একসময় ছিল ক্যাডেট কলেজ মানেই পুরুষরাজ্য। শিক্ষার্থী পুরুষ, শিক্ষক পুরুষ- যেদিকে চোখ যায় শুধুই পুরুষ, সে বালক হোক, যুবক হোক বা প্রবীণ। আমরা ছিলাম সেই যুগের।
তারপর এরকম একটি-একাধিক নারীরাজ্যও তৈরি হলো। তবে তারা কিছু পুরুষ শিক্ষক, কর্মকর্তা ওই রাজ্য পেত। আর পুরুষরাজ্যেও শিক্ষক হিসাবে কিছু নারীর অনুপ্রবেশ ঘটলো সময়ের দাবিতে। এই যুগের প্রডাক্ট হলো সিসিবির অধিকাংশ ব্লগাররা।
ফলে ক্যাডেট কলেজে নারী দিবস মানে কলেজের বিশেষ বিশেষ দিনগুলোতে শিক্ষকদের স্ত্রী-কন্যাদের চকিত দেখা আর পেরেন্টস ডে’গুলো। মাসে একবার ঘন্টা তিনেকের জন্য ক্যাডেটদের মা আর বোনেরা ওই ক্যাম্পাস মরুভূমিতে নারী দিবসের পরিবেশ নিয়ে আসতো।
ওই রাজ্যের বাইরে এসে জানলাম আন্তর্জাতিক নারী দিবসের কথা। বছরের এই দিনটিতে, প্রতিবছর ৮ মার্চ আমরা বিশেষ করে নারীদের বঞ্চনা-অর্জন, নির্যাতন-স্বাধীনতার কথা ভালোভাবে শোনা যায়। অনেকেই মনে করেন, একটা দিন ধরে এইরকম দিবস পালন আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। এটা লোক দেখানো, কর্পোরেট বাণিজ্যের নতুন মাত্রা। আবার বিরুদ্ধবাদীরা মনে করেন, হোক না একটা দিন। এটা তো জানান দেয়, নারীরা আজো কতোটা অধিকারহীন, কতোটা পিছিয়ে পড়া আর বঞ্চনা ও লাঞ্ছনার শিকার। আর এটা বৈষম্যটা হচ্ছে, মানুষ হিসাবে শুধুমাত্র বায়োলজিক্যাল কিছু পার্থক্যের কারণে।
এবারের নারী দিবসে সিসিবিতে কোনো পোস্ট দেখলাম না। এর প্রধান কারণ হয়তো সিসিবিতে পুরুষ প্রাধান্য। তবুও রক্ষা যে স্বল্প সংখ্যায় হলেও নারীর উপস্থিতি এখানে রয়েছে। আজকের এই দিনটাতে সিসিবির সব নারী ব্লগারদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর সুযোগটা হারাতে চাই না। :hatsoff: বোনেরা। তোমাদের জন্য সব শুভকামনা। বিশেষ করে ছোট বোন সামিয়া, তুমি যে নতুন লড়াইয়ের পথে নেমেছো, নিশ্চিত থেকো সব সময় এই ভাইয়েরা তোমার সাথেই থাকবে।
আরো শুভকামনা সেইসব নারীদের জন্য যারা গত ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তাদের সবচেয়ে কাছের মানুষগুলোকে হারিয়েছেন।
এবারের নারী দিবসে এবিসি রেডিও ছিল নারীর “দখলে”। আমাদের নারী সহকর্মীরা আজ সব সংবাদ আর বিনোদন অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করেছেন। ফলে আজকের দিনটিতে এই স্টেশনে পুরুষের কণ্ঠ শোনা গেছে সামান্যই। পুরুষ সহকর্মীরা সহযোগী হয়ে তাদের পাশে থেকেছেন। নারী আর পুরুষ সহকর্মীরা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নারীরা পুরুষদের শার্টে গেঁথে দেন বেগুনি রিবন। আর পুরুষ সহকর্মীরা কেক দিয়ে আপ্যায়ন করেন সবাইকে।
এবিসি রেডিও নিয়ে ব্লগের অনেকের আগ্রহের কারণে এখানে আজকের অনুষ্ঠানের দুটি আলোকচিত্র ভাগাভাগি করছি।
বোঝাই যাচ্ছে কেক কেটে দিনটি উদযাপন করছেন এবিসির নারী কর্মীরা। স্টেশনের লোকবলের প্রায় অর্ধেকই নারী।
এই নারী রাজ্যে একা এই লোকটাকে চেনা যাচ্ছে? কি বিপজ্জনক অবস্থায় ছিলাম কল্পনা করো!!
গান ছাড়া কি নারী দিবস ভাবা যায়? নজরুল কিভাবে ওই সময় জাগো নারী জাগো বহ্নিশিখার মতো এমন একটা গান লিখেছিলেন? চলো সবাই শুনি।
নারীদের ভালো পাই 🙂
সেইডা তো তুমি নানাভাবেই এর আগে জানান দিছ। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: :shy: :shy: আমিও অনেএএএএএএক ভালা পাই... :shy:
মাস্ফ্যু : এইডা :just: নতুন কি?? এই ব্লগের সবাই ইতোমধ্যে জেনে গেছে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি মাসুম। সত্য কথা বলি।
ফুল পাইছি, রিবন পাইছি। কেক পাইলাম না কেন? লাবলু ভাইয়ের ব্যাঞ্চাই। শারমিনেরও ব্যাঞ্চাই...
যা পাইছো, ওইগুলা তো বোনাস। এবিসির নারীরা তোমাদের দিয়েছে বলে। কেকটাতো আমরা পুরুষরা কিনছি। তাই হাউসের বাইরে কাউরে ভাগ দিই নাই!! :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এতোজন নারীবেষ্টিত লাবলু ভাইকে ইর্ষা হচ্ছে। 😛
লাবলু ভাইকে নারী দিবসের শুভেচ্ছা। 😉
শুভকামনা সকল নারীদের।
জগতের সকলপ্রানী সুখী হউক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুমিও যখন বড় বড় তারকাদের (নারী) নিয়া নাটক বানাও, তখন আমাগোর শরম লাগে!! :shy: :shy: :shy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বড় হয়া আমিও লাবলু ভাই হইতে চাই। 🙁
অফটপিক: লাবলু ভাই, কথা বন্ধুতো কথা বললোনা :((
সাতেও নাই, পাঁচেও নাই
আমিও চাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
জিহাদ : বড় হয়ে তো আমার মতো হতে পারবে না, বুড়া হতে হবে!! ;;)
রাশেদ : বুড়া হও বাপ!! :-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁 😛
তুমি কিছু কইতে চাও? সাহস কইরা কইয়া ফালাও। :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া,
অনেক ধন্যবাদ। :salute:
সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।
শুভ কামনা আপু। ভালো থেকো। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মডুদের প্রতি:
ফেনি (FGCC) এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (JGCC) এর কোনো ব্যাচ কি এখন পর্যন্ত বেরিয়েছে? এদের নাম আমার মনে হয় এখানে যোগ করা উচিত। এখন ১২ টা কলেজ - ৩টা মেয়েদের ৯ টা ছেলেদের।
না তারা এখনো বের হবার সোভাগ্য অর্জন করেনাই
মাত্র এস এস সি পরীক্ষার্থী 🙁
একেবারে আপ-টু-ডেট! কবে বাইর অইছে দেখতে হইবো না!! :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:goragori: :goragori:
শুভ নারী দিবস সবাইকে B-)
নারী দিবস্ উপলক্ষে আজ কোনো পুরুষ লোকের সাথে কথা বলিনাই(ফোনে) :shy:
:pira: :khekz: :khekz:
:clap:
ফুল রিবন কেক কিছুইতো পাইলামনা আমরা লাবলু ভাই :(( :((
এতোজন নারীবেষ্টিত লাবলু ভাইকে সত্যি সত্যি খুব ইর্ষা হচ্ছে। 😛
এইজন্য, ইয়ে মানে, না থাউক, কারোই ব্যাঞ্চাইনা 😀
সবাইকে শুভেচ্ছা B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি অন্তঃত এই ঝামেলা থেকে মুক্ত... :tuski:
কাইয়ূম ভাই, আপনার ব্যান চাই...(এমনি এমনি... ;;) ) :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইয়ূম : কিছু পাইতে হইলে কিছু দিতে হয়!! 😉
জুনা : কোন ঝামেলামুক্ত? নারী? নাকি ..........ফল টক!! 😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঝামেলামক্ত হবার কারণ কাইয়ূম ভাই কারো ব্যান চাইতে গিয়েও চাইলেন না...অথচ আমি চামে ঠিকই চাইলাম... 😀
সানা ভাই, আপ্নের সঠিক কিন্তু ইংগিতপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি... 😛 :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ফুল রিবন কেক কিছুইতো পাইলামনা সানা ভাই,
আমিও ফুল রিবন দ্রুত চাই,
নারীদের আমি ভালো পাই,
আমার পাশে :just: ফ্রেন্ড নাই
এইমাত্র সব পাঠাইলাম। কেকটা কেমুন হইছে জানাইয়ো!! =)) =)) =))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
একা একা কেক খাওয়ার জন্য সানা ভাই এর............ ইয়ে মানে দাওয়াত চাই কথা বন্ধুদের সাথে
:thumbup: :thumbup:
সানা ভাই সানা ভাই
সেটা তো আপনার কেকসমেত হাসি হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :goragori: :goragori:
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
প্রথম ছবিতে পিছনে গোলাপ ফুল হাতে একজনকে দেখা যাইতেছে! ব্যাটা ফাউল...... x-( x-(
ইহাকে বলে ঈর্ষা!! x-( ফোস্ x-( ফোস্ x-( ফোস্..................
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, সত্যি কথা হল- আপনাকে দেখেই ঈর্ষা হচ্ছে! 🙁 🙁
😕 😮
ইস এই বিপদজনক অবস্থা আমার হয় না ক্যান? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup:
:thumbdown: ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বিপদে আছি - সানাউল্লাহ লাবলু 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বিপদ কাটানোর জন্য মিলাদ দেন তাড়াতাড়ি।
মিলাদের তবারুক বিলাইবো লাবলু ভাইয়ের আশে-পাশের (ছবি কথা কয়)......।
না হইলে বরকত হইব না কইলাম 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বরকত কি চিটাগাং পর্যন্ত যাইবো?? :dreamy: :dreamy: :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আবার জিগায়............
টেনশন নিয়েন না বস......।। মিলাদ ডাকেন শুধু......।।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
টেনশন না নিয়া কি উপায়......... ছোট ভাইয়ের আবদার কিনা!!
ঠিক আছে, চিটাগাংয়ে যখন স্টেশন করমু, কথাবন্ধু রিক্রুট করমু তখন না হয়, ওইখানে একটা মিলাদ দিমুনে। তয় বছর দুয়েক অপেক্ষা করণ লাগবো আর কি! বেশিও লাগতে পারে!! :-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:gulti: এম্নে তবারুক পাঠাইয়া দেন
~x( মানে :gulti: এম্নে তবারুক পাঠাইলে তো চিটাগাং না গিয়া বঙ্গোপসাগরে নইলে চিম্বুক পাহাড়ে গিয়াও পিড়তে পারে!! আমার টিপ তো ঠিক নাই! সিভিলিয়ান না??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
একটু বেশি কইরা টাইনা :gulti: মাইরেন। আমগো দিকে চইলা আইলে চামে খাইয়া লমু নে। :awesome:
:khekz: :khekz:
=))
এটা তো পেশার বিপদ!! মিলাদও হইয়া গেছে আগেই!! অহন কি করি? ঠিক আছে এ মাসের শেষে না হয় আরেকটা মিলাদ হইলোই। 😉 😉 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়ে মানে, আফটার মিলাদ এক টা ডিজে হইলে কিন্তু মন্দ হবে না
হ্যা, ডিসকো দিওয়ানে.......................
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:tuski:
x-( ওই মিইয়া আপনে না বিবাহিত???ভাবীরে ডাকুম??? x-(
নারী দিবসে নিজের অফিসে সিসিবিতে জরুরি কাজে ব্যস্ত!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই কেনো এতো কষ্ট করেন? নারীদের দিলেই তো হয় (পালাইইইইইই)
B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পরের বছর এই দেখবেন। 🙂
অপেক্ষায় থাকলাম। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
নারী দিবস উপলক্ষ্য আমার একটা পোস্ট দেয়ার খুব ইচ্ছা ছিল। সর্বকালের সেরা নারী দার্শনিক হাইপেশিয়া কে নিয়ে। কিন্তু পরীক্ষার কারণে কিছুই হল না। নারী দিবস উপলক্ষ্য তাই আমার মতে সর্বকালের সেরা কয়েকজন নারী বিজ্ঞানীর নাম দিয়ে দায়িত্ব সাড়ি...
http://www.bigganpuri.wordpress.com/
এই সাইটের হেডার ইমেজে যাদের ছবি আছে এরাই সবচেয়ে বিখ্যত নারী বিজ্ঞানী। তাদের নামগুলা লিখে দেই: (বাম থেকে ডানে)
- Hypatia (হাইপেশিয়া)
- Marie Curie (মারি কুরি)
- Barbara McClintock (বারবারা ম্যাকক্লিন্টক)
- Lise Meitner (লিজে মাইটনার)
- Maria Goeppert-Mayer (মারিয়া গ্যোপের্ট-মায়ার)
- Rosalind Franklin (রোজালিন্ড ফ্রাংকলিন)
পরিশিষ্ট: প্রতিনিয়ত ছোট ভাইদের সকল দাবী দাওয়া মিটিয়ে যাওয়ার জন্য লাভলু ভাইকে :salute: 😉