(পোস্টটি পড়তে অনেকের দেরি হতে পারে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। মাইক্রোসফট এর ওয়েবসাইট সাহায্য নিয়েছি। নিজেকে কেমন যেন ‘টেঁকি’ ‘টেঁকি’ লাগছে :-B । এর জন্য আমি একটু :tuski: :tuski: )
পহেলা এপ্রিল বিশ্বজুড়ে একটি মারাত্মক ওয়ার্মের (সাধারণ কথায় কম্পিউটার ভাইরাস) আক্রমণ আশংকা করা হচ্ছে। ওয়ার্মটির নাম কনফ্লিকার। (এই ওয়ার্ম, ফিতাকৃমি, গুড়াকৃমি বা অন্যান্য সব কৃমি থেকে অনেক বেশী ক্ষতিকারক – যে কোন কম্পিউটার ও এর ব্যবহারকারীর পেটের অবস্থা টাইট করে দিতে পারে)।
বিস্তারিত»