ফুল দিতে যাবো আমি বলো তো কোথায়

একুশ নিয়ে ছোট ভাইরা নানারকম পোস্ট দিয়েছে। কবিতা, প্রবন্ধ-নিবন্ধ বা স্মৃতিচারণের পোস্ট তাই আর নয়। আজ একুশে ফেব্রুয়ারি এবিসি রেডিওতে অমর সূরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় সকাল ৯টা, ১১টা এবং বেলা ২টার খবরের পর প্রচারিত হয়েছে। সন্ধ্যা ৭টা ও রাত ১১টার খবরের পর এটি আবারো প্রচার হবে।

কেউ কেউ হয়তো ইতোমধ্যে সেটা শুনেছোও। এর বাইরেও আরো যারা আছে, সিসিবি সেই ব্লগারদের সঙ্গে এই প্রামাণ্য অনুষ্ঠানটি ভাগাভাগি করে নিতে এখানে সেটা পোস্ট করা হলো। ২৫ মিনিটের অনুষ্ঠানটি ওয়েব থেকে পোস্ট উপযোগী করতে এমপি-থ্রিতেও দুই ভাগ করতে হয়েছে। এতে মানও ভীষণ নেমে গেছে। তবু না শোনার চেয়ে শোনার সুযোগটা যাতে তোমরা নিতে পারো, তাই এই চেষ্টা।

ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় শিরোনামের এই প্রামাণ্য অনুষ্ঠানটি প্রযোজক ছিলেন এবিসির সংবাদ প্রযোজক ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের মাহমুদা সুলতানা রোমা (১৯৮৮-১৯৯৪)। একজন ক্যাডেটের কাজও সিসিবিতে নিয়ে আসার সুযোগ আমি নিলাম। প্রামাণ্য অনূষ্ঠানের ধারাবণর্না করেছেন কথাবন্ধু কিবরিয়া ও প্রযোজক রোমা।

আলতাফ মাহমুদ : ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় ১

আলতাফ মাহমুদ : ফুল দিতে যাবো আমি বলো তো কোথায় ২

আর এর সঙ্গে বাড়তি হিসাবে দুটি গান। একটি জীবনানন্দের কবিতা নিয়ে অজিত রায়ের গাওয়া বাংলার মুখ আমি দেখিয়াছি। এটি আমি যতো শুনি ততোই মুগ্ধ হই। জীবনানন্দের কথা, অজিত রায়ের গলার এমন প্রাণস্পর্শী যোগসূত্র!

বাংলার মুখ আমি দেখিয়াছি : অজিত রায়

অন্যটি একুশ নিয়ে সাম্প্রতিক কালের গান। সাবিনা ইয়াসমিন ও কবীর সুমনের গাওয়া একুশে জন্ম একুশে আশা । এই গানটিও ভীষণ ভালোলাগে।

একুশে জন্ম একুশে আশা : সাবিনা ইয়াসমিন ও কবীর সুমন

৩,৫২০ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “ফুল দিতে যাবো আমি বলো তো কোথায়”

  1. লাবলু ভাই
    আপনার এ পোস্টগুলি সিসিবি আর্কাইভকে দিন কে দিন সম্বৃদ্ধ করে চলেছে। আমরা একদিন এসব কালেকশন নিয়ে গর্ব করতে পারবো।

    সাবিনা ইয়াসমিন ও কবীর সুমনের গানটা এই প্রথম শুনলাম। এক কথায় অসাধারন।

    অজিত রায়ের গানটা আগেই শুনেছিলাম। অনেকদিন পর আপনার সৌজন্যে আবার শুনলাম। বারবার মুগ্ধ হবার মতো।

    ধারা বর্ননাটা নামাচ্ছি। এটার জন্যেও অগ্রিম ধন্যবাদ।

    পুরোনো দিনের সিনেমার গান নিয়ে আপনার পোস্ট দেয়ার কি হলো? মেলোডির পাশাপাশি কিছু চটুল গান চাই কিন্তু।

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    কাজটা মোটের উপর অনেক সুন্দর।

    পুরো কাজে সবচেয়ে দুর্বল দিক আমার মনে হয় রোমার কন্ঠ।

    দূর আমার ব্যাঞ্চাই। :thumbdown:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।