আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে চুপচাপ প্যারেড গ্রাউন্ডে ঢুকেই কেঁদে দিয়েছিলো, পেছন ফিরে বাবা-মাকে শেষ বারের মত দেখতে দেখতে,
তার কয়েক বছর পরে কোন এক রাতে দারুণ বিষ্টি হচ্ছিল, সে রাতে মেয়েটা তার ডায়রীর পাতায় একা একাই শুভেচ্ছা জানিয়েছিল চারপাশের খুব প্রিয় কিছু মানুষকে,
তার পর আরও অনেক সেই রকম রাত গিয়েছে,
তারপর একদিন প্রিন্সিপাল রুমের সামনের করিডোরে গম্ভীর মুখে মেয়েটা দাঁড়িয়ে ছিল আর কয়েক জনার মাথায় মাথা ঠেকিয়ে,
তারও পর কেটেছে আরও দুই এক বছর , মেয়েটা এখন আরও গম্ভীর মুখে ব্লগ লিখে,
সেই রাতটা আবার কেমনে জানি চলে এসেছে, এখন আর কেবল সেই কয়েকটা মানুষকে শুভেচ্ছা জানালে হয়না, তারা আয়তনে বেড়ে গিয়েছে দশগুন!
যাই হোক, নিরানব্বই সালে কাধে কাধ মেলানো সেই সবকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
সামিয়া,
আমার তেমন সুজগ অ নাই উপাওনাই মনের কথাগুলা বলার। ভাল লাগ্ল তমার লেখাতা পরে।তমাকে আক্তা কথা বলি আমি atlast dukhte perechi aii site a. hehhehehhee.............
>:D<
তোরে মাইর দিব...বাংলা শিখ বেটি। আর দুই রাকাত নফল নামাজ পড় এক্ষুনি, এই সাইটে যে অবশেষে ঢুকতে পারস...... :salute:
বাধন বলেছেন:
আমার তেমন সুজগ অ নাই উপাওনাই মনের কথাগুলা বলার।
************************
তাহলে এক কাজ কর রেকর্ড করে এখানে আপলোড করে দেও। >:)
কে এই "বাধন"??
আপনার জানার কাম নাই। আগে দুই রাকাত নফল নামাজ পড়ে আসেন।
হ্যাঁ, পড়ে আসলাম, এইবার বল। এইটা কি বাধন না বাঁধন।
ভাই হঠাত বান্ধাবান্ধির পিছে লাগলেন ক্যান ?? :-B
সাতেও নাই, পাঁচেও নাই
অরে রায়হান...... :grr: :grr: :grr:
সামিয়া,
অনেকদিন পর লেখাটা পড়ে ইমোশোনাল হয়ে গেলাম...
:dreamy: :dreamy:
থ্যাংক ইয়্যু বন্ধু...
😛
আহ!! গত বছরের তেসরা জুন ... :dreamy: :dreamy: :dreamy:
বাবা রায়হান আবীর, তুমি পানাপুকুরে একটা ডুব দিয়া আস।
পানাপুকুর চিন? নোয়াখালীর লোক, চিনার কথা।
আর হ্যাঁ পানাটা যেন কচুরীপানা হয়, কালো কালো লম্বা শিকড় অলা, যেখানে আবার চিংড়ি লুকায় থাকে।
বুঝা গেছে ব্যাপারটা। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পুরাই কিলিয়ার!!! তয় তেসরা জুনের কথা কওয়াতে আমারে পানা পুকুরে ডুবানোর শাস্তি দিলেন ক্যা? 😀
তুমি মার্চের ৩০ তারিখ তেসরা জুন নিয়া লাফাও ক্যা? কেস কি? B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহহহহহহ :dreamy: :dreamy:
৩রা জুন :awesome: :awesome: