এই দিনে…মনে পড়ে

আমাদের সবার এই এক প্রবলেম। কিছুদিন গেলেই যেকোনো কিছুর উপর দাবি জন্মায়। নিজের বলে মনে করি। তাই তো কালকে রাত থেকেই সিসিবি এর জন্মদিনে নিজের জন্মদিনের মতো খুশি খুশি লাগতেছে। আর সিসিবি এর এডু/মডূ এর উপর রাগ। এই নিয়ে কোনো বিশেষ আয়োজন নাই বলে। প্রিন্সিপাল স্যার এর কাছ থেকেও তো একটা পোষ্ট আশা করতে পারি।

ইদানিং সিসিবি তে এতো নতুন আর কঠিন সব লেখক তাই নিজে লিখে, নিজে এবং অপরকে লজ্জার হাত থেকে রক্ষা করে চলেছি। এক সময় সিসিবি তে আমরা অল্প কয়েকজন ছিলাম তাই ফাকা মাঠে জোর করে লেখক হয়ে ভাব নেয়া যেতো। এই যুগে তা সম্ভব না। কিন্তু পুরানো অনেক ভালো লেখকদের লেখা মিস করি।নাম নিলাম না। সবাই ভালো লেখকদের চিনেন।

দেখতে দেখতে সিসিবি বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পরেই তিন প্রহরের বিলে যেতে চাইবে। আজকে অনেকদিন পরে সিসিবি তে লিখতে বসে পুরানো অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আগের গেট টুগেদার গুলা। জিতু আপির বাসায় গেট টুগেদার খুব ই জোশ হইছে কিন্তু পুরানো মানুষ গুলারে মিস করেছি।
গত বছর এই সময়ে সিসিবি এর পিকনিক করেছিলাম। এইবার কি এইরকম কিছু হবে? হইলে মনে হয় প্ল্যান করা দরকার। ইস সেই পিকনিকের ফুটবল ম্যাচের কথা মনে পড়ে গেলো।

সবাই কমেন্ট দেন, কমেন্ট না পাইলে আবার আগ্রহ পাই না লেখার। দিতে থাকেন এই ফাকে আমি ফ্রিজ থেকে একটা মিষ্টি খেয়ে আসি।

৫,৬৮৩ বার দেখা হয়েছে

৬৫ টি মন্তব্য : “এই দিনে…মনে পড়ে”

  1. রায়হান আবীর (৯৯-০৫)

    কালকে সিসিবির বাড্ডে উপলক্ষে আবেগে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, একটা ব্লগ লিখার ট্রাইও করছিলাম, কিন্তু হইলো না 🙂

    পিরা ভাই, চলেন সেলিব্রেট করি 😉

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু………………।। :grr:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    আরে রিবিন ভাই যে 🙂 কতদিন পর... যাই এই খুশিতে ফ্রিজ থেকে মিষ্টি খায়া আসি 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    কালকে সিসিবির বাড্ডে উপলক্ষে আবেগে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, একটা ব্লগ লিখার ট্রাইও করছিলাম, কিন্তু হইলো না 🙂
    পিরা রবিন, চল সেলিব্রেট করি 😉 :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:

    ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!

    B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।