আপনার মোবাইল ফোনটি যদি জিপিআরএস (GPRS) কিংবা এজ (EDGE) সাপোর্টেড হয় তাহলে, বাংলা সাইট দেখার জন্য নীচের তরিকা অনুসরণ করুন।
* অপেরা মিনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ডাউনলোড করুন এখান থেকে
* এবার অপেরা মিনি ওপেন করুন। এড্রেসবারে টাইপ করুন opera:config। ইন্টার চাপুন।
* এবার একটা অপেরা মিনি’র সেটিংস এর পাতা আসবে। নীচে নামতে থাকুন।
* use bitmap fonts for complex scripts এর পাশে দেখুন NO লেখা আছে। এটিকে yes করুন।
* পাতাটির একদম নীচে save এ ক্লিক করুন।
* ফোন রিস্টার্ট করুন।
এরপর আবার অপেরা মিনি ওপেন কোন বাংলা সাইটে ঢুকুন- আর চারকোন বাক্স নয়। বাংলা দেখা যাচ্ছে ফকফকা!!
কৃতজ্ঞতাঃ- কামরুল ভাই।
বস থ্যাংকু :boss: :boss:
পারছি ইয়েস ইয়েস :awesome: :awesome: :awesome:
আপ্নারে :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ইয়ে ভুল হইয়া গেছে কামরুল ভাই মাপ কইরা দেন 😕 😕 😕
কামরুল ভাইরে :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাই, অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটার জন্য। আমি এতদিন মোবাইলে বাংলা দেখতে পারতাম না।
অনেক বড় উপকার করলা।
তোমাকে :salute:
কামরুলকেও :salute:
ধ্যাত আমি জিপির আনলিমিটেড ব্যাবহার করি। কিন্তু সাবমেরিন ক্যাবল এ সমস্যা থাকায় নেটের অবস্থা খুব খারাপ। আগে যেইখানে ১২-১৪ কেবিপিএস ডাউনলোড স্পীড পাইতাম এখন তা বাইটে নাইমা আসছে। এক এক টা পেইজ লোড হইতে ঘন্টা লাগায়। ধ্যাত কি যে করি ~x( ~x( ~x(
রবিন ভাই গেল কই :-/ মিয়া তারাতারি লাইন ঠিক করেন নাইলে কিন্তু খবর আছে 😡 😡
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমার এইখানেও নেট হঠাৎ কইরা স্লো হইয়া গ্যাসে। আগে জেইখানে ৪৮/৫০ কে বি পি এস পাইতাম এখন হঠাৎ কইরা ১৮/১৯ এ নাইমা আসছে... ~x( ~x( ~x( ~x(
অসুবিধা নাই...।করতিপকখো কইসে কয়েক দিনের মধ্যে ৮০ থেকে ৯০ কইরা দিব... 😀 😀 😀
আপনি ভাই কোন দুনিয়ার নেত ব্যবহার করেন???!!! এত্ত স্প্রীড!!! 😮 😮 😮
ভাই। আমার নিজের লাইন এর ও একি অবস্তা। এমনকি অফিসেও
ওই ব্যাটা লাইন এতো খারাপ ক্যান? মাসে মাসে ১০০০ টাকা দেই। আমার ট্যাকা ফেরত দে। 😉 😉 😉
জন্মেও ভাবতে পারি নাই। মোবাইলে বাংলা দেখার জন্য কত কি করা হইল। অনেকে বলল, এর জন্য নেক্সট জেনারেশন মোবাইল লাগবে। এই সিস্টেম দেখে তো আমি তাশকি। কামরুল ভাইরে :salute:
রায়হান আবীরকে :thumbup:
বস opera:config হবে মনে হয়।
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সাব্বাস বেটা লিংকন...কাম্রুল ভাইরে :salute: :salute:
ডুর্ডান্ট!
রায়হান আবীর ও কামরুল হাসান , তথ্য প্রযুক্তিতে বিশাল অবদানের জন্য আপনাদেরকে যৌথভাবে সি সি বি ঘূর্ণায়মান তারকা পডকে ভূষিট করা হল।
সাতেও নাই, পাঁচেও নাই
একেবারেই অপ্রাসঙ্গিক একটা কথা জিগাই-
বাংলাদেশে মোবাইলে skype ইউজ করা যায় ঠিকমতন? কেউ কি জানেন?
www.tareqnurulhasan.com
তারেক ভাই, চ্যাট করা যায়...
হে হে ... মোবাইলটা বদলাতে হইব বাংলা দেখতে হইলে। 😛
কামরুল ও রায়হান,
এতদিন আমার মোবাইল দিয়ে ই-বাডি সফটওয়্যারের মাধ্যমে চ্যাট করতাম, কিন্তু কোন বাংলা ওয়েবসাইটে ঢুকে লেখা পড়তে পারতাম না :no: । এখন পারলাম। সিসিবির পাশাপাশি বাংলা পত্রিকাও পড়তে পারছি :guitar: :guitar: :guitar: 😀 😀 😀 :party: :party: :party: ।
বিরাট একটা উপকার করলা ভাই। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। :hatsoff: :hatsoff: :hatsoff: 🙂 🙂 🙂
গত ক'দিন থেকে নতুন উপদ্রব শুরু হয়েছে। সারাটা দিন কারেন্ট থাকে না 🙁 । আর কারেন্টের সাথে যেহেতু কম্পিউটার চালনা ও নেট ব্রাউজ করা ডাইরেক্টলি প্রপোশনাল সেহেতু সেটাও হচ্ছিল না 😛 । মোবাইলে দিনের মধ্যে কয়েকবার চেষ্টা করেছি কিন্তু "ছোট বাক্স, ছোট বাক্স....." ছাড়া আর কিছুই পাই নাই। একেবারে সময় মতোন এই পোস্টটা হাতে এলো।
তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ :clap: :clap: ।
Life is Mad.
কামরুল আর রায়হান, অতি প্রিয় ছুডু ভাইয়েরা আমার, অপেরা কনফিগার করা একটা সেট গিফ্ট করিস আমারে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনার সেটটা লুভর মিউজিয়ামে ছাইড়া দেন। ম্যালা দাম পাইবেন :grr: :grr:
কিম্বা কোম্পানিতে জমা দেন, ওরা আপনার ডেডিকেশন দেইখা নতুন সেট গিফট করবে এইটা শিউর। :grr: :grr:
কোথায় বড় ভাইএর এহেন দুরাবস্থায় মানবতার হাত বাড়াবি, তানা x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
দুরাবস্থায় হাত বাড়াইতে পারলাম না বলে দুঃখিত, তবে দুরবস্থায় ঠিকই বাড়াবো। 😀 😀 😀
~x( :chup: :chup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও আছি তুমার দলে। সেই কবে একটা নকিয়া কিনছি, সাদা কালো মনেও নাই।
ভালই সার্ভিস দেয় ব্যাটাটা। কতবার হাত থাইক্যা পড়ল, মরে না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্ আমার সাদাকালা সিট খান চিরতিলা থিকা পিরা গিয়াও পিটল তিলার কিনো লিক্ষণ দিখায়নি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এই কায়দাটা আগে জানলে কত ভাল হইতো, সনি এরিকসনের চারকোনা বাক্স কি যে পেইন দিত 🙁
বাই দ্য ওয়ে, সিসিবির সাজসজ্জা দেখি পুরা পাল্টায়ে গেছে :clap:
সবি জিহাদের কল্যানে। নিউ ইয়ারে নতুন লুক আসিতেছে।
এটা ছিল সত্যিকারের একটা কাজের পোস্ট :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আমারে থ্যাঙ্কু দিলি না? মাইন্ড খাইলাম :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এতদিন পর থ্যাঙ্কু না দেয়ায় আর তাতে মাইন্ড করায় জিহাদ, কামরুল- ২টারই ব্যান চাই। :grr: :grr:
নাহ্ হইলোনা... আমার সেট চেঞ্জ করা লাগব মনে অয়!!!
সত্যিকারের একটা কাজের পোস্ট। খুব উপকার হইল। 😀
:awesome:
চ্যারিটি বিগিনস এট হোম