কলেজের গ্রুপ মেইলে এই সাইটের খোঁজ পেলাম। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এ ব্লগের উদ্যোক্তাদের । বাংলাদেশে উৎপন্ন যাবতীয় ক্যাডেট এখানে একত্রিত (হা…হা…) ! ধন্যবাদ জিহাদকেও (আমাকে ইনভাইট করার জন্য)। নিঃসন্দেহে এ-জন্য ক্যাডেট জাতি তাদের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আজীবন কৃতজ্ঞ থাকবে।
যাই হোক, এসে তো টাসকি খায়া গেসি। কি মনোরম চিল্লা-পাল্লা হচ্ছে। মনে হচ্ছে তালুকদার স্যার এইমাত্র ক্লাসের ব্রেক দিয়ে একটু সিগারেট টানতে গেছেন।
বিস্তারিত»