ছেলে আমাদের বড়ই বিদ্যান, জ্ঞানী, সামাজিক, দেশপ্রেমিক। ঠোলাগিরির মত বিশাল এক চাকুরীও তার বগলদাবা। ছোট বড় সবারই বড় আদর আর আব্দারের আমাদের এই ছেলে। কখনও লুঙ্গী পড়ে সিনিয়রদের দৌড়ানি খেয়ে, কখনও ক্ষোভে রাগে ফেটে পড়ে পাকি হানাদার আর রাজাকারদের সুশীল গালি দিয়ে চৌদ্দগুষ্টি উদ্ধার করে, কখনও আবার খেলার ময়দানে বাংলাদেশের বিজয়োল্লাসে শিশুর মতন ব্লগে লাফিয়ে উঠে সে তার অবস্থানের কথা জানান দেয়। ছেলে আমাদের বিশাল উঁচা-লম্বা, দেখতে মাশাল্লাহ। দোষের মধ্যে আমার এই ভাইটার একটাই দোষ আর তা হল, খোমাখাতায় প্রোপিক ব্যাঘ্রমামার ছবি দিয়ে সে গর্বিত বাংলাদেশী নাগরিকের ক্ষিপ্রতাই কেবল প্রকাশ করেনি, ব্যাঘ্রমামার মত সারাক্ষন খাই খাই করে। আমার কাছে অবশ্য তার সাত খুন মাফ, কারণ সে আমার আপন ভাই! (বিশ্বাস না হলে আমাদের দুই জনের খোমাখাতায় সিবলিংসের নাম দেখে নিতে পারেন)
ব্লগের দুষ্টু আর দুনিয়ার আইলসা জন্মদিন প্রিফেক্ট রকিব্যার অবর্তমানে বা আইলসামীতে মোটামোটি সবার জন্মদিন, ঈদ বা বিশেষ বিশেষ দিনে ব্লগে ঝড় তোলে আমার এই ভাইটা। অথচ আজ তার জন্মদিন গেল, কেউ একটা পোষ্ট দিবে না তা কিকরে হয়! পদ্মাপাড়ে প্রকৃতির নির্মলতায় আমার এই ভোজনরসিক ভাইটি এখন কি কেক্কুক খাওয়ার স্বপ্ন দেখছে? আপাতত সবাই মিলে আমার ভাইটার খুব পছন্দের এই চিজকেকের ছবিটা দেখি আর চিতকার করে বলি,
“মাশফ্যু, উই লাব্যু সো মাচ 😡 ।
মাশফ্যু, উই মিস্যু সো মাচ :hug: ।
হ্যাপ্পী বার্থডে, ম্যাশ :party:
ওহ সরি এটা তো ম্যাশ একাই সাবার করে ফেলেছিলো। অন্যটা দেই বরং!
খাওয়ার সময় আমার ভাইটা ডিসটার্ব একেবারেই পছন্দ করে না! তারচেয়ে বরং অন্য ছবিটা দেখি।
দেখেই বোঝা যায় আগামীর দুদ্ধর্ষ ঠোলা! কিন্তু মানুষ অনেক উপরে উঠে গেলে নাকি তার অতীত নিয়ে ঘাটাঘাটি শুরু হয়ে যায়, তাই তা থেকে নিজেকে সংযত করতে পারলাম না।
আমি জানি এই ছবি দেখে ব্লগে অনেকেরই কেমন জানি একটু হিংসা হিংসা লাগছে। ;;; থাক পুরানো কাসুন্দি ঘেটে আর কাজ নাই, আসুন আমরা বর্তমানে দৃষ্টি দেই,
হ্যাপ্পী বাড্ডে ম্যাশ :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
:shy: থেঙ্কু জিতুপ্পি...
আমার বিবাহযোগ্য আত্মীয়া থাকলেও ছেলেটাকে পাকরানোর কোন চান্স নাই
ইয়ে মানে...জগৎ বড়ই অনিশ্চিত...এত নিশ্চিত হওয়া ঠিক না...না মানে...ইয়ে মানে বলতে চাচ্ছিলাম কি,আপনার "আত্মীয়া" দেখতে শুনতে কেমন? 😉
মাস্ফ্যু ভাই হ্যাপি বাড্ডে......না জানি আজকেই আবার ইডি খাইলেন কিনা!
আলাই বালাই দুশমন, বালাই শাট। আমার ভাইটা না হয় একটু খাবার বেশীই লাইক করে, তাই বলে ইডি!!! জন্মদিনে এমন কূলক্ষনে কথা বলার জন্য আমিনুল দশটা ফ্রন্টরোল স্টার্ট কর এক্ষুনি 😡 (সম্পাদিত)
You cannot hangout with negative people and expect a positive life.
:frontroll: :frontroll:
মাস্ফ্যু ভাই শেষ পর্যন্ত আপনার জন্য ফ্রন্টরোলও খাইলাম......
এতো দেখি বিশাল ডজার !!!!!!!!! ১০টার জায়গায় ২ টা দিয়া কান্নাকাটি লাগাইসে ... ৮, ১০ এ ৮০ টা ফ্রন্ট্রোল দাও।
:thumbup:
You cannot hangout with negative people and expect a positive life.
মাইর!
You cannot hangout with negative people and expect a positive life.
সম্পা আফা ফ্রন্ট্রোলো দিত 😮
আর কি কি দিত বল দেখি :pira:
=)) =)) =))
নাহ রে, আইজকা হইলো আমাদের "হানিমুন পিরিয়ডের"(প্রথম ১৪ দিন) শেষ দিন...ইডি মিডি শুরু হইবো রবিবার থিক্কা 🙁
আপনে কই মাসরুফ ভাই? আপনারে চরম মিস্কর্তাছি সিসিবিতে। আসেন এই দিনে ডালাডালি করি। :hug:
এরা কি পাবনার গাছ নাকি? ইইইইউ :no:
You cannot hangout with negative people and expect a positive life.
এইখানে পাবনা কৈথিকা আইল? কোলাকুলির বদলে আমরা বৃক্ষজাতি ডালাডালি করতেই পারি। আপু কি অন্য কিছু ভাবছিলেন নাকি? আমরা হইলাম গিয়া :just: গাছ। আমাদের ভিতর ওসব নেই...
😮 কোনসব নাই গুলশান 😮
You cannot hangout with negative people and expect a positive life.
ইয়ে পাবনা খালি না,কুলোকে এমজিসিসির "ফ্যান্টম" নিয়াও কি জানি বলে 😛
পাবানায় কি সবাই ডালাডালি করে?
হা হা হা আপু,দারুণ ব্লগ 🙂
শুভ জন্মদিন ভাইয়া 🙂
জেরিন কে? আমরা কি তাকে চিনি? :-/
You cannot hangout with negative people and expect a positive life.
borapuuuu,,ini amader jorinaaaa :grr:
হ্যাপ্পী বাড্ডে মাস্ফ্যু ভাই... রাজশাহীর কার্বন-ডাই-অক্সাইড নাকি একলাই শেষ কইর্যা দিতাছেন... ভালা ভালা
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কিবরিয়া,থাব্রিয়া তোরে চিব্রিয়া দিমু,আছোস কেমোন রে পাগলা?
এইচবিডি
মাস্ফ্যু দা, উলাবু 😡
:hug: হেফি বাড্ডে :party:
আরে,উগান্ডার ক্যাডেট নাকি? আছোস কিমুন? শুনছি গরমকালে আমিও সোমালিয়ান অফিসার হয়া যামু :((
জন্মদিন প্রিফেক্ট,
শুভ জন্মদিন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, এমডিএস আর করা হৈলোনা আমার- যা করতেছি তার নাম এমপিএস(মাস্টার্স ইন পুলিশ সায়েন্স) 🙁
মাস্ফ্যু ভাই হ্যাপি বাড্ডে……না জানি আজকেই আবার ইডি খাইলেন কিনা!
ইডি খাইলেই বা কি প্রব্লেম?? হাজার হোক...মাস্ফু তো...খাওয়া দাওয়া তো ম্যাশ সর্বদাই ভালা পায়...
অই কুলক্ষইন্যা পোলা, মুখ দিয়া ভালো কথা বাইরয়না? একদম কান টেনে লম্বা বানায় ফেলব।
You cannot hangout with negative people and expect a positive life.
খাইছে...আমি তো জানতাম সিসিবিতে একজনই ডাকু আছে...বোমাবাজ সামিয়া...এখন দেখি আরো আছে...সব "সা" গুলা মনে হয় এইরকমই হয়...!!!
ইয়ে...বড় বইন (-বিহা) এবং ছোট বইন(-মিয়া) মাইন্ড খাইয়েন না...জুক করলাম 😛 😛 😛 :grr: :grr: :grr: :shy: :shy: :shy:
গুড অবজার্ভেশন দোস্ত 😀
শুভ জন্মদিন মাসরুফ .......
খোমা খাতায় কইছি। আবার কয়া গেলাম, হ্যাপি বাড্ডে ঠোলা।
আমিন্দা,আপনার মুখ অমন ভট্টাচাজ্জিদের মত শ্মশ্রুমণ্ডিত হলো কেমন করে গো?
ওরে ভাইডি রে.....................এই দিনটাতে জন্মাইছিলি তুই ? শুভ জন্মদিন ব্যাডা
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
🙁 🙁 🙁 আমি পরীক্ষা শেষ হবার পর থেকেই দৌঁড়ানির উপরে আছি। কামলা খাটি চায়ের দোকানে, বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। স্যরি মাস্ফ্যুদা। 🙁
দাদা, শুভ জন্মদিন। বৃক্ষসমাজের মগডাল আরো শীর্ষে উঠুক আপনার মাধ্যমে।
অফটপিকঃ জিতু আপু, আমি তো জন্মদিন প্রিফেক্ট না, ঐটা তো কলকাতানিবাসী মাস্ফ্যুদা 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ফাজিল পুলা রকিব্যা! মাইর চিনস? কাল ফুন করসিলাম তোর টাইম সকাল দশটায়। সারারাত কি কি সব আকিত্তী কুকিত্তী কইরা দিনে ঘুমাস, না? 😡
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপি আমারে তো ফোন দেয়না :((
আমি ঠিক করছি যদি কখনও কাউরে থার্ড ডিগ্রি দেই(দেওয়া নিষেধ) তাইলে সেইটা শুরু করুম ফাঁকুবাজ পুলা রকিব্বারে দিয়া x-(
:hug: শুভ জন্মদিন মাসরুফ। :party:
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়: নূতন ঠোলা বাহিনির জন্ম দাও যাতে আমরা ঠোলাকে পুলিশ (ফুলিশ নয়), অর্থাৎ জনগণের বন্ধু বলতে পারি। ;;)
একটু বাকি রয়ে গেল। :just: ফ্রেন্ড থেকে :just: বিবাহিত কবে হবে?
🙁 পাত্রীকে মাতার পছন্দ না-ব্যাপক গন্ডগোল চলতেছে এইটা নিয়া...খাস দিলে একটু দোয়া রাইখেন ভাইজান...
ব্যাপার না, ঠিক হই যাইবো। দোয়া গো।
🙁 🙁 খাস দিলে মাজারে সিন্নি দিয়েন ভাইজান
শুভ জন্মদিন মাসরুফ :party:
শুভ জন্মদিন মাশরুফ ভাই। 🙂
শুভ জন্মদিন মাস্ফু।
শতেক সন্তানের জনক হও এই দোয়া করি 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নার্সারীর কথা বলতেছেন নাকি ভাইয়া?
=)) =)) =))
আচ্ছা ফয়েজ ভাই, জন্মদিন উপলক্ষ্যে শতেক সন্তানের জনক হবার দোয়া করাটা কি ঠিক মানায়? বিবাহ বা বিবাহ বার্ষিকীতে এই দোয়া করা যেতে পারে, তখন না হয় ঠিক আছে। নাকি আপনি জন্মদিনকে "জন্ম দিন" হিসেবে দেখছেন?
এইটা নিয়া ডাউট দিলা 😀
বিবাহ বার্ষিকীতে এই দোয়া দিলে কাপলের বেটার হাফ আমারে আস্তা রাখবো মনে করছো? :grr: আর বছরে কয়টা বিবাহ বার্ষিকীতে এই দোয়া দিতে হইবো সেই হিসাব আছে তোমার?
তাই জন্মদিনে এই দোয়া দেই। আদি অকৃত্রিম, কোন ভেজাল নাই। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:))
মালসিংহ ভাইয়ের শুভেচ্ছা পাইয়া আবেগে ইমশনাল হয়া গেলাম(কপিরাইট-আমার অবস্থান থেইকা পায়ে হাঁটা দূরত্বে রাজশাহীর র্যাবে কর্মরত কালাকুর্তা তাইফুর্মামা)
শুভ জন্মদিন মাসরুফ :hug:
:party: :party: :awesome: :awesome: :guitar: :guitar:
চ্যারিটি বিগিনস এট হোম
বাঁশী বাজান, নাচেন, যা খুশী করেন। কিন্তু ছোট ভাইটারে একটু দোয়া কইরা যান মাষ্টার সা'ব।
You cannot hangout with negative people and expect a positive life.
শুভ জন্মদিন মাসরুফ। ভালো থাকিস, সবসময়।
জিতুপারে ধন্যবাদ ম্যাস্ফুর অনুপস্থিতিতে জন্মদিন প্রিফেক্টশিপটা নেয়ার জন্য।
গুরু কেমুন আছেন? দিন কাল কেমুন যায়?
অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহবান
প্রাণের প্রথম জাগরণে বৃক্ষ আদিপ্রাণ
দোস্ত তোরে নিয়া কবিগুরু বিশাল এক কবিতা লিখে গেছেন, যাহা জনাব আবুল হোসেনের পাল্লায় পরে মুখস্থও করতে হয়েছিলো। নতুন করে আর কি বলবো, অক্সিজেন দিয়ে যাস নিয়মিত :duel: :duel: :duel:
আচ্ছা জিতুপ্পি, সত্যি কইরা বলেন তো এই গপগপায়া খাওয়ার ছবি আপনি কই পাইলেন?ভুল যদি না করি এইটা এনএসইউ ক্যান্টিনে তুলা...এই ছবি আপনের কাছে গেল কেমনে???? 😮 😮
🙁 আর যেই চাইরজনের ছবি দিলেন তাদের দুইজন পৃথিবীর দুই প্রান্তে... 🙁 আমার ভার্সিটি লাইফটা আমার এই বন্ধুদের নিঃস্বার্থ বন্ধুত্বের কারণে অনেক আনন্দময় ছিলো... 🙁 পুরানো দিনের কথা মনে পড়ে গেলো... (সম্পাদিত)
মাস্ফু???? 😮
কইত্থিকা?? কেমন ছিলা?
এখন থেকে কি আবার পাওয়া যাবে তোমাকে?
ইয়ে মানে জ্বি,মাস্ফ্যুই,আদি এবং অকৃত্রিম :shy:
আছি রাজশাহীতে,ট্রেনিংএ। আর পাওয়া যাবে-তয় খালি শুক্রবারে 🙁
আরে, মাঝে কয়দিন আসতে পারিনাই এর মধ্যে মাস্ফ্যুর জন্মদিন চইলা গেলো!
বিলম্বিত শুভ জন্মদিন হে মাসরুফ!
ভালো থেকো।
সিসিবি তোমাকে মিস করছে খুব।
mashfu vai er jonmodiner suvessa eto derite janate hosse dekhe khub mair dite issa hosse nijeke :bash:
anyway,HAPPY BIRTHDAY BOSS....net nai :(( (সম্পাদিত)
:party: :party: :party: :party:
Life is Mad.
উইশ করতে দেরি হয়ে গেল,তাতে কি! 😛
আগে থেকে জানলে তো আপনার কাছেই চলে যেতাম,রাজশাহীর কাছাকাছিই ছিলাম।
শুভ জন্মদিন গাছ ভাই।গাছের গোড়ায় ভালভাবে পানি দিয়েন। 😉
সিসিবির পাতায়ও শুভজন্মদিনটা আঁকা থাকুক...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.