বইমেলা’য় মোস্তফা মামুন ভাইয়ের নতুন বই

‘ক্যাডেট নাম্বার ৫৯৫’র পর থেকে আমার প্রিয় লেখকদের তালিকায় মামুন ভাইয়ের নাম। মোস্তফা মামুন। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, লেখক। আমাদের কাছে অবশ্য তার বড় পরিচয় তিনি আমাদের ক্যাডেট কলেজের বড় ভাই। সেজন্যে তার লেখা নিয়ে হয়তো আমার মধ্যে (আমার ধারনা আমাদের অনেকের মধ্যেই) মাঝে মাঝে বাড়তি উচ্ছাস কাজ করে। কিন্তু সত্যি কথা হলো, লেখক হিসেবে ক্যাডেট ছাড়া অন্যদের কাছে তিনি আরো বেশি জনপ্রিয়।

ক্যাডেট কলেজের প্রেক্ষাপট বলে নয় সব মিলিয়েই ‘কলেজ ক্যাপ্টেন’র মতো দারুন উপন্যাস আমি অনেক দিন পড়িনি। খেলা নিয়ে তার লেখা গুলি যেমন মুগ্ধ হয়ে পড়ি তেমনি মুগ্ধ হয়ে পড়েছি তার ‘দ্বিতীয় প্রিয় মানুষ’ আর ‘রিমি আজ চলে যাবে’। সিসিবিতে আমরা সবাই একসঙ্গে পড়েছি ‘গাধা জহির মাস্তান রাজিব’ আবার আমার নন-ক্যাডেট বন্ধু-বান্ধবরা অনেকেই বলেছে , তোদের মোস্তফা মামুন ভাইয়ের ‘ভাইস প্রিন্সিপাল স্যার’ পড়লাম, দারুন। শুনে আমি গর্বিত হয়েছি। সাম্প্রতিক কালে লিখা গোয়েন্দা সিরিজ “তনু কাকা”র বইগুলি তো প্রতিবার সত্যজিতের সেই ফেলুদা’র কথা মনে করিয়ে দেয়।

আমি তাই মামুন ভাইয়ের মুগ্ধ পাঠক। দেখা হলে বা আড্ডায় বসলে সবার আগে জানতে চাই সামনে কি বই আসছে।

বইমেলা চলে এসেছে। অন্যবারের চেয়ে এবার একটু আগেই মামুন ভাইয়ের বেশ কিছু বই মেলায় আসবে। এখন পর্যন্ত যা জানতে পেরেছি তাতে এবারের বইমেলায় মামুন ভাইয়ের বই আসবে মোট ছয়টা। তার সাথে কথা বলে ইতিমধ্যে বইগুলি সম্পর্কে কিছু তথ্য যোগাড় করেছি। (দু’একটা ইতিমধ্যে আমি সফটকপি পড়ে ফেলেছি)। ভাবলাম সবার সাথে শেয়ার করি। ক্যাডেটরা মেলায় যাবার আগে মামুন ভাইয়ের বই নিয়ে একটু জেনে যাবে না?

বামহাতি বাবলু
(প্রকাশকঃ অনন্যা প্রকাশনী )

অনন্যা প্রকাশনী

অনন্যা প্রকাশনী

সবাই কল্পনায় যা হতে চায় বাবলু বাস্তবে তা-ই! চমকায়, হাসায় এবং শেষে…

আমার ধারনা এবারের বইমেলায় সেরা কিশোর উপন্যাস গুলির একটি হবে এটা। আমি পড়েছি, দারুন লেগেছে এবং মামুন ভাইয়ের কাছে শুনেছি এখন পর্যন্ত যারা পড়েছে সবাই একবাক্যে একে অসাধারন বলেছে।

ম্যাজিক বয়
(প্রকাশকঃ সময় প্রকাশনী )

প্রকাশকঃ সময় প্রকাশনী

প্রকাশকঃ সময় প্রকাশনী

এক বাঙ্গালী কিশোরের ম্যাজিক। ম্যাজিক দিয়ে বিশ্বজয়……

প্রথমবার যখন সফটকপিটা পাই তখন আমি এক নিশ্বাসে পড়ে গেছি। শেষ করার সাথে সাথে মামুন ভাকে ফোন দিয়ে জানিয়েছি, ভাইয়া, এটা আমার প্রিয় বইয়ের তালিকায় যোগ করলাম।

বিয়ের ফাঁদে
(প্রকাশকঃ পার্ল পাব্লিকেশন্স )

প্রকাশকঃ পার্ল পাব্লিকেশন্স

প্রকাশকঃ পার্ল পাব্লিকেশন্স

বিয়ের ফাঁদে পড়েছে এক তরুণ। বাঁচাবে কে?
দারুন হাসির উপন্যাস।

লন্ডনের টিকেট
প্রকাশকঃ পাঠসূত্র প্রকাশনী

গোয়েন্দা তনু কাকা এবার লন্ডনে। নতুন রহস্যের সমাধানে।

হ্যালো ক্যাডেটস
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ প্রকাশনী

এক মলাটে ক্যাডেট নাম্বার ৫৯৫, কলেজ ক্যাপ্টেন এবং ভাইস প্রিন্সিপাল স্যার। ক্যাডেটদের জন্যে এটা অবশ্যই সংগ্রহে রাখার মতো একটা সংকলন নিসঃন্দেহে।

প্রেসবক্সের ক্রিকেট
ড্রইংরুমের ফুটবল

প্রকাশকঃ নওরোজ কিতাবিস্তান

প্রকাশকঃ নওরোজ কিতাবিস্তান


(প্রকাশকঃ নওরোজ কিতাবিস্তান)

ক্রিকেট-ফুটবল, লারা-আশরাফুল, ম্যারাডোনা-মেসি সব একসঙ্গে
মুলত বিভিন্ন পত্রিকায় আর বিডিনিউজে মামুন ভাইয়ের লেখা খেলা বিষয়ক কলাম গুলির সঙ্কলন।

পরিশিষ্টঃ
মামুন ভাই, আজকে দুপুরে চ্যানেল আই’তে দেখলাম এক সুন্দরী’র সাথে বইমেলা নিয়ে টক শো করছেন। আপনার আলোচনা আর চ্যানেল আই’এর উপস্থাপিকা দুটোই ভালো ছিলো।

৫৩ টি মন্তব্য : “বইমেলা’য় মোস্তফা মামুন ভাইয়ের নতুন বই”

  1. তৌফিক

    একটা সত্য কথা বলি, আগের কমেন্টটা পড়েই করছিলাম। কিন্তু অফচান্সে কেউ যদি আবার না পড়েই ফার্স্ট হয়ে যেতে চায়! রিস্ক নেই নাই। 😀

    ২০০৮ র বইমেলা মিস করছিলাম। কলেজ থেকে বের হওয়ার পর প্রথম মিস। এবারো মিস হবে। 🙁

    হ্যালো ক্যাডেটস বইটা সংগ্রহ করবো, যেভাবেই হোক। 🙂

    জবাব দিন
  2. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    অনেক দিন বইমেলায় যাওয়া হয় না।

    বই গুলো সম্পর্কে এত সুন্দর করে অল্প কথায় খোঁজ দেয়ায় ধন্যবাদ জানালাম।

    সামনে পড়ে নিতে হবে ইনশাআল্লাহ।

    শুভেচ্ছা নিও কামরুল।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মামুন ভাইকে সালাম :salute:
    হ্যালো ক্যাডেটসটা যোগাড়ের চেষ্টা করবো...

    কামরুল,
    তুমিও লেখালেখিটা একটু সিরিয়াসলি নাও...
    অবশ্যই হিট হবে!...লা রাইবা ফিইহি... :boss:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    কামরুল, খুব সুন্দর করে লিখছিস। বইগুলা সংগ্রহ করার প্রলোভন দেখানোর জন্য ধণ্যবাদ।
    আমি তখন ব্লগে নতুন, মোস্তফা মামুন ভাইয়ের কোন এক ব্লগে না বুইঝা ভাব মাইরা "ভালই তো লেখেন" টাইপ কমেন্ট করছিলাম ... :khekz: :khekz: :khekz:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. কামরুল ধন্যবাদ। কিন্তু একটু বেশি-বেশি প্রচারণা হয়ে গেছে মনে হয়!

    হ্যালো ক্যাডেটস নিয়ে সবার আগ্রহটা একটু বেশি। স্বাভাবিক। আমি লেখক না হয়ে পাঠক হলে আমারো তাই থাকত নিশ্চিত। কিন্তু এঁর ভিড়ে নতুন বইগুলো চাপা না পড়লেই হয়।

    `বামহাতি বাবলু' এবং `ম্যাজিক বয়' এই দুটো বই নিয়ে আমি বেশ আশাবাদী। পড়লে বোধহয় হতাশ হতে হবে না। গোয়েন্দা গল্প যাদের পছন্দ তারা `লন্ডনের টিকেট' পড়তে পারো।

    বইমেলায় অনেকের সঙ্গে দেখা হবে আশা করি।

    মোস্তফা মামুন

    জবাব দিন
    • সাইফ (৯৪-০০)

      মামুন ভাই,আগামী এক বছর দেশে যাইতে পারুম না,নইলে আজিজ এর আড্ডায়,চা খাইতে খাইতে আপনার কাছ থেইক্যা সৌজন্য কপি বাগাইয়া লইতাম,সফট কপি ত পাওয়া যাবেই,কিন্তু মজা নাই,
      আসল কথায় আসি ভাইয়া,আমরা কুয়তে একটা লাইব্রেরী আর মিউজিয়াম বানিয়েছি,আমার খুব সখ আমি আপনার বইগুলাও এইখানে রাখবো,অন্তত,এইবার কার বইগুলা চাই...আমি কাম্রুল্কে দিয়ে কিনিয়ে নিবো,কিন্তু আপনি চা খাইতে খাইতে একদিন অটোগ্রাফ দিয়ে দিয়েন বইগুলাতে............
      স্যরি ভাইয়া,আমি আগে সুজোগ পাইলেই আজিজ এ ছুটে যেতাম,ছুটিতে গিয়ে এইবার জামাল ভাই আর আপনাদের আড্ডায় যাওয়ার খুব ইচ্ছা থাক্লেও যেতে পারিনি.........
      বিডি নিউজ এ খেলার খবর পড়তে গেলেই আপনার মুখ ভেসে উঠে আর গর্বে ভরে যায়............ভালো থাকবেন ,বেশি করে বই লিখবেন.........।

      জবাব দিন
  6. শাওন (৯৫-০১)

    বইমেলায় খুব কম ই যাওয়া হয়...।।এইবার নিশ্চয়ই মিস করা ঠিক হবেনা.........।


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।