জাগো নারী জাগো বহ্নিশিখা

একসময় ছিল ক্যাডেট কলেজ মানেই পুরুষরাজ্য। শিক্ষার্থী পুরুষ, শিক্ষক পুরুষ- যেদিকে চোখ যায় শুধুই পুরুষ, সে বালক হোক, যুবক হোক বা প্রবীণ। আমরা ছিলাম সেই যুগের।

তারপর এরকম একটি-একাধিক নারীরাজ্যও তৈরি হলো। তবে তারা কিছু পুরুষ শিক্ষক, কর্মকর্তা ওই রাজ্য পেত। আর পুরুষরাজ্যেও শিক্ষক হিসাবে কিছু নারীর অনুপ্রবেশ ঘটলো সময়ের দাবিতে। এই যুগের প্রডাক্ট হলো সিসিবির অধিকাংশ ব্লগাররা।

ফলে ক্যাডেট কলেজে নারী দিবস মানে কলেজের বিশেষ বিশেষ দিনগুলোতে শিক্ষকদের স্ত্রী-কন্যাদের চকিত দেখা আর পেরেন্টস ডে’গুলো। মাসে একবার ঘন্টা তিনেকের জন্য ক্যাডেটদের মা আর বোনেরা ওই ক্যাম্পাস মরুভূমিতে নারী দিবসের পরিবেশ নিয়ে আসতো।

ওই রাজ্যের বাইরে এসে জানলাম আন্তর্জাতিক নারী দিবসের কথা। বছরের এই দিনটিতে, প্রতিবছর ৮ মার্চ আমরা বিশেষ করে নারীদের বঞ্চনা-অর্জন, নির্যাতন-স্বাধীনতার কথা ভালোভাবে শোনা যায়। অনেকেই মনে করেন, একটা দিন ধরে এইরকম দিবস পালন আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। এটা লোক দেখানো, কর্পোরেট বাণিজ্যের নতুন মাত্রা। আবার বিরুদ্ধবাদীরা মনে করেন, হোক না একটা দিন। এটা তো জানান দেয়, নারীরা আজো কতোটা অধিকারহীন, কতোটা পিছিয়ে পড়া আর বঞ্চনা ও লাঞ্ছনার শিকার। আর এটা বৈষম্যটা হচ্ছে, মানুষ হিসাবে শুধুমাত্র বায়োলজিক্যাল কিছু পার্থক্যের কারণে।

এবারের নারী দিবসে সিসিবিতে কোনো পোস্ট দেখলাম না। এর প্রধান কারণ হয়তো সিসিবিতে পুরুষ প্রাধান্য। তবুও রক্ষা যে স্বল্প সংখ্যায় হলেও নারীর উপস্থিতি এখানে রয়েছে। আজকের এই দিনটাতে সিসিবির সব নারী ব্লগারদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর সুযোগটা হারাতে চাই না। :hatsoff: বোনেরা। তোমাদের জন্য সব শুভকামনা। বিশেষ করে ছোট বোন সামিয়া, তুমি যে নতুন লড়াইয়ের পথে নেমেছো, নিশ্চিত থেকো সব সময় এই ভাইয়েরা তোমার সাথেই থাকবে।

আরো শুভকামনা সেইসব নারীদের জন্য যারা গত ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তাদের সবচেয়ে কাছের মানুষগুলোকে হারিয়েছেন।

এবারের নারী দিবসে এবিসি রেডিও ছিল নারীর “দখলে”। আমাদের নারী সহকর্মীরা আজ সব সংবাদ আর বিনোদন অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করেছেন। ফলে আজকের দিনটিতে এই স্টেশনে পুরুষের কণ্ঠ শোনা গেছে সামান্যই। পুরুষ সহকর্মীরা সহযোগী হয়ে তাদের পাশে থেকেছেন। নারী আর পুরুষ সহকর্মীরা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নারীরা পুরুষদের শার্টে গেঁথে দেন বেগুনি রিবন। আর পুরুষ সহকর্মীরা কেক দিয়ে আপ্যায়ন করেন সবাইকে।

এবিসি রেডিও নিয়ে ব্লগের অনেকের আগ্রহের কারণে এখানে আজকের অনুষ্ঠানের দুটি আলোকচিত্র ভাগাভাগি করছি।

080320091116-ok1

বোঝাই যাচ্ছে কেক কেটে দিনটি উদযাপন করছেন এবিসির নারী কর্মীরা। স্টেশনের লোকবলের প্রায় অর্ধেকই নারী।

080320091126-ok1

এই নারী রাজ্যে একা এই লোকটাকে চেনা যাচ্ছে? কি বিপজ্জনক অবস্থায় ছিলাম কল্পনা করো!!

গান ছাড়া কি নারী দিবস ভাবা যায়? নজরুল কিভাবে ওই সময় জাগো নারী জাগো বহ্নিশিখার মতো এমন একটা গান লিখেছিলেন? চলো সবাই শুনি।

৭,১৩০ বার দেখা হয়েছে

৭০ টি মন্তব্য : “জাগো নারী জাগো বহ্নিশিখা”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    এতোজন নারীবেষ্টিত লাবলু ভাইকে ইর্ষা হচ্ছে। 😛

    লাবলু ভাইকে নারী দিবসের শুভেচ্ছা। 😉

    শুভকামনা সকল নারীদের।
    জগতের সকলপ্রানী সুখী হউক।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মডুদের প্রতি:
    ফেনি (FGCC) এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (JGCC) এর কোনো ব্যাচ কি এখন পর্যন্ত বেরিয়েছে? এদের নাম আমার মনে হয় এখানে যোগ করা উচিত। এখন ১২ টা কলেজ - ৩টা মেয়েদের ৯ টা ছেলেদের।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফুল রিবন কেক কিছুইতো পাইলামনা আমরা লাবলু ভাই :(( :((
    এতোজন নারীবেষ্টিত লাবলু ভাইকে সত্যি সত্যি খুব ইর্ষা হচ্ছে। 😛
    এইজন্য, ইয়ে মানে, না থাউক, কারোই ব্যাঞ্চাইনা 😀
    সবাইকে শুভেচ্ছা B-)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)
    এই নারী রাজ্যে একা এই লোকটাকে চেনা যাচ্ছে? কি বিপজ্জনক অবস্থায় ছিলাম কল্পনা করো!!

    সেটা তো আপনার কেকসমেত হাসি হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে... :thumbdown:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. মুহাম্মদ (৯৯-০৫)

    নারী দিবস উপলক্ষ্য আমার একটা পোস্ট দেয়ার খুব ইচ্ছা ছিল। সর্বকালের সেরা নারী দার্শনিক হাইপেশিয়া কে নিয়ে। কিন্তু পরীক্ষার কারণে কিছুই হল না। নারী দিবস উপলক্ষ্য তাই আমার মতে সর্বকালের সেরা কয়েকজন নারী বিজ্ঞানীর নাম দিয়ে দায়িত্ব সাড়ি...

    http://www.bigganpuri.wordpress.com/

    এই সাইটের হেডার ইমেজে যাদের ছবি আছে এরাই সবচেয়ে বিখ্যত নারী বিজ্ঞানী। তাদের নামগুলা লিখে দেই: (বাম থেকে ডানে)

    - Hypatia (হাইপেশিয়া)
    - Marie Curie (মারি কুরি)
    - Barbara McClintock (বারবারা ম্যাকক্লিন্টক)
    - Lise Meitner (লিজে মাইটনার)
    - Maria Goeppert-Mayer (মারিয়া গ্যোপের্ট-মায়ার)
    - Rosalind Franklin (রোজালিন্ড ফ্রাংকলিন)

    পরিশিষ্ট: প্রতিনিয়ত ছোট ভাইদের সকল দাবী দাওয়া মিটিয়ে যাওয়ার জন্য লাভলু ভাইকে :salute: 😉

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।