ছোট বেলায় বিটিভিতে দুটা সিরিয়াল দেখতাম। তুমুল জনপ্রিয় ছিল। অপেক্ষায় থাকতাম সিরিয়াল দুটির জন্য। একটি হল, সিক্স মিলিয়ন ডলার ম্যান, আরেকটা বায়োনিক ওমান। তথাকথিত রোবট মানুষ তারা, দূর্ঘটনার পর তাদের শরীরে এখন নানা ধরনের কলকবজা।
যতদূর মনে পড়ে গানটা শুনেছিলাম এই সিরিয়ালে। একটা পর্বে সিক্স মিলিয়ন ডলার ম্যান মানে লি মেজর্স অথবা বায়োনিক ওমান বা লিন্ডসে ওয়াগনার আহত হয়। সেই পর্বে দুজনে একসঙ্গে অভিনয় করেছিল।
সম্ভবত সেই পর্বে গানটা প্রথম শুনেছিলাম। যতদূর মনে ঘোড়ায় পড়ে বেড়াচ্ছিল দুজন, আর গানটা হচ্ছিল।
Woman- Jimmy please say you’ll wait for me
I’ll grow up someday you’ll see
Saving all my kisses just for you
Signed with love forever true.
Man – Joni was the girl who lived next door
I’ve known her I guess ten years or more.
Joni wrote me a note one day.
And this is what she had to say.
Woman-Jimmy please say you’ll wait for me
I’ll grow up someday you’ll see
Saving all my kisses just for you
Signed with love forever true.
Man- Slowly I read her note once more
Then I went over to the house next door
Her tear-drops fell like rain that day
When I told Joni what I had to say.
Man- Joni, Joni please don’t cry
You’ll forget me by and by
You’re just fifteen and I’m twenty two,
and Joni I just can’t wait for you.
Man – Soon I left out little home town,
Got me a job and tried to settle down
But these words kept haunting my memory,
the words that Joni said to me.
Woman- Jimmy please say you’ll wait for me
I’ll grow up some day you’ll see
Saving all my kisses just for you
Signed with love forever true.
Man – I packed my clothes and I caught a plane
and I had to see Joni. I had to explain,
how my heart was filled with her memory
and ask my Joni if she marry me
I ran all the way to the house next door
but things weren’t like they were before
My tear-drops fell like rain that day
When I heard what Joni had to say.
Woman- Jimmy, Jimmy please don’t cry
You’ll forget me by and by.
It’s been five years since you’ve been gone
Jimmy, I – (married) – your best friend John.
স্মৃতি প্রতারণাও করতে পারে। হয়তো শুনেছিলাম অন্য কোথাও। তবে গানটা সেই যে কানে ঢুকে গেল, আজ অব্দি রয়ে গেছে। কে গায়, কোন অ্যালবাম কিছুই জানতাম না। কোথায় পাওয়া যাবে না তাও জানতাম না। ফলে একসময় হারিয়ে গেলো গানটা। মনে পড়ে কিন্তু শোনা হয় না।
তারপর এলো মোবাইলের যুগ। হঠাৎ একদিন দেখলাম এই গানের চারটা লাইন ওয়েলকাম টিউন হিসেবে পাওয়া যাচ্ছে। নিয়ে নিলাম। ছিলো কিছুদিন আমার ফোনে। পরে বাদ দিয়ে দিলাম, কারণ আমি তো শুনতে পেতাম না গানটা। অন্যরা শুনবে আর শুনতে পারবো না তা তো হয় না।
সেদিন ইন্টাননেটে গান ঘাটতে গিয়ে আবার পেলাম গানটা। ২০ বছরেরও বেশি সময় পর আবিস্কার করতে পারলাম গানটার পুরো লিরিক, গায়ক-গায়িকার নাম ইত্যাদি।
মার্কিন কান্ট্রি সিঙ্গার কনওয়ে টুইটি এর মূল গায়ক। সাথে জনি লি। জনি লি টুইটির মেয়ে। যদিও গানটা রোমান্টিক গান। ১৯৭৫ সালের গান এইটি। বাবা-আর মেয়ের অসাধারণ এই গান এখন আমি শুনছি প্রতিনিয়ত।
গানটার লিঙ্ক দিতে ব্যর্থ হলাম। বলে যে সাইজ বেশি। এখান থেকে ডাউনলোড করা যাবে।
http://media.17vn.com/v/NDg2NjYwN2E4.html
(তাজা লেখা)
১ম
গানের লিরিক ভাল..তবে আরো ভালো করার.. :-B :-B
কনওয়ে টুইটি মইরা বাইচা গেছে। বাঁইচা থাকলে আরো ভাল করার সুযোগ পাইতো। 😀
২য় 😀
আমার রুমে দিনে রাইতে যখন তখন আমি এই গান্টা এক সময় চালাইয়া রাখতাম,আমার একটা বাজে অভ্যাস হল,আমি রুমে থাকি না কিন্তু আমার ল্যাপ্টপ ঠিক ই বাজে......আমার পাশের রুমে আমাদের এক সিও থাক্তেন...একদিন আমি রুমে ঢুক্তে গিয়া দেখি...।।উনি আমার দরজার পাশে দাড়াইয়া এই গান শুন্তেছেন,সালাম দিতেই বলেন,এই গান তোমারাও শোনো,এইটা ত আমাদের সময় কলেজে হিট ছিল......উনি ঝিনাইদাহ এর তৌকির দের ক্লাস মেট...।।
আমার এক্স ক্লুসিভ নামের একটা ফোল্ডার আছে,অইখানে এই গান্টা এক স্থান পেয়েছে...।।
তাজা ২য়
সিসিবিতে আমার আরো তাজা লেখা আছে তো
😀 😀
মনে হয় ১৯৭৫ হবে ...
ঠিক করে দিলাম। থেংকু
Don't cry Joni - Conway Twitty - Jonilee- ডাউনলোড লিঙ্ক
মাসুম ভাই লিঙ্ক দিয়ে দিলাম।
মারাত্মক গান। একবার শুনেই পাঙ্খা হইয়া গেলাম।
একটা স্করপিওনস স্করপিওনস ভাব আছে মিউজিকে।
আপডেটঃ
উপরের লিঙ্ক থেকে অনেকের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তাই আরেকটা লিঙ্ক দিলাম। Don’t cry Joni - Conway Twitty - Jonilee- ডাউনলোড লিঙ্ক
ধন্যবাদ কামরুল। আমি কিছুতেই লিঙ্ক দিতে পারছিলাম না। আগে শুনছিলা গানটা?
সাংবাদিক ,অভিনেতা হাসান মাসুদের খালি গলায় একবার শুনছিলাম। কোথাও বাজিয়ে শোনা হয়নি আগে। পরে সরয়ার ফারুকী ভাই এই গানের
Man- Joni, Joni please don’t cry
You’ll forget me by and by
You’re just fifteen and I’m twenty two,
and Joni I just can’t wait for you.
এই চার লাইন হাসান ভাইয়ের গলায় ব্যাচেলর সিনেমায় ইউজ করছিলেন যতদূর মনে পড়ে। 😀
এইটার একটা নাটকও হইছে। নোবেল আর নতুন লাক্স সুন্দরী মাইয়াটা মিল্লা করছে। নাম মনে নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নায়িকার নাম মীম।
নাটকের নাম: শেষের কবিতার পরের কবিতা।
হইসিল: কুরবানীর ঈদের পঞ্চম দিন।
এই অবেলায় মীম সুইটহার্টের মুখটা মনে করায় দেয়ায় ফয়েজ ভাইয়ের ব্যাঞ্চাই 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
এত ডিটেইল্স দেবার জন্য তোমার ব্যান চাই... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জিহাদ দেখতো এইটা নাকি তোর সুইঠার্ট ?
এইটা ঠিকাছে। কিন্তু ওরে সাধারণ সাজে আরো বেশি ভাল্লাগে 😡
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে বাসায় গিয়া দেইখা আয় ;;;
:pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
জিহাদ আআম্রে নিয়া যাইস
মাইয়াডার সবই সুন্দর, অভিনয়ডা ছাড়া। আফসুস
আমার অভিনয়ের দরকার নাই। বাকি সব পাইলেই চলবে। ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
লাইনে দাঁড়া ;;;
জহির স্টাফ বলসে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হবে লাইন ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
হ! আর মীম থাকবে সবার পিছনে ;;;
ইয়াক ... জিহাদ ভাই এইটা কে???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নোবেল আর মীম?? খাইছে। দুইডার একটাও তো অভিনয় জানে না। দেখার ইচ্ছা নাই।
(স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে থাকলে) এইটা কি আনিসুল হকের লেখা নাটক না? আমার কাছে এইটা কুরবানীর ঈদের সবচেয়ে ট্র্যাশ নাটক মনে হইসে... :thumbdown:
নাটকটা দেখার পরে আনিসুল হকের উপর ভক্তি কইমা গেসে... 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
শেষের কবিতা পরের কবিতা? বস্ এইটা নাকি?
সংসারে প্রবল বৈরাগ্য!
হ. মনে পড়ছে। ব্যচেলারে ছিল। তয় সিনেমাটা ভাল লাগে নায় বইলা মনে পড়ে নাই।
😀 আমারো :thumbup: কাউরে কইয়েন না। ;;;
আমি তো চিল্লাইয়া কই, ব্যাচেলার একটা ভুয়া সিনেমা। বরং এর আগের পর্ব চরুইভাতি জোস ছিল
চড়ুইভাতি আসলেই জোস ছিলো। 😀
বস, দারুন গানের কথা কইছেন। আমাগো স্বপ্নাহত এইটা নিয়া সচলে একটা পোষ্টাইছে (এইটা ক্যান সে সিসিবি তে দেয় নাই, আমার কাছে বিরাট রহস্য হই আছে সেইটা)।
এই রকম গান অনেক বছর পর পর এক দুইটা জন্মায় মনে হয়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সচলে যাইতে ভয় লাগে। তাই আর দেখা হয় না। এই খানেও দেওয়ার তীব্র দাবি জানাই
বস ওইটা একটা দিনলিপি ছিল। এতদিন পরে ক্যামনে দেই এইখানে। 🙁
তবে লিংকটা দিয়া দিলাম এখানে: জনি জনি প্লীজ ডোন্ট ক্রাই
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbdown: :thumbdown: :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই, বুঝিনাই কি বলতে চাইতেসেন :no:
সাতেও নাই, পাঁচেও নাই
পোস্টটা এইখানে দেও নাই...তাই... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পড়তাছি তাইলে
জটিল, এভার তাজা গান :thumbup:
থ্যাংকু শওকত ভাই :salute:
-সিক্স মিলিয়ন ডলার ম্যান, আরেকটা বায়োনিক ওমান এই দুইটাতো আমরাও ছুডু বেলায় দ্যাখতাম, আহারে কি সোন্দর টাইম আছিলো :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমরাও পাইছি তয় আপনার চেয়ে আমি তখন ২ বছরের ছোট ;;;
তারপর শুরু হইলো ম্যাকগাইভার, নাইট রাইডার, দ্যা ফল গাই, রেভেন (এইটা হেভি ছিলো, মাঝে মাঝে কিস দেখাইতো) ;;;
আরেকটা ছিলো, থান্ডার ইন প্যারাডাইজ, ওইটাতে পুরা সময়ই 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
হ! এইটার কথা ভুইলা গেছিলাম।
এর পরে 'ওশিন' নামে কি একটা সিরিজ শুরু হইলো। দুইন্নার বোরিং ছিলো। তারপর দিলো দ্য ওইজার্ড। ওইটাও ভালো ছিলো। 😀
ওশিন আরো আগের...অন্ততঃ র্যাভেন এর আগের...
কারণ, র্যাভেন এ যেইসব সিন দ্যাখাইতো, সেইটা ততদিনে হালকা উপভোগ করার বয়স হয়ে গেসিল... :shy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ওহ! আজকে ইমোশনাল হইতে হইতে দেখি মিরা যাবার জোগাড়। 🙁
হারকিউলিস এর কথা ভুইলা গেলেন নাকি? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
এখানে আমাদের ছোটবেলার কথা হচ্ছে। তোরা বুঝবি না। তোরা তখন অনেক ছোট। ;;;
অফটপিকঃ হারকিউলিস যতদিনে দেখায় ততদিনে আমরা অন্য জিনিস দেখা শুরু কইরা দিছি ;;;
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ হ টারজান y না কি যেন দেখতাম
পাঙ্গার মধ্যে আছি তাই ঠিক মত মনে করতে পারতাছি না :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ও! ঔটার কথা কইতাছো, আমি দেখি নাই।
:khekz: :khekz: :just: :pira:
দ্যা গার্ল ফ্রম টুমোরোও ভাল ছিল... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহ! আনালা!
সাতেও নাই, পাঁচেও নাই
আনালা না ব্যাটা, ঐটা এ্যালানা 😛
অবশ্য হামাগুড়ি দেয়া বয়সে দেইখা যে এতটুকু মনে রাখছোস এইতো অনেক 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
হ ঠিক। কি যে মনে করাইয়া দিলো এই পোষ্ট টা।
হ। হামগুড়ি দিতে দিতে বহুত কিছু জানা এবং শেখা যায় ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ সময়ে কিস দেখতা, আর আমরা খাইতাম 😀
ইয়ে...মানে...বস, আপনার কি ছোটবেলা থেকেই অ্যাক্সিডেন্ট করার অভ্যাস? :-/
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমাকে যদি তিনটা গান বাছাই করতে বলা হয় তো এই গানটা সেই শর্ট লিস্টে থাকবে। বেসম্ভব প্রিয় একটা গান।
গানটার কথা মনে করায় দিয়ে ইমোশনাল করে ফেলার জন্য শওকত ভাইয়ের ব্যাঞ্চাই 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
আর পুস্ট লিখতে লিখতে আমি যে ইমোশন খাইলাম, সেইটার কি হইবো??
মাগনা মাগনা ইমোশন খাইলেন । এইবার বিল দেন 😛
সাতেও নাই, পাঁচেও নাই
খালি ইমোশন খায় নায়। উপরে দেখ, মাসুম ভাই কিসও খাইছে। ওইটার অবশ্য বিল ধরা হবে না। সিনিয়রদের জন্যে ফ্রি। ;;;
ইয়ে মানে আমি কি সিনিয়র ? ;;;
কত্তো কিছু মনে করাইয়া দিলা......
ভাইয়া, কই খাবেন কন? কতোদিন ধইরা যে গান টা খুজতেছি। তার উপর নাটক টা দেখার পর আরো ভালো লেগে গেলো গান টা। অসাধারন একটা গান।
ভাইবা কমুনে
রবিন আমারে খাওয়াইবো। এইডা আমি বিক্রি করতে চাই। কে কে কিনবা? আওয়াজ দেও 😀
বস এইডা নিলামে তুল্লে ৫টাকাও পাইবেন না। রবিন রে দিয়া দেন। ও নিজেই ঝাল্মুড়ি খাইয়া নিবো নে ;;;
কেন?
কলেজে থাকতে রেডিওতে গানটা শুনতাম। তখন থেকেই গানটা দারুণ প্রিয় আমার। এক্কেবারে "দিলমে চাক্কু"!!
মাসুম : তুমি এই লাইনে কেন? ফিল্ম নিয়া আছ, থাক। আমি কি ওইডা নিয়া কিছু লিখছি? এরপর আবার গান নিয়া পোস্টাইলে আমৃত্যু :frontroll: চালু হইয়া যাইবো কিন্তু!! 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: =))
সংসারে প্রবল বৈরাগ্য!
সিনিয়রদের মইধ্যে গিঠ্যু লাগছে... :awesome:
চামে দেখি... :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রাজায় রাজায় যুদ্ধ করে,
উলুখাগড়া'র প্রাণান্ত...
শব্দার্থঃ উলুখাগড়া- এক ধরণের আ'গাছা'...মানে নীচু প্রজাতির 'গাছ' আর কি ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
x-( x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
haha :khekz:
কাইয়ুম তুমি সিনিয়রের ঝাড়ি খাওয়া দেইখ্যা হাসো কান? x-(
চোখ নামায় রাখ কইলাম, আমার মত। 😡
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঘুম থেকে উঠে সিসিবি খুললাম কেবল, রাতে একটা স্বপ্ন দেখলাম সিসিবি নিয়া। দেখছি যে নতুন দুইটা লেখা আসছে- কাইয়ুম ভাই আর মাসরুফ ভাইয়ের। কিন্তু এখন আইসা দেখি সব ফকফকা :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি স্বপ্ন দেখলি ব্যাটা, আগে যা ও দুয়েকটা কমেন্ট করতাম এখন দেখি সেইটাও বন্ধ হইয়া গ্যাছে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 :salute:
এইবারের মতো মাফ কইরা দেন। এর পরে লিখলেও সেইটা লাবলু ভাই লিখিত বলিয়া পড়িতে হইবেক।
:khekz: :khekz: :khekz:
টিকাছে। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মাসুম ভাই,
জটিল একটা গানের কথ মনে করাইয়া দিলেন। মাঝে মাঝে আপনারা যে কি করেন না...। আর পারিনা আপনাদের নিয়া...।
মন্তব্যগুলা পড়তে পড়তে নীচে নামতেছিলাম আর ভাবতেছিলাম সবাই এতকিছুর নাম কইতাছে কিন্তু আমার ফেভারিট যেইটা ছিল সেইটার কথা কেউ বলে নাই। মনে মনে অবশ্য খুশীই হইছিলাম এই ভাইবা যে, যাউক এইটা শুধুই আমার...। একটু পরে দেখলাম বাচ্চা পোলাপান সেটারেও রেহাই দেয়নাই। এতো দেখি ঐ বাচ্চা বয়স থেকেই এইগুলার নজর কেমন কমন জানি...।
হায় রে এ্যালানা...।
আমার সবচেয়ে প্রিয় গানগুলার মধ্যে একটা।