জীবনের প্রথম জন্মদিনটা নাকি বেশ ঘটা করে পালন করা হয়েছিলো, স্মৃতিতে নেই, ছবি তে দেখেছি। এর পর মোটামোটি করে আপনজনেরা শুভেচ্ছা টুভেচ্ছা দিত মাঝে সাঝে। ১৯৯৩ থেকে ১৯৯৯ পর্যন্ত ছয়টা বছর বান্ধবীরাই পাঁচ পাঁচটা জন্মদিন পালন করলো, নিজের আকাউন্ট থেকে চকোলেটের পয়সা খসলেও ৬০ জনের ভালোবাসার কাছে সে পরিমান ছিল অতি নগন্য। বেশ কিছু বছর পর জীবনে “উনি” এলেন, বিয়ের কয়েকমাস আগে আলাপ পরিচিতির জন্য কিছুটা সময় আমরা নিলাম। জন্মদিনটা তার অজানা ছিল না। কিন্তু ৩০ পেড়িয়ে ৩১ তারিখ রাত ১২টায় উনি বললেন, “আমার আগে কেউ উইশ করেনি তো”!!! বলে কি এই লোক?
এর পরের ঘটনা গুলো খুব তারতারিই ঘটে গেলো। অনেক চড়াই উতরাই, ভাঙ্গা গড়া, অনেক কিছু। আমার জীবন বদলে দিতে আল্লাহ আমার কোলে পাঠালেন আমার মেয়ে কে। গত দুই বছরে তেমন উল্লেখযোগ্য কিছুই ঘটেনি ক্যলেন্ডারের এই দিনটিতে। ঘটার কিছু নেই, বয়স আটকানোর উপায় তো আর নেই। আরে ভাই, দিন যাচ্ছে বয়স বাড়বেই, না? আর এই বয়সে জন্মদিন নিয়ে আদিখ্যেত করার মত লজ্জার ব্যাপার আর নেই। প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, ২৯ তারিখে রাত ১১টা ৫৭ মিনিটে কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি মা, বাবা, আমার ছোট ভাই রাইয়ান আর বাবার প্রানপ্রিয় ওল্ড ফৌজিয়ান ব্যাচমেট বন্ধু সাইফুল ইসলাম যাকে আমি ডাকি সাইফ মামা, সবাই হাজির একটা কেক নিয়ে। খুশী, লজ্জা সব ছাপিয়ে কেনো যেন চোখ ফেটে পানি চলে আসলো বুঝলাম না। এই সিসিবি তে তো সবাই আমরা আমরাই, তাই বলতে দ্বিধা করছি না, এতো গুলো মানুষের মাঝেও হঠাত করেই নিজেকে খুবই একা লাগলো। সেই একাকীত্ব এক মূহুর্তে কেটে গেলো যখন আমার পরীটা এসে খুব অধৈর্য্য হয়ে তাড়া দিতে থাকল কেকটা কাটার জন্য।
… শুরু হল একের পর এক সারপ্রাইজ। আমার পুরো জীবনে এতো মানুষের ভালোবাসা ভরা জন্মদিনের শুভেচ্ছা আমি এর আগে পাইনি কখনো। ভীষন অবাক হলাম সিসিবিতে আমাকে নিয়ে আমার অসম্ভব প্রিয় ছোট ভাই ম্যাশের ব্লগটা পেয়ে, যদিও সে আমার ব্লগে আমার বাবার বাসার প্রশংসা করাতে কিছুটা মনে মনে…:thumbdown: দিয়েছি। সবচাইতে অবাক করে দিয়ে দিনের শেষটাতে গিয়ে ফোন করলো দিহান পুচকেটা! মেয়েটা আমাকে পুরোপুরি ঋনী করে দিচ্ছে। ইনফ্যাক্ট আমি এই সিসিবির সব্বার কাছে অত্যন্ত ঋনী। কি করে এই ঋন শোধ করা যেতে পারে? না, ভেবে দেখলাম কোন ভাবেই এই ঋন মনে হয় শোধ করার নয়। তবে ছোট ছোট ভাইগুলোর আবদার রাখার ছোট্ট একটা প্রচেষ্টা করা যেতে পারে এই ভেবে একটা আর্জি পেশ করেছিলাম এডু স্যার, মডু প্যানেল আর প্রিয় প্রিন্সু স্যারের কাছে যে নেক্সট ঈদ পুনর্মিলনি টা আমার ছোট্ট বাসাতে আয়োজন করতে চাই। কিছুটা ব্যাক্তিগত কারণেই নিজের গন্ডিটা ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ করে রেখেছিলাম মাঝের বেশ অনেকটা সময়। কিন্তু সিসিবি মনে হচ্ছে আমাকে টেনে বের করে আনবেই।
আমার মত অখাদ্য কুখাদ্য মানের এক হাজারটা বানান ভুলের লেখাতে যারা এতো এতো ক্লান্তিহীন কমেন্ট করে যায় তারা নিশ্চই অনেক ভালো মানুষ হবে। এই সব ভালো মানুষগুলোকে একটু আপ্যায়ন না করলে যে কোনভাবেই শান্তি পাচ্ছি না। আর আমার মেয়েটার এতোগুলো খালা-মামা থেকেই বা কি লাভ যদি সে এক আধটু জ্বালাতনই না করতে পারলো? আর মামীদের হাতের দুধ ভাত খাওয়ার পথটাও তো আমাকেই করে দিতে হবে। নাকি? কিন্তু সিসিবির সবার কাছে একটু সহায়তা চাইব দিন তারিখ ঠিক করাতে নিজ নিজ মন্তব্য জানাতে। আমার মনে হয় ম্যাশের কথা মত এই মাসের মধ্যে করলেই ভালো হয়। আরও ভালো হয় ঈদের পর থেকে ২২ তারিখের মধ্যে আয়োজন করার সুযোগ করে দিলে। তবে অবশ্যই এমন দিন তারিখ হওয়া চাই যাতে করে আমার কন্যাধরটি তার সর্বোচ্চ সংখ্যক মামা-মামীর উপস্থিতি নিশ্চিত করে জ্বালানোর জন্য ঝাপিয়ে পড়তে পারে। আমাদের সিসিবির মডু মামারা কি এগিয়ে আসবেন একটু কষ্ট করে?
৯৬ টি মন্তব্য : “ফরজ পালন অথবা ভালোবাসার প্রতিদান এবং একটি জিটুজির আহ্ববান!”
মন্তব্য করুন
😀
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
এইবার মনে হয় কপাল খুলল। 😀
তা যা বলেছেন না দাদা 😀 😀 😀 😀 😀
মইনুল ভাই কি দেশে নাকি??? নাকি যাবার প্লান আছে???
ইনশাল্লাহ ১২ তারিখে যাবো| এরপরে ২৬ তারিখে আবার মালেশিয়া তারপরে আলজেরিয়ার ভিসা পেলেই আবার আলজেরিয়া| তুমিও যাচ্ছ নাকি????
২৬ তারিখে কখন জাবেন? কারণ প্ল্যানটা পিছিয়ে ২৬ বা ২৭ এ করার কথা ভাবছি। প্লীজ দেখেন না, একটু পেছানো যায় কি না?
You cannot hangout with negative people and expect a positive life.
মইনুল ভাই, প্লীজ ডেটটা একটু পেছানোর চেষ্টা করেন। ভাবী-বাচ্চা ও কি দেশে আছেন? ওরা দেশে থাকলে না হয় উনাদেরই পাঠিয়ে দেবেন।
You cannot hangout with negative people and expect a positive life.
ব্যাপক ভুয়া পুষ্ট!! :(( :(( :((
আমরা যারা অকূল দরিয়ার ভাসতেছি (মানে প্রবাসী) এরা খালি বঞ্চিতই হবে!!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
'লাইক'
'সুপার লাইক'
আমার বন্ধুয়া বিহনে
রকিব, সাব্বির আর ড়াব্বী ভাই, আপনারা জোট বেধে একসাথে আসেন, আপনাদের জন্য আলাদা ইস্পিশাল ট্রিটের ব্যাবস্থা হইব নে। গ্যরান্টিড!
You cannot hangout with negative people and expect a positive life.
'আমিন'
আল্ট্রা লাইক......... 🙁
মিশেল, তোমার নামের ব্লগ পড়ার পর থেকে তোমার সাথে পরিচয় হবার বড়ই খোয়াহিস ছিলো 🙁
You cannot hangout with negative people and expect a positive life.
মিশেল ভাই এর ব্লগ তো খুঁজে পাইলাম না একটাও ~x(
গেটটুগেদার করা ভালু না x-( x-(
অ ট ইয়েয়!! দিন টা এক বছর পিছানো যায় না 😕
ঐ। সহস্র সহমত।
অফটপিকঃ মেইলের রিপ্লাই দেন না, মেসেজ দিলে জবাব নাই। ভাবীরে পাইয়া আমাদের পুরাই ভুইলা গেলেন নাকী মহাজন!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাদশা ভাই বিয়া করছে নাকি?ভাবী আইলো কৈথিকা??? 😮
কথা সত্য।
আমার বন্ধুয়া বিহনে
সাব্বির, এক বছর পর আবার হবে ইনশাল্লাহ। পেটে জায়গা করতে থাকো!
You cannot hangout with negative people and expect a positive life.
ঈদের পরে আমার ইন্ডিয়া যাওয়ার একটা চান্স আছে :((
ঘুরে আসো। পুলিশ হয়ে যাবার পর সরকারী অনুমতি মিলবেনা।
সরকারি অফিসের কাকেরও বিদেশ যেতে একেবারে সর্বোচ্চ পর্যায়ের অনুমতি লাগে 🙁 এই জন্যই ডিপ্লোম্যাট হইতে চাইছিলাম :((
মিস করলাম। আপাতত ছবি ব্লগেই মনে হয় সন্তুষ্ট থাকতে হবে।
বি.দ্র. : বানানভুল এবারে বেশ কম। 🙂
নুপুদ্দা, আপনাকে মিস করব আমরা সবাই।
You cannot hangout with negative people and expect a positive life.
আমার বাসাতে ককটেল পার্টি এ্যারেঞ্জ করলে আপনাকে টিকেট পাঠিয়ে আনার ব্যাবস্থা করতাম।
You cannot hangout with negative people and expect a positive life.
ওয়াও! সম্মানিতবোধ করছি। একটা জমজমাট পার্টি আর ছবিব্লগের অপেক্ষায়....
বান্দা হাজির 😀
একা? নাকি দোকা??
You cannot hangout with negative people and expect a positive life.
বান্দির কমেন্ট পড়ে তো বোধ হচ্ছে দোকাই আসতে হবে 🙁
ঠিকাছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ঠিকাছে!
You cannot hangout with negative people and expect a positive life.
অপেক্ষায় আছি আইজুদ্দিন :dreamy: :party:
আছিব, সবুরের ফল মিষ্টি হয়!
You cannot hangout with negative people and expect a positive life.
নতুনদের জন্য ঠিকানাটা তো আগে দরকার......সিনিয়রদের প্রতি অনুরোধ...তারাতারি ডিসিশন দ্যান । কবে থেকে দাঁতে শান দিমু ঠিক করতে হইবো তো । :grr: :grr:
কবে হইলে ম্যাক্সিমামের সুবিধা হয়?
You cannot hangout with negative people and expect a positive life.
২১ তারিখ, আমার ছুটি ২২ তারিখ পর্যন্ত। ২২ তারিখ হলে এটেন্ড করতে পারবো না।
২১ তারিখ।
মেহেদী, ২৭ তারিখে ম্যানেজ করে একটা দিনের জন্য চলে আস না ভাই। লোক বল বেশী না হইলে খাওয়ার পর থালা বাসন ধুতে আমার অনেক কষ্ট হবে 😛 (মেহমান দের দিয়ে কখনও কিছু করাই না...কিন্তু তাইলে আর ছোট ভাই রা আছে কেন???)
You cannot hangout with negative people and expect a positive life.
আর কেউ করুক না করুক,আমি করতাম...বাড়ির বড় ''কাজের ছেলে'' হিসাবে সেই কস্মিঙ্কাল হইতে মাকে থালা-বাটি ধুওনে সাহায্য করিবার অভিজ্ঞতা রাখি :bash: :(( 🙁
😛
আমারে ছাড়া গেট-টুগেদার করলে পেটে পিলে হবে। দিনটা একবছর পিছানো যায় না?
দেরিতে হলেও জিতুকে ঈদ মোবারক!
আমার বন্ধুয়া বিহনে
ড়াব্বী ব্রো, ইউ নো, আপনাকে ভীষ্ষ্ন মিস করবো। এক বছর আগেই চলে আসেন না।
অগ্রীম ঈদ মোবারাক! :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
অক্টোপাস পল শেষ ভবিষ্যত বানী দিয়ে গেছে এইবছর জিটুজি করা ঠিক হবে না। থিংক এগেইন।
ঈদ মোবারাক মানে কিন্তুক জন্মদিন বুঝাইছি। 🙂
আমার বন্ধুয়া বিহনে
খাওয়ার জন্য আমরা যেকোন জায়গায় যাইতে প্রস্তুত 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাম্রুল, যে কোন যায়গায় মানে কি??? এমন ভাবে বলতেস যেন তোমারে জাহান্নমে আসতে বলা হইসে? :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
সবাই বলেন কবুল। আমরা দাওয়াত কবুল করলাম।
গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে মরহুম জ্যোতিষী পল জানিয়েছেন, ১৯ বা ২০ নভেম্বর দুপুরটা খাওয়া-দাওয়ার জন্য ভালো সময় (পল কবে, কিভাবে এই তথ্য প্রিন্সিপালকে জানিয়েছেন এ বিষয়ে কোনো প্রশ্ন বা সংশয় আলোচনার যোগ্য নয় অবশ্যই)। আমাদের মহিয়সী হোস্ট যেদিনটি বেছে নেবেন তা শিগগিরই জানিয়ে দিন। কারণ কোরবানির ঈদের সিজনে আবার দাওয়াতের ধুম পড়ে কিনা! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
প্রিন্সু স্যার, অনেকের কথা বিবেচনা করে তারিখটি ২৬ বা ২৭ তারিখে করার ব্যাপারে পূনঃবিবেচনা করার আবেদন পেশ করছি।
You cannot hangout with negative people and expect a positive life.
দেখি মরহুম অক্টোপাস পল কবর থেকে কি জানায়! B-)
পোলাপাইনের আওয়াজ নাই কেন? ওরা কবে চায়?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
২৬ বা ২৭ হইলে আমি আছি 😀
ছাব্বিশ ছাড়া বাকি সবদিন রাজী। ছাব্বিশ হলে নাই, সাতাশে আমার পরীক্ষা, সাতাশে হলে আছি 😀
২৭ তারিখ দুপুরে হলে কোন অসুবিধা নাই তো, সামিয়া?
You cannot hangout with negative people and expect a positive life.
২৭, ২৭ আপ আপ :thumbup:
সাতেও নাই, পাঁচেও নাই
চার হাত পা তুলে...আছি 😀
🙁 🙁 আমার এই জিটুজি মিস হওয়ার সম্ভাবনা প্রবল :(( :(( এই পরথম কোন জিটুজি মিস হবে :(( :(( :((
তাইলে বোধহয় এবার খুব বেশি বাজার করা লাগবে না। :grr: 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বুঝলাম না আমার ভাই ম্যাশটারে সবাই এম্নে পঁচায় ক্যান? ওর তো একটা চিকেনেই (হোল চিকেন) পেট ভরে যায়! 😕
You cannot hangout with negative people and expect a positive life.
কই, ম্যাশের তো :just: কোয়ার্টার চিকেন, ২টা কোয়ার্টার পিস নান, একটু সস, হাফ বউল মেয়োনেজ, অনেক ফ্রেঞ্চ ফ্রাই, এক গ্লাস কোক, একটা চিজ কেক আর অর্ধেকটা চকোলেট কেক খেলেই পেট ভরে যায়।
এইসকল খাবার দিয়া আমার উদর তিন সপ্তাহ ফূর্তি করিতে পারিত :bash: :dreamy:
আঁধার্বৌদি আমার পুরা খানাপিনার হিসাম এইরাম নিখুঁতভাবে মনে রাখছেন!!!!! 😮 😮
ইয়ে, আঁধার্বৌদি-এ্যাপেটাইজারের সাথে দেয়া ইয়া মোটা চিকেনের টুকরাগুলি লিস্ট থেকে বাদ গেছে মনে হয় :shy:
আহেম আহেম আপু কি আমারে কিছু বল্লা? 😕
আসতে না পারলেও সবার জন্য শুভকামনা রইলো। 🙂
দিহান, তোমাকে খুব মিস করবো।
You cannot hangout with negative people and expect a positive life.
"জিটুজি" মানে গেট টুগেদার এইটা বুঝলাম অনেক পরে। আমি তো ভাবছিলাম জিতুদির ডিজুস সংস্করণ বুঝি "জিটুজি"। যাক, শুভাকামনা সবার জন্য।জমজমাট ঈদ আড্ডা হোক। আর সবাইরে অগ্রীম ঈদ মোবারক।
=)) =)) =))
=))
আমিন, আমি মোটেও ডিজুস না, বুঝলা? :gulli2:
আর সবার জন্য শুভকামনা দিচ্ছ তুমি কি আসবা না?
You cannot hangout with negative people and expect a positive life.
ইনশাল্লাহ..।
একচুয়ালি না পারলে ভারচুয়ালি তো অবশ্যই...।
:khekz:
:khekz:
আমিন, আমিও এটাই ভাবসিলাম :))
২১ তারিখে পক্ষে জনমত চাই, আওয়াজ দেন... ;))
আওয়াজ দিলাম :thumbup:
মেহেদী ভাই, দেখেছেন, আপনি জনমত চাইলে আমি বাদে কেউ আওয়াজ দেয় না :grr:
আপনার বদলে আমি যদি আওয়াজ দিতে বলতাম, তাহলে এতক্ষণে আওয়াজে কান পাতা দায় হয়ে যাইত B-)
হ, এইজন্যি আইজকাল্কার লোকেরা নারীগো ডরায়......নারীশক্তি মহাশক্তি 😕
:gulli2: :gulli2: :gulli2:
এক্স বয়ফ্রেন্ড এবং বর্তমান স্বামীকে ভাই ডাকার অফ্রাধে আঁধার্ভাবি মতান্তরে বসাফার্ব্যাঞ্চাই 😛
পূর্ণ সমর্থন জানাচ্ছি :grr:
জি২জির দিন ধার্য করা হয়েছেঃ ২৭ নভেম্বর, ২০১২
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিটূজির দিন ২৭ তারিখের পক্ষে বিপক্ষে মন্তব্য আশা করছি।
You cannot hangout with negative people and expect a positive life.
পক্ষে কি মেনু আর বিপক্ষে থাকলে কি মেনু? ভোট তার উপর দিমু।
মেনু হবে অন রিকোয়েস্ট, তবে আমার ইচ্ছা আছে নন-ট্রেডিশনাল খাবার করার। চাইলে সেটার উপর একটা আলাদা ভোটাভূটি হয়ে যেতে পারে 🙂
You cannot hangout with negative people and expect a positive life.
নন ট্রেডিশনাল হওয়া চাই-গ্রিল্ড চিকেন(এরাবিয়ান স্টাইল) আর চিজ কেক অবশ্যই থাকবে 😀
২৬ বা ২৭ তারিখ করলে খুবই ভালো হয়। চাইর হাতপা তুল্লাম। (সম্পাদিত)
পরীক্ষা তো তাইলে পিছাইতেই হয়,২৭তারিখ শুরু হওয়ার কথা =(( :bash:
২০১২ ? তাইলে তো হাতে অঅঅঅঅঅঅন্নেক সময়!!
ও আল্লাহ, রকিব দেখি ২০১২ লিখছে, খেয়ালই তো করি নাই!!!
You cannot hangout with negative people and expect a positive life.
আচ্ছা যারা ঢাকার বাইরে থাকে তাগোর কি হবে??? ডি এইচ এলে (মতান্তরে সুন্দরবনে) খাবার পাঠানোর আর আড্ডার মাঝে থ্রী-ডি ক্যামেরার লাইভ ফিড চাই।। B-)
নাইলে জিতুপ্পিরে কইস্যা মাইনাস।। :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
একটা দিনের জন্য চলে আস, কিবরিয়া।
You cannot hangout with negative people and expect a positive life.
ফ্যামিলি মেম্বার অথবা "হইলেও হইতে পারে" ফ্যামিলি মেম্বারদের উপস্থিতিও আশা করা হচ্ছে :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
:dreamy: (হইলেও হইতে পারে) হইলো না, না হলে হয়তো নিজে না আসতে পারলেও অন্তত :just: তাহাকে( 😡 ) পাঠাইয়া দিতাম :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ডেট কি ঠিক করা হৈসে? জানলে ভালো হৈতো ... 😉
আগামী ২৮শে নভেম্বর টেরানস্পুরট নামুক বিশাল মারদাঙ্গা পরীক্ষা হওয়ার কারণে সবার আগে আমাকেই ''আছি''-লিস্ট হতে নাম প্রত্যাহার করতে হচ্ছে।
অত্যন্ত দুঃখের সাথে এই ভূরিভোজ মিস করব :(( :((
ইয়ে,তোর আর সা*** ভাবীর ভাগের চিজ কেকটা আমি খাই তাইলে? :shy:
জিটুজির ডেইট ২৭ তারিখে ধার্য্য করা হইল। ভেন্যু অবস্থান বিষাদভাবে পরবর্তী পোষ্টে জানিয়ে দেয়া হবে।
You cannot hangout with negative people and expect a positive life.
একটু দ্রুত জানাইলে ভালো হৈতো ... আমি একেবারে কালাপানির ওপাড়ের দেশ থেকে এসে হাজিরা দেয়ার ইচ্ছা রাখি 😉
আমি এক অভাগা, এমনি একটা চাকরী করি, শুক্রবারেও অফিস করতে হয়। 🙁