বৃক্ষ থেকে বাঘ হয়ে ওঠা এক ঠোলা-কাহিনী

ছেলে আমাদের বড়ই বিদ্যান, জ্ঞানী, সামাজিক, দেশপ্রেমিক। ঠোলাগিরির মত বিশাল এক চাকুরীও তার বগলদাবা। ছোট বড় সবারই বড় আদর আর আব্দারের আমাদের এই ছেলে। কখনও লুঙ্গী পড়ে সিনিয়রদের দৌড়ানি খেয়ে, কখনও ক্ষোভে রাগে ফেটে পড়ে পাকি হানাদার আর রাজাকারদের সুশীল গালি দিয়ে চৌদ্দগুষ্টি উদ্ধার করে, কখনও আবার খেলার ময়দানে বাংলাদেশের বিজয়োল্লাসে শিশুর মতন ব্লগে লাফিয়ে উঠে সে তার অবস্থানের কথা জানান দেয়। ছেলে আমাদের বিশাল উঁচা-লম্বা, দেখতে মাশাল্লাহ। দোষের মধ্যে আমার এই ভাইটার একটাই দোষ আর তা হল, খোমাখাতায় প্রোপিক ব্যাঘ্রমামার ছবি দিয়ে সে গর্বিত বাংলাদেশী নাগরিকের ক্ষিপ্রতাই কেবল প্রকাশ করেনি, ব্যাঘ্রমামার মত সারাক্ষন খাই খাই করে। আমার কাছে অবশ্য তার সাত খুন মাফ, কারণ সে আমার আপন ভাই! (বিশ্বাস না হলে আমাদের দুই জনের খোমাখাতায় সিবলিংসের নাম দেখে নিতে পারেন)

ব্লগের দুষ্টু আর দুনিয়ার আইলসা জন্মদিন প্রিফেক্ট রকিব্যার অবর্তমানে বা আইলসামীতে মোটামোটি সবার জন্মদিন, ঈদ বা বিশেষ বিশেষ দিনে ব্লগে ঝড় তোলে আমার এই ভাইটা। অথচ আজ তার জন্মদিন গেল, কেউ একটা পোষ্ট দিবে না তা কিকরে হয়! পদ্মাপাড়ে প্রকৃতির নির্মলতায় আমার এই ভোজনরসিক ভাইটি এখন কি কেক্কুক খাওয়ার স্বপ্ন দেখছে? আপাতত সবাই মিলে আমার ভাইটার খুব পছন্দের এই চিজকেকের ছবিটা দেখি আর চিতকার করে বলি,

“মাশফ্যু, উই লাব্যু সো মাচ 😡 ।
মাশফ্যু, উই মিস্যু সো মাচ :hug: ।

হ্যাপ্পী বার্থডে, ম্যাশ :party:


ওহ সরি এটা তো ম্যাশ একাই সাবার করে ফেলেছিলো। অন্যটা দেই বরং!


খাওয়ার সময় আমার ভাইটা ডিসটার্ব একেবারেই পছন্দ করে না! তারচেয়ে বরং অন্য ছবিটা দেখি।


দেখেই বোঝা যায় আগামীর দুদ্ধর্ষ ঠোলা! কিন্তু মানুষ অনেক উপরে উঠে গেলে নাকি তার অতীত নিয়ে ঘাটাঘাটি শুরু হয়ে যায়, তাই তা থেকে নিজেকে সংযত করতে পারলাম না।

আমি জানি এই ছবি দেখে ব্লগে অনেকেরই কেমন জানি একটু হিংসা হিংসা লাগছে। ;;; থাক পুরানো কাসুন্দি ঘেটে আর কাজ নাই, আসুন আমরা বর্তমানে দৃষ্টি দেই,


৪,৯৬৬ বার দেখা হয়েছে

৬৯ টি মন্তব্য : “বৃক্ষ থেকে বাঘ হয়ে ওঠা এক ঠোলা-কাহিনী”

    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      :shy: থেঙ্কু জিতুপ্পি...
      আমার বিবাহযোগ্য আত্মীয়া থাকলেও ছেলেটাকে পাকরানোর কোন চান্স নাই

      ইয়ে মানে...জগৎ বড়ই অনিশ্চিত...এত নিশ্চিত হওয়া ঠিক না...না মানে...ইয়ে মানে বলতে চাচ্ছিলাম কি,আপনার "আত্মীয়া" দেখতে শুনতে কেমন? 😉

      জবাব দিন
  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    হ্যাপ্পী বাড্ডে মাস্ফ্যু ভাই... রাজশাহীর কার্বন-ডাই-অক্সাইড নাকি একলাই শেষ কইর‌্যা দিতাছেন... ভালা ভালা


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    ওরে ভাইডি রে.....................এই দিনটাতে জন্মাইছিলি তুই ? শুভ জন্মদিন ব্যাডা


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    🙁 🙁 🙁 আমি পরীক্ষা শেষ হবার পর থেকেই দৌঁড়ানির উপরে আছি। কামলা খাটি চায়ের দোকানে, বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। স্যরি মাস্ফ্যুদা। 🙁
    দাদা, শুভ জন্মদিন। বৃক্ষসমাজের মগডাল আরো শীর্ষে উঠুক আপনার মাধ্যমে।
    অফটপিকঃ জিতু আপু, আমি তো জন্মদিন প্রিফেক্ট না, ঐটা তো কলকাতানিবাসী মাস্ফ্যুদা 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. নঈম (৮৭-৯৩)

    :hug: শুভ জন্মদিন মাসরুফ। :party:
    বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়: নূতন ঠোলা বাহিনির জন্ম দাও যাতে আমরা ঠোলাকে পুলিশ (ফুলিশ নয়), অর্থাৎ জনগণের বন্ধু বলতে পারি। ;;)

    জবাব দিন
  5. সামীউর (৯৭-০৩)

    অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহবান
    প্রাণের প্রথম জাগরণে বৃক্ষ আদিপ্রাণ
    দোস্ত তোরে নিয়া কবিগুরু বিশাল এক কবিতা লিখে গেছেন, যাহা জনাব আবুল হোসেনের পাল্লায় পরে মুখস্থও করতে হয়েছিলো। নতুন করে আর কি বলবো, অক্সিজেন দিয়ে যাস নিয়মিত :duel: :duel: :duel:

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আচ্ছা জিতুপ্পি, সত্যি কইরা বলেন তো এই গপগপায়া খাওয়ার ছবি আপনি কই পাইলেন?ভুল যদি না করি এইটা এনএসইউ ক্যান্টিনে তুলা...এই ছবি আপনের কাছে গেল কেমনে???? 😮 😮

    জবাব দিন
  7. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আরে, মাঝে কয়দিন আসতে পারিনাই এর মধ্যে মাস্ফ্যুর জন্মদিন চইলা গেলো!
    বিলম্বিত শুভ জন্মদিন হে মাসরুফ!
    ভালো থেকো।
    সিসিবি তোমাকে মিস করছে খুব।

    জবাব দিন
  8. আমীন (০১-০৭)

    উইশ করতে দেরি হয়ে গেল,তাতে কি! 😛
    আগে থেকে জানলে তো আপনার কাছেই চলে যেতাম,রাজশাহীর কাছাকাছিই ছিলাম।
    শুভ জন্মদিন গাছ ভাই।গাছের গোড়ায় ভালভাবে পানি দিয়েন। 😉

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।