{কয়েকদিন আগে আমাদের কলেজের একজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। তার পুরো ঘটনার বিবরণ দিয়ে সে আমাদের intake yahoo group এ একটি mail করে, তা বঙ্গানুবাদ করে এইখানে পোস্ট করলাম}
সোমবারে বাসে আমার পাশের এক লোক অতি কৌশলে আমাকে একটা ডাব কিনাইসে, ডাব বিক্রেতাও এর সাথে জড়িত। আমি বুঝতে পারছিলাম যে আমি বোকামি করে ডাবটা কিনতেছি, কিন্তু আমার মাথায় ছিল না যে এইটা আজ্ঞান পার্টি হতে পারে।
বিস্তারিত»