ততায়(!!!) ব্যস্ত বানান ভুল করেছিস বেশ বুঝতে পাচ্ছি।এখনো ঠিক না করলে আমার দিলেও কোন দয়া মায়া থকবেনা :gulli2: :gulli2: :-B
শুরুর আগেই তো শেষ হইয়া গেল । 🙁
এটা হচ্ছে ছোট গল্পের মামাতো ভাই, নাম হচ্ছে ছোট কবিতা তাই শেষ হইয়াও হইল না শেষ টাইপের। কিন্তু এর চাইতেও ডাইরেক্ট এন্ডিং দিতে গেলে তো আমার সাবজেক্ট, অর্থাৎ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে লেখা দিয়ে হয় :-B
You cannot hangout with negative people and expect a positive life.
তারকা ব্লগার ব্লগ দিছে। কঠিন লেখা।
শীত শীত লাগে পড়ার পর থেকে। কেউ জড়ায়ে ধরে না :grr:
রবিন, ক্যাম্নে কি? এখন পর্যন্ত বায়োডাটা টা রেডি করে দিস নাই, ভালো ভালো সব সম্বন্ধ হাতছাড়া হয়ে যাচ্ছে। 😡
You cannot hangout with negative people and expect a positive life.
আপু, আমার বায়োডাটা রেডি আছে। পাঠাবো? :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধৈর্য্য, বত"স, ধৈর্য্য!!! সবুরে মেওয়া ফলে!
You cannot hangout with negative people and expect a positive life.
আমি মেওয়া চাই না আপু। আপনার ভাষায় যাকে বলে “মানুষ না” চাই। আমি কি বায়োডাটা পাঠাবো ? :dreamy:
বায়োডাটা তো দরকার "মানুষের" জন্য 😉
You cannot hangout with negative people and expect a positive life.
এই দ্যাশে শীত নাই কেনু? কেনু? কেনু? :((
রেশাদ, তুই দুঃখ করিস না। এক মাঘে শীত যায় না। আর অই দূর দেশে শীত থাইকাই বা লাভ কি? রূপের মা তো এই দেশে 😛
You cannot hangout with negative people and expect a positive life.
ধুর কি কস শরম্পামু কিন্তু। :shy:
তোর কবিতার কথা বলতে ভুইল্লা গেছিলাম, কবিতা খুব ভাল হইছে, শেষদিকে কবির ব্যস্ততায় কবিতা একটু ছোট হইয়া গেছে। 😛
রেশাদ, শরম্পাইস্না!! সত্য মানতে শরম কিসের?
অনটপিকঃ ইদানীং পুলাপাইন্ডি বেশীই বুঝবার লাগসে!!!
You cannot hangout with negative people and expect a positive life.
এমনিতেই নদীর পাড়ে বসে শীতে কাপতেছি... তার উপর আপনার কবিতা শীত আরো বাড়ায় দিলো... নাহ, আপনার মনে কোন মায়া দয়া নাই 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কয় কি! আমার মন তো ভাবের মায়ায় ডুবসাতার কাটছে।
You cannot hangout with negative people and expect a positive life.
এই শীতে ডুব সাতার... তাইলেই হইছে ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খালি ভাব আর ভাব... :dreamy:
You cannot hangout with negative people and expect a positive life.
হুম্ননননন!!!!!!!!!!
বুঝার চেষ্টা করছি :-B
জিনিসটা কি ভাই সাব্বির? তবে বুঝার চেষ্টা অব্যহত রাখ একসময় বুঝে যাবা ইনশাল্লাহ!
You cannot hangout with negative people and expect a positive life.
ভাবের ঘরে খিল দিও না জিতু! :thumbup:
লেখা ভাল্লাগছে........... তবে বয়স হইয়া গেছে তো......... বুঝতে সময় লাগতাছে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই যে কি কন্না, আপনে আর আমাদের ভাবী হচ্ছেন এভারগ্রীন যুগল। লোকমুখে শুনলাম আপনাদের নাকি প্রত্যেক বিবাহ বার্ষিকীতে বয়স কমে?
You cannot hangout with negative people and expect a positive life.
মজা পাইলাম......
🙂 🙂
পইড়াই মজা পাইলা??? ক্যাম্নে কি? 😮
You cannot hangout with negative people and expect a positive life.
:)) :)) :)) :)) :)) :))
নাগিনী কি? :-/
এরা কেমনে বিষ ছড়ায় 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া,
আমার মনে হয় নাগিনী হলো একধরনের সরীসৃপ যারা ফণা তুলে বিষ ছড়ায় । 😕
বিষেষ কৌশল অবলম্বনে তারা বিষ ছড়িয়ে থাকে। খুবই খতরনাক সেই বিষের ছোবল, ফয়েজভাই!
You cannot hangout with negative people and expect a positive life.
আহা আহা :dreamy: :dreamy:
শীতটা বেড়েই গেল মনে হচ্ছে। আপু, অনেক অনেকদিন এমন লেখা পড়ি না। অসাধারণ।
শীত বাড়লে আর সমস্যা কই, তোর তো আর মাত্র একদিনের অপেক্ষা 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
“না, আমি মানুষ না। আমি প্রেমিকা…”
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
উদ্ধৃতির চিহ্ন ভুল জায়গায় বসেছে। অনেকদিন পর ব্লগে এসে মাথা উল্টাপাল্টা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
নাউজুবিল্লাহ...আমি এই ব্লগে আসি নাই... 😕
শেষ লাইনের আগ পর্যন্ত ভাল হইছে, শেষ লাইনটা কবিতার সাথে বেমানান। আমার কাছে মনে হয় আরেকটু কাব্যিক হওয়া উচিত ছিল শেষ লাইনটা :-B
:thumbup: :thumbup:
Life is Mad.