একুশ নিয়ে ছোট ভাইরা নানারকম পোস্ট দিয়েছে। কবিতা, প্রবন্ধ-নিবন্ধ বা স্মৃতিচারণের পোস্ট তাই আর নয়। আজ একুশে ফেব্রুয়ারি এবিসি রেডিওতে অমর সূরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় সকাল ৯টা, ১১টা এবং বেলা ২টার খবরের পর প্রচারিত হয়েছে। সন্ধ্যা ৭টা ও রাত ১১টার খবরের পর এটি আবারো প্রচার হবে।
কেউ কেউ হয়তো ইতোমধ্যে সেটা শুনেছোও। এর বাইরেও আরো যারা আছে, সিসিবি সেই ব্লগারদের সঙ্গে এই প্রামাণ্য অনুষ্ঠানটি ভাগাভাগি করে নিতে এখানে সেটা পোস্ট করা হলো। ২৫ মিনিটের অনুষ্ঠানটি ওয়েব থেকে পোস্ট উপযোগী করতে এমপি-থ্রিতেও দুই ভাগ করতে হয়েছে। এতে মানও ভীষণ নেমে গেছে। তবু না শোনার চেয়ে শোনার সুযোগটা যাতে তোমরা নিতে পারো, তাই এই চেষ্টা।
ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় শিরোনামের এই প্রামাণ্য অনুষ্ঠানটি প্রযোজক ছিলেন এবিসির সংবাদ প্রযোজক ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের মাহমুদা সুলতানা রোমা (১৯৮৮-১৯৯৪)। একজন ক্যাডেটের কাজও সিসিবিতে নিয়ে আসার সুযোগ আমি নিলাম। প্রামাণ্য অনূষ্ঠানের ধারাবণর্না করেছেন কথাবন্ধু কিবরিয়া ও প্রযোজক রোমা।
আলতাফ মাহমুদ : ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় ১
আলতাফ মাহমুদ : ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় ২
আর এর সঙ্গে বাড়তি হিসাবে দুটি গান। একটি জীবনানন্দের কবিতা নিয়ে অজিত রায়ের গাওয়া বাংলার মুখ আমি দেখিয়াছি। এটি আমি যতো শুনি ততোই মুগ্ধ হই। জীবনানন্দের কথা, অজিত রায়ের গলার এমন প্রাণস্পর্শী যোগসূত্র!
বাংলার মুখ আমি দেখিয়াছি : অজিত রায়
অন্যটি একুশ নিয়ে সাম্প্রতিক কালের গান। সাবিনা ইয়াসমিন ও কবীর সুমনের গাওয়া একুশে জন্ম একুশে আশা । এই গানটিও ভীষণ ভালোলাগে।
অনেক অনেক ধণ্যবাদ বস ...
ঋণী হয়ে রইলাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঋণখেলাপী তাইফুর ভাইয়ের ব্যাঞ্চাই
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =))
ধন্যবাদ, সানা ভাই।
নামাইতেসি :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
লাবলু ভাই
আপনার এ পোস্টগুলি সিসিবি আর্কাইভকে দিন কে দিন সম্বৃদ্ধ করে চলেছে। আমরা একদিন এসব কালেকশন নিয়ে গর্ব করতে পারবো।
সাবিনা ইয়াসমিন ও কবীর সুমনের গানটা এই প্রথম শুনলাম। এক কথায় অসাধারন।
অজিত রায়ের গানটা আগেই শুনেছিলাম। অনেকদিন পর আপনার সৌজন্যে আবার শুনলাম। বারবার মুগ্ধ হবার মতো।
ধারা বর্ননাটা নামাচ্ছি। এটার জন্যেও অগ্রিম ধন্যবাদ।
পুরোনো দিনের সিনেমার গান নিয়ে আপনার পোস্ট দেয়ার কি হলো? মেলোডির পাশাপাশি কিছু চটুল গান চাই কিন্তু।
সাবিনা-সুমনের গানটা আসলেই ভালো হয়েছে। আর অজিত রায়ের গলা কি দারুণ!
প্রামাণ্য অনুষ্ঠানটা সম্পর্কে তো কিছু বললে না। B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই, আমার ড্রিল এখনো শেষ হয়নিঃ ABC কি?
দুঃখিত বুঝতে পারলাম না। ব্যাখ্যা করো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আদনান যদি কোম্পানির পুরা নাম জানতে চাও তাহলে সেটা হলো : Ayna Broadcasting Corporation Ltd (ABC Radio). চলবে? নাকি অন্য কিছু? ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আদনান, ব্যাটা স্ক্রু... :chup:
এবিসি হইল এফএম রেডিও চ্যানেল এর নাম... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা
বিলাডি আদনান রে একটু রগড়াইয়া আন তো। সিভিল পানি রইয়া গেছে অনেক বডিতে। x-(
তোর কলেজের ক্যাডেটের এই অবস্থা ক্যান? জলদি ওর টার্ন-আউট ঠিক করতে ক। নইলে আমি কিন্তু তোরেই রগড়ানো শুরু করুম । x-( x-(
কামরুল ভাই, ওরে রগড়ানোর জন্য হাঁক দিতেই দেখি হাওয়া...পরে অনেক বিছড়ায়া ওরে পাইলাম গাড়ির গ্যারেজে...ইঞ্জিনের মধ্যে ঢুইক্যা লুকাইতে চাইছিল, কিন্তু শারীরিক কারনে পুরা ঢুকতে না পাইরা শুধু দুই পা দিয়া বইসা ছিল... :-B
পাঙ্গাইতে চাইলেও ওর লুক দেইখ্যা আর পারি নাই... ;;) ;;) এবারের মতন মাফ কইরা দিছি...তয় এরপরও যদি ইরাম করে... :grr: :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
Life is Mad.
চমৎকার লাগছে ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ :clap: :clap:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি কি তোমারে এক কাপ চা দিমু। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এট্টু বিরানি হইলে ভাল হতো :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পোস্ট তো খোলাই আছে। যাইয়া ডাইনোসোরের বিরানি খাইয়া আসো। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জুনা ভাই আর মাস্ফু ভাই ব্যারিকেড খাড়া কইরা পাহারা দিতাছে। কাউরে ঢুক্তে দিচ্ছে না :(( :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
একুশে গানটা আমার খুবই পছন্দের একটা গান। অনেক অনেক ধন্যবাদ লাবলু ভাইকে। :boss: :salute:
একুশের গানটা একটা কলজা ছেঁড়া গান .....
অনেক অনেক ধন্যবাদ লাবলু ভাই।
:salute:
সৈয়দ সাফী
:salute:
সানা ভাই ধন্যবাদ। ডাউনলোড করলাম।
লাবলু ভাইকে :salute:
সানা ভাই,
খুব ভালো লাগলো, প্রোগ্রাম আর গান দুটোই। :salute:
অফ টপিকঃ
মাহমুদা আপা (১৯৮৮-৯৪) না ৮৭-৯৩ আমাদের এক ব্যাচ সিনিয়র।
ওয়ে ওয়ে, আমার ব্যাচ মেট, :tuski: :tuski:
৮৭ এর সব কয়টা এত বস পাব্লিক ক্যান? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া, ঠিক এই কথাটা লেখার পর আপনার ভাব বেড়ে যাবে বলে আবার মুছে দিলাম...।। 🙂
সংশোধিত মন্তব্য হবে,
:-B :-B :-B
=)) =)) =)) =)) =))
সরি এভাবে সামনাসামনি বোধহয় হাসা ঠিক হল না... :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz:
হাসাহাসি করে কুন লাভ নাই, সত্য কখনো চাপা থাকেনা, সত্যের বিস্ফোরণ ঘটবেই :-B :-B :ahem: :ahem:
:gulti:
😕 😕 😕
Life is Mad.
কাজটা মোটের উপর অনেক সুন্দর।
পুরো কাজে সবচেয়ে দুর্বল দিক আমার মনে হয় রোমার কন্ঠ।
দূর আমার ব্যাঞ্চাই। :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহারে কত রক্ত আর ত্যাগে বিনিময়ে এই স্বাধীনতা,
সবাইকে আমার সশ্রদ্ধ সালাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
Life is Mad.