তেসরা জুন

আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে চুপচাপ প্যারেড গ্রাউন্ডে ঢুকেই কেঁদে দিয়েছিলো, পেছন ফিরে বাবা-মাকে শেষ বারের মত দেখতে দেখতে,

তার কয়েক বছর পরে কোন এক রাতে দারুণ বিষ্টি হচ্ছিল, সে রাতে মেয়েটা তার ডায়রীর পাতায় একা একাই শুভেচ্ছা জানিয়েছিল চারপাশের খুব প্রিয় কিছু মানুষকে,

তার পর আরও অনেক সেই রকম রাত গিয়েছে,

তারপর একদিন প্রিন্সিপাল রুমের সামনের করিডোরে গম্ভীর মুখে মেয়েটা দাঁড়িয়ে ছিল আর কয়েক জনার মাথায় মাথা ঠেকিয়ে,

তারও পর কেটেছে আরও দুই এক বছর , মেয়েটা এখন আরও গম্ভীর মুখে ব্লগ লিখে,

সেই রাতটা আবার কেমনে জানি চলে এসেছে, এখন আর কেবল সেই কয়েকটা মানুষকে শুভেচ্ছা জানালে হয়না, তারা আয়তনে বেড়ে গিয়েছে দশগুন!

যাই হোক, নিরানব্বই সালে কাধে কাধ মেলানো সেই সবকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।

১৪ টি মন্তব্য : “তেসরা জুন”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।