মোবাইলে বাংলা দেখার কায়দা- কানুন

আপনার মোবাইল ফোনটি যদি জিপিআরএস (GPRS) কিংবা এজ (EDGE) সাপোর্টেড হয় তাহলে, বাংলা সাইট দেখার জন্য নীচের তরিকা অনুসরণ করুন।

* অপেরা মিনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ডাউনলোড করুন এখান থেকে

* এবার অপেরা মিনি ওপেন করুন। এড্রেসবারে টাইপ করুন opera:config। ইন্টার চাপুন।

* এবার একটা অপেরা মিনি’র সেটিংস এর পাতা আসবে। নীচে নামতে থাকুন।

* use bitmap fonts for complex scripts এর পাশে দেখুন NO লেখা আছে। এটিকে yes করুন।

* পাতাটির একদম নীচে save এ ক্লিক করুন।

* ফোন রিস্টার্ট করুন।

এরপর আবার অপেরা মিনি ওপেন কোন বাংলা সাইটে ঢুকুন- আর চারকোন বাক্স নয়। বাংলা দেখা যাচ্ছে ফকফকা!!

কৃতজ্ঞতাঃ- কামরুল ভাই।

৫,৩৭৪ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “মোবাইলে বাংলা দেখার কায়দা- কানুন”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    বস থ্যাংকু :boss: :boss:
    পারছি ইয়েস ইয়েস :awesome: :awesome: :awesome:
    আপ্নারে :salute: :salute: :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    ধ্যাত আমি জিপির আনলিমিটেড ব্যাবহার করি। কিন্তু সাবমেরিন ক্যাবল এ সমস্যা থাকায় নেটের অবস্থা খুব খারাপ। আগে যেইখানে ১২-১৪ কেবিপিএস ডাউনলোড স্পীড পাইতাম এখন তা বাইটে নাইমা আসছে। এক এক টা পেইজ লোড হইতে ঘন্টা লাগায়। ধ্যাত কি যে করি ~x( ~x( ~x(
    রবিন ভাই গেল কই :-/ মিয়া তারাতারি লাইন ঠিক করেন নাইলে কিন্তু খবর আছে 😡 😡


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    জন্মেও ভাবতে পারি নাই। মোবাইলে বাংলা দেখার জন্য কত কি করা হইল। অনেকে বলল, এর জন্য নেক্সট জেনারেশন মোবাইল লাগবে। এই সিস্টেম দেখে তো আমি তাশকি। কামরুল ভাইরে :salute:
    রায়হান আবীরকে :thumbup:

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)
    এবার অপেরা মিনি ওপেন করুন। এড্রেসবারে টাইপ করুন opea:config। ইন্টার চাপুন।

    বস opera:config হবে মনে হয়।


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. জিহাদ (৯৯-০৫)

    ডুর্ডান্ট!

    রায়হান আবীর ও কামরুল হাসান , তথ্য প্রযুক্তিতে বিশাল অবদানের জন্য আপনাদেরকে যৌথভাবে সি সি বি ঘূর্ণায়মান তারকা পডকে ভূষিট করা হল।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  6. রহমান (৯২-৯৮)

    কামরুল ও রায়হান,
    এতদিন আমার মোবাইল দিয়ে ই-বাডি সফটওয়্যারের মাধ্যমে চ্যাট করতাম, কিন্তু কোন বাংলা ওয়েবসাইটে ঢুকে লেখা পড়তে পারতাম না :no: । এখন পারলাম। সিসিবির পাশাপাশি বাংলা পত্রিকাও পড়তে পারছি :guitar: :guitar: :guitar: 😀 😀 😀 :party: :party: :party: ।

    বিরাট একটা উপকার করলা ভাই। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। :hatsoff: :hatsoff: :hatsoff: 🙂 🙂 🙂

    জবাব দিন
  7. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    গত ক'দিন থেকে নতুন উপদ্রব শুরু হয়েছে। সারাটা দিন কারেন্ট থাকে না 🙁 । আর কারেন্টের সাথে যেহেতু কম্পিউটার চালনা ও নেট ব্রাউজ করা ডাইরেক্টলি প্রপোশনাল সেহেতু সেটাও হচ্ছিল না 😛 । মোবাইলে দিনের মধ্যে কয়েকবার চেষ্টা করেছি কিন্তু "ছোট বাক্স, ছোট বাক্স....." ছাড়া আর কিছুই পাই নাই। একেবারে সময় মতোন এই পোস্টটা হাতে এলো।

    তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ :clap: :clap: ।


    Life is Mad.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।