আজাইরা পোস্ট

১। আমরা বিপুল বেগে গিয়ে এখন কম বিপুল বেগে ১০০০ সদস্যের দিকে এগিয়ে চলেছি।
২। পোলাপাইন আইজকাল সব কঠিন কঠিন পুস্টাইতাছে। বুজতে ম্যালা কস্ট।
৩। রকিব পুলাডা পোস্ট না পইড়াই পরথম হবার লাইগা পোস্টে খালি হাসি দিতাছে।
৪। অনেক পোলাপাইন জন্মদিন পালন করতাছে।
৫। সানা ভাইরে অনেকদিন দেখা যাইতেছে না।
৬। আমারেও অনেকদিন দেখা যাইতেছে না।
৭। কামরুল নতুন দাড়ি রাখছে।
৮। ভুল হইছে, সানা ভাই দুই দিন আগে একখান পোস্ট দিছেন।
৯। বরিশাল অহনো পোস্টে ফাস্‌ট কেলাস। হুহ্‌ হুহ্‌ হু।
১০। আর কিছু খুইজা পাইতাছি না।
১১। ওহ, অফিসে বইসা Win7 ইউজ করতাছি।
১২। আমার গ্রুপ চেঞ্জ হয়া অহন .NET4 এ কাম করতাছি। বহুত ঝামেলার কোডবেজ। Visual Studio 10 দিয়া কোড করতাছি, মাগার অইডাই বাগে ভর্তি। খালি ক্র্যাশ করে। কাম করাই মুশকিল।
১৩। ম্যালা আজাইরা গ্যাজাইলাম। ফুটি। (চামে দিয়া বামে বরিশালের পোস্ট অহন ৩১৪)
১৪। পুনশ্চঃ আরো কিছু মনে পড়লে এই পোস্টখানা আপডেট হইবার পারে। নাহ্‌, এইবার সত্যি ফুটি।
১৫। সেলিনা আপা মনে লয় এই পরথম আমার পোস্টে কমেন্টাইছে।
১৬। মাস্ফু পোলাডার খাপো খাপো অহনো যায় নাই। যা, বাইরে গিয়া এক পায়ে খাড়ায়া থাক।
১৭। তৌফিক পোলাডা অনেকদিন পর একখান পোস্ট দিসে, মাগার মন খারাপ করা পোস্ট। অরে আর কিছু কইলাম না।
১৮। কাম্রুলতপু পোলাডা কঠিন একখান পোস্ট দিয়া মাথাডা আউলাইয়া দিসে।
১৯। অনেক দিন ফটূকব্লগ নাকি যানি সেলোগ্রাফি দেহি না।
২০। ফয়েজ ভাই কই গেলেন?
২১। রায়হান আবীরের দেখা পাওয়া গেছে।
২২। নাজমুল পোলাডা ভালই দেহাইতেছে। ডিভিডি নাইরে ভাই। অফিস নেটয়ার্ক থিকা ইন্সটল করছি। এই বছরের শেষে Win7 রিলিজ হইবো। তহন একখান পাইরেটেড কপি যোগার কইরা নিস।
২৩। ইদানিং মাহমুদ ফয়সালের পোস্ট পইড়া মন ভইরা যাইতেছে…আসলেই কিন্তু…ফাইজলামি না। আমাগো প্রিন্সিপালের ভাষায় “কিপ ইট আপ”।
২৪। নেক্সট বছর পরথম দিকে দ্যাশে আহনের সম্ভাবনা আছে। সবাইরে স্টারে দাওয়াত। মাস্ফু আইলে সবাই নিজ দায়িত্তে খাইবেন। শর্ট পরলে আমি কিছু জানিনা।
২৫। ব্লগের কনিষ্ঠতম সদস্য মোরসালিন বিল্লাহ, সদস্য নং ৯২১, কিছুক্ষন আগে ব্লগে যোগদান করিয়াছে। স্বাগতম।

৮,২১১ বার দেখা হয়েছে

৯১ টি মন্তব্য : “আজাইরা পোস্ট”

  1. তৌফিক
    Visual Studio 10 দিয়া কোড করতাছি, মাগার অইডাই বাগে ভর্তি।

    হাসতে হাসতে পিরা গিলাম। ক্ষুদ্রনরম কোম্পানিও তাইলে ক্ষুদ্রনরমে আক্রান্ত...

    মিয়াভাই আছেন কেমুন? ভাবিরে সালাম দিয়েন। 🙂

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া অনেক কিছু মিস হইল তো। যেমন নূপুর ভাই কবিতা লেখতাছে না, জুনা ভাই কমেন্টায় না, বরিশালের ট্রাম্পকার্ড সায়েদ ভাই অনুপস্থিত ......
    আপনিও বহুদিন পরে লেখলেন।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    😀 😀
    লাষ্ট পুষ্টে আমি পইড়াই ফার্ষ্ট হইছিলাম B-)
    মুরতজা ভাই, প্রাপ্তবয়স্ক পুষ্ট পড়তে মন চায় O:-) O:-)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)
    ৯। বরিশাল অহনো পোস্টে ফাস্‌ট কেলাস। হুহ্‌ হুহ্‌ হু।

    B-) B-)

    ১। ওহ, অফিসে বইসা Win7 ইউজ করতাছি।

    ভাই আমারে একটা ডিভিডি দ্যান না 🙁
    মাশ্রুফ ভাই এর তো বিল দিয়া দিবেন আমারে ডিভিডি দ্যান 😀

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    মাস্ফু নামে তো এখন আর কেউ নাই, যে আছে তারে সবাই 'জামাই' বইলা ডাকে। এইটার আপডেট চাই।

    আমি দাঁড়ি ফালাইয়া দিছি, কিন্তু দাঁত সারে নাই এখনো পুরোপুরি।

    গতকাল ফয়েজ ভাইরে নতুন পোস্ট লিখতে বলায় উনি আমারে বলছে 'লেখা হইতেছে সেক্সের মতো, জোর করে হয় না'

    মুহাম্মদ এখনো আমার সিনেমার ডিভিডি ফেরত দেয় নায়, মাইরা দিছে মনে হয়।

    রায়হান আবীর প্রেমে পইড়া ডুবুহাবু খাচ্ছে। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    মাস্ফু নামে তো এখন আর কেউ নাই, যে আছে তারে সবাই ‘জামাই’ বইলা ডাকে। এইটার আপডেট চাই।

    x-( কামরুল ভাই,একটা খুনাখুনি না বাধাইয়া দেখি আপনে ছাড়বেন না x-(

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আরে মরতুজা নাকি? কেমুন আছো? পার্বতী তোমারে সিসিবিতে সময় দিতে দিলো??

    (নিজে একটা চরম ফাঁকিবাজ, অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে!! x-( x-( x-( )


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. আদনান (১৯৯৭-২০০৩)

    আর আমি যে সিরিজ + ইন-বিটউইন পোস্ট দিয়া দিয়া ওভারলোড করায়া সিসিবি'র সার্ভার ব্রেকডাউন করানোর চেষ্টায় আছি সেই আতঙ্কের কথাও তো কিছু কইলেন না!!!

    মনে হয় আরো বাড়ানো লাগবো... এই কয়টায় সিস্টেম বার্স্ট করানো যাইবোনা!! খারান এইবার আইতাসি..................... :gulli2: :gulli2: :gulli2:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।